বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সূতিতে খেলার সময় পুকুরে
পড়ে মৃত্যু হল শিশুকন্যার

সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার দুপুরে সূতির ইংলিশ সাহাপাড়ায় বাড়ির পাশে খেলার সময় আচমকা পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃতার নাম আসলিমা খাতুন(৩)। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বেশ কিছুক্ষণ তার খোঁজ মিলছিল না। তারপরই পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। উদ্ধার করে মহেশাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, পরিবারের লোকজনের নজর এড়িয়ে জলে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতার আত্মীয় আমির হোসেন বলেন, বাড়ির লোকজন কাজে ব্যস্ত ছিল। ও খেলতে খেলতে কখন জলে পড়ে গিয়েছে কেউ বুঝতে পারেনি।  বুধবার সকালে সূতির আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম নিতাই দাস(৩৮)। বাড়ি সূতি থানার মহেশাইল-১ পঞ্চায়েতের পারুলিয়ায়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নিতাই লরি চালাতেন। সম্প্রতি তাঁর লরি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর থেকেই অবসাদে ভুগছিলেন বলে পরিবারের লোকজনের দাবি। মঙ্গলবার বিকেলে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনও বন্ধ ছিল। সকালে দেহ উদ্ধারের খবর পান পরিবারের লোকজন। সূতি থানারই মুরারিপুকুরে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দেবাশিস দাস(৩৯)। বেসরকারি বাসের কর্মী ছিলেন। বেলা পর্যন্ত ঘর থেকে না বেরনোয় পরিবারের লোকজন ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ