বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দুর্নীতি রোধে কঠোর পূর্ব বর্ধমান জেলা পরিষদ

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাস্তা সংস্কার কিংবা নালা তৈরি, যে কোনও কাজের আগে এলাকার বাসিন্দাদের ওয়ার্ক অর্ডার দেখাতে হবে। কী কী সামগ্রী দিয়ে কাজ করা হবে বা কতদিনে তা শেষ হবে সব ঠিকাদারদের আগেই জানাতে হবে। কাজে স্বচ্ছতা আনতে পূর্ব বর্ধমান জেলা পরিষদ এমনই সিদ্ধান্ত নিয়েছে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, কাজ পাওয়ার জন্য কোনও ঠিকাদারকে কারও কাছে দরবার করতে হবে না। অনলাইনে টেন্ডার হবে। নিয়ম মেনে ঠিকাদাররা কাজ পাবেন। তবে ওয়ার্ক অর্ডারের নির্দেশমতো কাজ করতে হবে। কোথাও নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার বাসিন্দাদের আগাম জানিয়ে কাজ করতে হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে বেশ কয়েকজন ঠিকাদারের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সংস্কারের কয়েক মাসের মধ্যেই বহু রাস্তা বেহাল হয়ে গিয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের একাংশের অভিযোগ, নির্দিষ্ট কয়েকজন ঠিকাদার বেশিরভাগ কাজ পেতেন। আউশগ্রামের এক ঠিকাদার তাঁদের মাথার উপর ছিলেন। সেই সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। সভাধিপতি বলেন, অনেক ঠিকাদার ভালো কাজ করেন। তাঁরা গাইডলাইন মেনেই রাস্তা তৈরি করেন। কয়েকজনের জন্য বদনাম হয়। আগামী দিনে স্বচ্ছতা মেনেই কাজ করতে হবে। 
জেলা পরিষদ সূত্রে আরও জানা গিয়েছে, অক্টোবর মাসের মধ্যে প্রায় ৮০টি রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পে কাজ হবে। জেলায় সমস্ত প্রকল্পের কাজে গতি আনার জন্য‌ প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী নিজে শনিবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ দেখতে গিয়েছিলেন। জেলার সমস্ত আধিকারিকরা সেদিন বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে ওই কাজ দেখেছেন। প্রতি শনিবার আধিকারিকরা পঞ্চায়ত এলাকায় যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। 
এক আধিকারিক বলেন, আগে পূর্ব বর্ধমান জেলা সব কাজেই এক নম্বরে ছিল। কয়েক বছরে সেই রেকর্ড ধরে রাখা যায়নি। আবার পুরনো জায়গায় ফিরতে আধিকারিকরা কোমর বেঁধেছেন। পাশাপাশি কাজে স্বচ্ছতা আনতেও জোর দেওয়া হয়েছে। জেলা পরিষদ সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের কাজেও বাড়তি নজর দেওয়া হবে। প্রয়োজনে জনপ্রতিনিধিরা গ্রামে গিয়ে কাজ পরিদর্শন করবেন। কোথাও অসঙ্গতি দেখা দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ