বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সার বিক্রিতে অনিয়ম করলেই লাইসেন্স
বাতিলের বার্তা জেলা কৃষি দপ্তরের

সংবাদদাতা, চাপড়া: কালোবাজারি বা অনিয়ম করলেই বাতিল হবে লাইসেন্স। সার ব্যবসায়ীদের এমনই কড়া বার্তা দিল জেলা কৃষি দপ্তর। কিছু দিন আগেই অনিয়মের অভিযোগে চাপড়ার শ্রীনগরের সারের দোকান মালিক সামসের সেখকে বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল কৃষি দপ্তর। বৃহস্পতিবার সেই অভিযোগের শুনানি ছিল। এদিন তাঁকে পুনরায় দোকান চালু রাখার অনুমতি দিলেও কৃষি দপ্তরের কড়া নির্দেশ আগামী তিন মাসের মধ্যে যদি তাঁর বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ওঠে তাহলে লাইসেন্স বাতিল করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চাপড়া এলাকায় একাধিক সার ব্যবসায়ীর বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠছিল। তারা নিয়মবহির্ভূতভাবে ন্যায্য মূল্যের থেকে বেশি দামে চাষিদের0 সার বিক্রি করছিলেন। এরফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন চাষিরা। এমনকি বেশ কয়েকজন সার ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাচালানকারীদের কাছেও সার বিক্রির অভিযোগ উঠছিল। তবে কালোবাজারির রুখতে তৎপর ছিল কৃষি দপ্তর। সেই মতো নিয়মিত সারের দোকানে অভিযান চালাচ্ছিলেন তাঁরা। মাস খানেক ধরে নিয়মিত অভিযানে একাধিক সার ব্যবসায়ীর অনিয়ম ধরা পড়ে। কিছুদিন আগেই সারের কালোবাজারি ও অনিয়মের অভিযোগে শ্রীনগরের সামসের সেখকে বিক্রি বন্ধের নির্দেশ দেয় কৃষি দপ্তর। এছাড়াও লক্ষীগাছার বিশ্বনাথ বিশ্বাস, রানাবন্ধের কায়েস মোল্লা ও চাপড়ার নূর ইসলাম মল্লিকের দোকানে অভিযান চালিয়েও অনিয়ম ধরা পড়ায় তাদের শোকজ করা হয়।
মহকুমা কৃষি আধিকারিক সুকান্ত সাহা রায় বলেন, কালোবাজারি রুখতে আমরা নিয়মিত সারের দোকান গুলিতে অভিযান চালাই। ওই দোকান গুলিতে অভিযান চালানোর সময় অনিয়ম ধরা পড়ে, এরপরই সামসের সেখকে বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। আজ অভিযোগের শুনানি ছিল। তাঁকে বিক্রির অনুমতি দিলেও জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে একই অভিযোগ উঠলে লাইসেন্স বাতিল করা হবে। আগামী দিনেও এই অভিযান চলবে এবং অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। 
কৃষি দপ্তরের নির্দেশে খুশি এলাকার কৃষকরা। চাপড়ার এক চাষি সাজাহান আলি শেখ বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের বেশি দামে সার, বীজ কিনতে হচ্ছিল। দোকানদাররা বিভিন্ন অজুহাতে সরকার অনুমোদিত দামের থেকে বেশি দাম নিচ্ছিল। এরফলে চাষের খরচ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাওয়ায় সমস্যা হচ্ছিল। কৃষি দপ্তর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা গ্রহণ করার বার্তা দিয়েছেন তাতে অসাধু ব্যবসায়ীরাও সচেতন হবে। আমরাও উপকৃত হব। 

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ