বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য

সংবাদদাতা, দুর্গাপুর: একমাস আগে দুর্গাপুরের প্রান্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বুধবার আর্থিক সহযোগিতা করল পুরসভা। ৩৫টি গৃহহীন পরিবারকে ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। প্রান্তিকা এলাকায় পুর-প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা ওই পরিবারগুলির হাতে চেক তুলে দেন। 
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রান্তিকা তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ৩৫টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। গৃহহীন হয়ে পড়েন এলাকার দুঃস্থ পরিবারগুলি। তাঁদের পাশে থাকার আশ্বাস দেয় পুরসভা। সেইমতো এদিন তাঁদের গৃহ নির্মাণের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ঘটনার সময় থেকে তাঁদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। এদিন আর্থিক অনুদান দেওয়া হয়।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ