বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের প্যান্ডেলে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতনির মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্যান্ডেল হয়েছিল বাড়িতে। এসেছিলেন আত্মীয়-স্বজনরা। এমনিতেই পরিবারে ছিল শোকের ছায়া। তা আরও দ্বিগুণ হল ছোট্ট রাখি সর্দারকে হারিয়ে। মঙ্গলবার প্যান্ডেলে খেলছিল বছর তিনের রাখি। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার জেরে শান্তিপুর থানার বানকপাড়া এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে রাখির দাদুর মৃত্যু হয়। বৃহস্পতিবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ রয়েছে। সেই জন্য বাড়িতে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সেই প্যান্ডেলে দেওয়া হয়েছিল বিদ্যুতের সংযোগ। ওই দিন অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ইলেক্ট্রিকের হোল্ডারে রাখি হাত দিয়ে দেয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র কন্যাসন্তানের মৃত্যুর ঘটনায় দিশেহারা সদস্যরা। রাখির বাবা প্রশান্ত সর্দার বলেন, বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছিল। বাড়ির সামনে রাখি বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ যে ইলেক্ট্রিকের হোল্ডারে হাত দিয়ে দেবে ভাবতে পারিনি। কয়েকদিন আগে বাবাকে হারিয়েছি। মঙ্গলবার মেয়েকে হারালাম। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ