বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

জঙ্গলের পথে...। জয়ন্তী যাওয়ার রাস্তায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে কৌশিক সেনের তোলা ছবি। 

রাষ্ট্রপতি পুরস্কার সমুদ্রগড়ের
বাসিন্দার, শুভেচ্ছা মন্ত্রীর

সংবাদদাতা, কালনা: দমকল বিভাগে কর্মদক্ষতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন নাদনঘাট থানার সমুদ্রগড় নিমতলা এলাকার বাসিন্দা শেখ ইমামুল হোসেন। বুধবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এতে খুশি তাঁর পরিবার ও এলাকার বাসিন্দারা।
নিমতলার বাসিন্দা চাষি পরিবারের ছেলে ইমামুল হোসেন ২০০২ সালে দমকল বিভাগে অপারেটর হিসেবে কাজে যোগ দেন। তাঁর কাজের প্রতি একাগ্রতা ও দক্ষতায় অল্প সময়ে তিনি লিডার এবং ওসি পদে উন্নীত হন। বর্তমানে তিনি বাঁশবেড়িয়া দমকল কেন্দ্রে কর্মরত। কালনা কেন্দ্রে থাকার সময় ২০২১ সালে তিনি তাঁর কর্মদক্ষতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। করোনার জন্য তাঁর শংসাপত্র ও পদক পেতে দেরি হয়। ১৭ মার্চ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে দমকলের এক অনুষ্ঠানে সেই শংসাপত্র ও পদক তাঁর হাতে তুলে দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার রাতে বাড়ি ফিরতেই বুধবার সকালে তাঁর বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান স্বপনবাবু।ইমামুল সাহেব বলেন, রাষ্ট্রপতির শংসাপত্র ও পদক পাওয়া জীবনের সেরা পাওনা। আমি আমার দপ্তর এবং সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞ। স্বপনবাবু বলেন, কালনা কেন্দ্রে থাকতে অগ্নিনির্বাপণে তাঁর অনেক দক্ষতার খবর পেয়েছিলাম। খুবই পরিশ্রমী। আমরা ওঁর জন্য গর্বিত।  

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ