বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

রেশন সামগ্রীর মান যাচাইয়ে
বর্ধমানে হচ্ছে কন্ট্রোল ল্যাব

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানে তৈরি হচ্ছে খাদ্যদপ্তরের কন্ট্রোল ল্যাব। কোনও অভিযোগ উঠলে এবার থেকে রেশন সামগ্রী এই ল্যাবেই পরীক্ষা করা হবে। এতদিন তা কলকাতায় পাঠাতে হতো। জেলার ফুড কন্ট্রোলার অসীম নন্দী বলেন, কিছুদিনের মধ্যেই ল্যাব চালু হয়ে যাবে। যন্ত্রাংশ চলে এসেছে।
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি শিলিগুড়ি ও কৃষ্ণনগরেও এই ল্যাব রয়েছে। বিভিন্ন সময় গ্রাহকরা রেশনের চাল বা আটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন। ডিলারদের কাছ থেকেও খাদ্যদপ্তরে অভিযোগ জমা পড়ে। ওই সামগ্রীর মান সত্যিই খারাপ কি না তা ওই ল্যাবে যাচাই করা হবে।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল বলেন, জেলার নাড়িতে ওই ল্যাবটি তৈরি হচ্ছে। আশা করা যায় কয়েক মাসের মধ্যেই সেখানে খাদ্য সামগ্রী পরীক্ষা করা হবে। গ্রাহকদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়া যাবে। খাদ্যসামগ্রীর মান খারাপ হলে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। অন্যান্য জেলার রেশন সামগ্রীও এখানে পরীক্ষা করা হবে। 
খাদ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় মোট ৪৭ লক্ষ ৪৩ হাজার ২৬৭ জন খাদ্যসাথী প্রকল্পে সুবিধা পান। এখনও পর্যন্ত ৪৫ লক্ষ ১৬ হাজার ৮৭৩টি রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ হয়েছে। বাকি কার্ডগুলির সঙ্গে আধার সংযোগ না হলে তা বাতিল হবে। ইতিমধ্যে বহু ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। রেশনে স্বচ্ছতা আনতে খাদ্যদপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। গ্রাহকরা যাতে সঠিক পরিমাণ সামগ্রী পান তারজন্য বিশেষ মেশিন জেলায় পাঠানো হচ্ছে। এপ্রিল মাস থেকে চোখের মণি স্ক্যান করে রেশন সামগ্রী দেওয়া দেওয়া হবে। এতদিন আঙুলের ছাপ নেওয়া হচ্ছিল। কিন্তু তা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ছিল। ছাপ না মেলায় অনেকেই রেশন সামগ্রী পাচ্ছিলেন না। তা নিয়ে বিক্ষোভও হয়। সেই কারণেই এবার চোখের মণি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ