বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

আইসক্রিম বিক্রেতাকে ছুরিকাঘাত 

সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের নিগনে আইসক্রিম বিক্রেতাকে পাঁচশো টাকার নোট ভাঙানো নিয়ে গলায় ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সুকুমার সর্দার নামে ওই আইসক্রিম বিক্রেতাকে গুরুতর জখম অবস্থায় ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিগন গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সুজিত ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতকে শুক্রবার কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মঙ্গলকোটের নিগন গ্রামে মনসা পুজো উপলক্ষে সেখানে আইসক্রিম বিক্রি করছিলেন। অভিযোগ, সেই সময় সুজিত ঘোষ নামে স্থানীয় ওই যুবক সুকুমারের কাছে পঁচিশ টাকার আইসক্রিম কিনে পাঁচশো টাকার নোট দেন। এরপরেই টাকা ভাঙানো নিয়ে সুকুমারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সুজিত। অভিযোগ, তারপরেই সুকুমারবাবুর গলায় ছুরি চালিয়ে দেয় সুজিত।  স্থানীয় বাসিন্দারা আহত সুকুমারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলকোট থানার পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ