দক্ষিণবঙ্গ

আজ বাগদেবীর আরাধনায়
মাতবে পশ্চিম মেদিনীপুর

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ বৃহস্পতিবার, বিদ্যাদেবীর আরাধনায় মাতবেন জেলার মানুষ। তার আগে গৃহস্থের বাড়ি থেকে শুরু করে স্কুল-কলেজ, বারোয়ারি, সর্বত্রই পুজোর প্রস্তুতি তুঙ্গে। বুধবার দিনভর চলল কেনাকাটা। প্রতিমা হোক বা ফুলফল, দশকর্মা সামগ্রী, সব জায়গাতেই ক্রেতাদের ভিড়। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলের দাম তুলনামূলক স্বস্তিতে রাখল জেলাবাসীকে। তবে শেষ বেলাতেও চড়া দামেই বিক্রি হল প্রতিমা। 
বুধবার সকাল থেকেই কেনাকাটার ভিড় ছিল মেদিনীপুর শহরের এলআইসি মোড়, গান্ধী স্ট্যাচু, গেটবাজার, রাজাবাজার, বড়বাজার, স্কুলবাজার, ছোট বাজার প্রভৃতি এলাকায়। ফল, ফুল, দশকর্ম, প্রতিমা থেকে শুরু করে গোটাসিদ্ধর বাজারও সারতে দেখা গেল ক্রেতাদের। সরস্বতী পুজো উপলক্ষে বাজারে ফুল, আনাজ ও ভোগের উপকরণের দাম আকাশছোঁয়া হলেও তেমন বাড়েনি ফলের দাম। এলআইসি মোড়ের ফল বিক্রেতা পঙ্কজ রায়ের দাবি, গত কয়েকমাস আগেও আপেল, আঙুর, কলা, লেবুর দাম যা ছিল, তাই রয়েছে। বুধবার শহরে আপেল বিক্রি হল ১০০-১২০ টাকা কেজি দরে, আঙুর ১৫০-২০০ টাকা, কমলা লেবু ৭০-৮০ টাকা, কুল ৬০-৭০ টাকা এবং শসা ৫০-৬০ টাকায়। কাঁঠালি কলার ডজন প্রতি দাম দাম ছিল ৫০-৬০ টাকা এবং চাঁপা কলা ৪০ টাকার মধ্যে। একদম ছোট ডাবেরও দাম ছিল ৩০ টাকা প্রতি পিস। বুধবার এলআইসি মোড়ে বাজার করছিলেন গোয়ালতোড় গার্লস হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী চক্রবর্তী। তিনি বলেন, লক্ষ্মীপুজো বা সরস্বতী পুজোর আগে হঠাৎ ফলের দাম চড়া হয়ে যায়। তবে এবার দাম না বাড়লেও পুজোর আনুষঙ্গিক সামগ্রীর দাম চড়া। বুধবার শেষ বেলা অব্দি চড়া ছিল প্রতিমার দাম। কর্মচারী ভবনের সামনে বিভিন্ন মাপের প্রতিমা নিয়ে পসার সাজিয়েছিলেন সৌম্য সেন। চড়া দাম দেখে সৌম্যবাবুর থেকে প্রতিমা না কিনেই চলে গেলেন সিপাই বাজারের ঝুলন সিংহ। দুই ফুটের সরস্বতীর ছাঁচের মূর্তি বিক্রি হচ্ছিল ৩৫০-৪৫০ টাকায়। তিন ফুটের ছাঁচের মূর্তি ৭০০-৮০০ টাকা এবং চারফুটের প্রতিমা ১৩০০-১৫০০ টাকা দরে বিক্রি হয় শহরে। ফুলের দামও তুলনামূলক বেশি ছিল। তবে বুধবার শেষ বেলায় তিন ফুটের একটি গাঁদাফুলের চেন ২০ টাকা থেকে কমিয়ে ১৫টাকায় বিক্রি করেন শহরের বিক্রেতারা। শহর ছাড়িয়ে শালবনী, গড়বেতা, চন্দ্রকোণা রোড, ঘাটাল থেকে শুরু করে বেলদা, দাঁতন, নারায়ণগড় সমস্ত বাজারেই ভিড় ছিল ক্রেতাদের। এদিন সকাল থেকে সর্বত্রই কুমোরটুলিগুলি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্লাবগুলিতে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য ভিড় জমিয়েছিল কচিকাঁচারা। সরস্বতী পুজো উপলক্ষে শহরের কলেজ স্কয়ারে শুরু হয়েছে থিমের লড়াই।
18Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা