বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কটোয়া পুরসভার বেহাল রাস্তার জমা জলে মশার উপদ্রব

সংবাদদাতা, কাটোয়া: অল্প বৃষ্টিতেই কাটোয়া শহরে বেশ কিছু ওয়ার্ডে জল জমেছে। কোথাও আবার রাস্তা বেহাল হয়ে গিয়েছে। সেখানে জমা জল পাশ হতে বেশ কয়েকদিন সময় লেগে যাচ্ছে। যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। জমা জল থেকে মশার উপদ্রব হচ্ছে। ক্ষোভ বাড়ছে কাটোয়া শহরের বাসিন্দাদের মধ্যে। এছাড়া কাটোয়া কলেজ হস্টেলের সামনের জায়গা ঝোপ জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। 
এ বিষয়ে কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, মাধাইতলা এলাকায় রাস্তা সংস্কারের কাজ পুজোর পরে শুরু হবে। আর কলেজ হস্টেলের সামনের জায়গায় ঝোপ জঙ্গলের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি মোড় থেকে মাধাইতলা যাওয়ার রাস্তা বেহাল হয়ে গিয়েছে। আগেই ওই রাস্তার পিচ উঠে গিয়ে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। সেখানে অল্প বৃষ্টিতেই জল জমছে। জমা জল থেকে মশার উপদ্রব বাড়ছে। স্থানীয় বাসিন্দা সমীরকুমার গুঁই, রিঙ্কু মণ্ডল বলেন, ভাঙা রাস্তার জমা জলে মশা জন্ম নিচ্ছে। একদিকে চলাচলে অসুবিধা হচ্ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত। আমরা পুরসভায় বার বার জানিয়েছি। তাতে কোনও লাভ হয়নি। ওই রাস্তায় সাইকেল নিয়ে রাতের অব্ধকারে যেতে গিয়ে অনেকেই পড়ে যাচ্ছেন। আমরা চাই পুরসভা দ্রুত রাস্তা মেরামত করে দিক। এখন তো স্টেডিয়াম এলাকার জল এই এলাকা দিয়ে পাশ হয়। তাতে আমাদের এলাকা বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে।
বাসিন্দাদের আরও অভিযোগ, জল জমলে তা পাশ হতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। নিকাশি নালাগুলির জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় সমস্যা হয়। বৃষ্টিতে শহরের ২০ নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়ায় প্রচুর জল জমে। এছাড়া শহরের ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশে জল জমে যায়। ন্যাশনাল পাড়ার ভিতরে সংকীর্ণ গলিগুলিতে জল জমে যায়। নিকাশি নালার নোংরা জল রাস্তায় চলে আসে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে মোট নিকাশি নালা আছে ১৪০ কিমি। এরমধ্যে আবার হাইড্রেন আছে ৫০ কিমি। শহরের কাছারি রোড, টেলিফোন ময়দান, ডাকবাংলো রোড থেকে শুরু করে বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে যায়। অথচ কাটোয়া শহরের গা ঘেঁষে অজয় ও ভাগীরথী বয়ে গিয়েছে। শহরের জমা জল পাস হতে অনেক সময় লেগে যায়। পুরসভার দাবি, শহরে জল জমে যাওয়ার মূল কারণ, এখন শহরে প্রচুর অপরিকল্পিত ভাবে বাড়িঘর হয়ে যাওয়াতেই জল পাস হওয়ার জন্য ফাঁকা মাঠ পাওয়া যায় না। তাই স্বভাবতই জল জমে যায়। শহর লাগোয়া বিভিন্ন নয়ানজুলির সংস্কার করা হয়েছে। যাতে শহরের জমা জল দ্রুত নেমে যেতে পারে।  কাটোয়ার মাধাইতলা এলাকায় বেহাল রাস্তায় জল জমেছে। নিজস্ব চিত্র

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ