দক্ষিণবঙ্গ

রমজানে ফলের অগ্নিমূল্য,
ছেঁকা লাগছে পাতিলেবুতে

 

সংবাদদাতা, জঙ্গিপুর: ফলের বাজার চড়েছিল দিন কয়েক আগেই। রমজান মাস শুরু হতেই তা এক লাফে আরও অনেকটা বেড়ে গেল। বাজারে পাতিলেবু কিনতে গিয়ে ছেঁকা খাচ্ছে আমজনতা। পাতিলেবুর দাম ১০ টাকা পিস। শসাও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। শুক্রবার থেকে শুরু হয়েছে রমজান মাস, সেটাই দাম বাড়ার বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। আপাতত চড়া দর থেকে রেহাই নেই বলেই মনে করছেন অনেকে। এই জেলার একটা বড়ো অংশের মানুষ মুসলিম সম্প্রদায়ের। তাঁরা ধর্মীয় রীতি মেনে সন্ধ্যায় যে রোজা ভঙ্গ করেন, সেখানে খাদ্য তালিকায় থাকে শরবতের সঙ্গে হরেক ফল। সেই ফল কিনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। তাই নিয়ে সাধারণ মানুষ ও ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বেআইনিভাবে যারা জিনিসপত্রের বাড়তি দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে সাধারণ মানুষ। এ প্রসঙ্গে জঙ্গিপুরের শুল্ক দপ্তরের এক আধিকারিক বলেন, এবিষয়ে একাধিক অভিযোগ পেয়েছি। শনিবারই বাজারে হানা দেওয়া হবে। বেআইনিভাবে দাম আদায়কারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। রোজার প্রথম দিনেই বাজারে পাতিলেবুর চাহিদা তুঙ্গে। সঙ্গে পাল্লা দিয়ে এক লাফে লেবুর দাম বেড়েছে প্রায় পাঁচগুণ। প্রতিটি পাতিলেবু বিক্রি হচ্ছে দশ টাকা দামে। দিন দুয়েক আগেও দশ টাকায় বাজারে পাঁচটা লেবু মিলত। লেবুর পাশাপাশি শসার দাম বেড়েছে। রঘুনাথগঞ্জ ফলের বাজারে ৫০ টাকা কিলো শসা বিক্রি হচ্ছে। মফস্‌সল এলাকায় দাম আরও বেশি বলে জানা গিয়েছে। এছাড়া, আপেল ১৮০ থেকে ২০০ টাকা, আঙুর এক লাফে ১০০ টাকা থেকে ১৮০ টাকা, সিঙ্গাপুরি কলা ৪০ থেকে ৫০ টাকা কিলো, মুসাম্বি লেবুর দাম ৭ টাকা থেকে ১৫ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। ক্রেতা হাফিজুর রহমান বলেন, লেবুর এতো দামের কোনও মানে হয় না। জঙ্গিপুরের মহম্মদ ইউসুফ শেখ বলেন, মাত্র দুটো শসা নিলাম। ইফতার করতে হবে, তাই কম করেই কিনলাম।
ফলের দাম বৃদ্ধিতে বিক্রিবাটায় টান পড়তে পারে। তাই অখুশি ব্যবসায়ীরাও। রঘুনাথগঞ্জের ট্রাফিক মোড়ের ফল ব্যবসায়ী রাকেশ চৌধুরী বলেন, রোজায় লেবু, শসার চাহিদা বেশি থাকে। আড়ত থেকেই বেশি দামে কিনেছি। রোজার সময় দাম একটু বাড়ে। দাম বৃদ্ধির অভিযোগ মানছে ফল বাজার সমিতিও। সমিতির সেক্রেটারি লাল বাবু বলেন, এই সময় ফলের দাম বাড়ে। তাছাড়া, বাইরে থেকে মাল নিয়ে আসতে ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশি। সাধারণ মানুষ বলছেন, যেখানে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়িয়ে যাচ্ছে, সেখানে ফল খাওয়ার ‘বিলাসিতা’ থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। রমজানে ফলের দর ক্রমশ গলার কাঁটা হয়ে উঠছে।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা