কলকাতা

শহরের দুই প্রান্তে বিক্ষোভের মুখে বিরোধী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে উত্তর কলকাতায় বেলেঘাটা, অন্যদিকে যাদবপুরের পঞ্চসায়র। মঙ্গলবার সকালে শহরের দু’প্রান্তেই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়াল। বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকের ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হল বেলেঘাটা মেইন রোডে সরকার বাজারের কাছে। তৃণমূলের অভিযোগ, সেখানে দুই বৃদ্ধের ভোটগ্রহণ চলছিল। নির্বাচন কমিশনের আধিকারিকরা যাওয়ার পর সেখানে পৌঁছন বিজেপির নেতা-কর্মীরা। তখনই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। বিজেপির অভিযোগ, ভোটদানের সময় তাঁদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তৃণমূল ভোট প্রভাবিত করছিল। তার প্রতিবাদ জানাতেই বিজেপি কর্মীদের আগমণ। যার জেরে উত্তেজনা ছড়ায়। ভোট গ্রহণকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই হাতাহাতি, মারপিটে জড়িয়ে পড়ে। ঘটনার জেরে দু’দলেরই কয়েকজন আহত হয়েছে বলে দাবি তাঁদের। তবে, রাত পর্যন্ত কোনও দলই কারও বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানায়নি।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ভোটারদের বাড়ির সামনে বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা পৌঁছলে স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খোদ বিজেপি প্রার্থী তাপস রায় ও উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁদের দেখে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাপস রায়কে ঘিরে ওঠে গো-ব্যাক স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলেঘাটা থানার পুলিস এবং ডিসি (ইএসডি) গৌরব লাল। হাতাহাতিতে একজন বিজেপি কর্মীর নাক ফেটেছে বলে লালবাজার সূত্রে খবর। তমোঘ্নবাবু বলেন, ‘ভোট হচ্ছে। সেখানে সব দলের এজেন্ট থাকার কথা। ওই বৃদ্ধের বাড়ি তৃণমূলের লোকেরা ঘিরে রেখেছিল। ভোট প্রভাবিত করা চেষ্টা করছিল। আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি।’ তৃণমূলের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আশুতোষ দাস বলেন, ‘ওরা নিয়মটাই জানে না। ৮৫ বছরের উর্ধ্বে যে বয়স্ক ভোটারদের ভোট হচ্ছে, তাঁদের বাড়িতে কোনও দলেরই এজেন্ট থাকতে পারে না। কোনও প্রার্থীও থাকতে পারেন না। সেখানে তাপস রায় লোকজন নিয়ে চলে এসেছিলেন।’
অন্যদিকে, এদিন সকালে পঞ্চসায়র এলাকা থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ছোট ম্যাটাডোরে উঠে তিনি এলাকা পরিক্রমায় বের হন। সঙ্গে বেশ কয়েকটি বাইক ও অটোতে চেপে বাম কর্মী-সমর্থকরাও যান। সঙ্গে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র। মিছিল খানিকটা এগোতেই শহিদ স্মৃতি কলোনি এলাকায় জনা কয়েক স্থানীয় বাসিন্দা বাধা দিতে থাকেন। তাঁদের দাবি, এখানে স্লোগান দেওয়া যাবে না। আরও খানিক এগলে প্রচার অটোর সামনে জনা তিনেক লোক শুয়ে পড়েন। সৃজনকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মিছিল এগনোর ব্যবস্থা করেন। ওই জটলা থেকেই সিপিএমের পতাকা ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে। গাড়ির দিকে ইট ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ বামেদের। সৃজন বিক্ষোভকারীদের দিকে হাত নাড়িয়ে, থাম্বস আপ দেখিয়ে চলে যান। সৃজন বলেন, ‘তৃণমূল, তৃণমূলের কাজ করেছে। এসব করে যাদবপুরে সিপিএমকে আটকানো যাবে না। তৃণমূলের ২০টা লোক কী করল, কিছু যায় আসে না।’ অন্যদিকে, সোমবার গভীর রাতে নাকতলা এলাকায় সিপিএমের পোস্টার-ফ্লেক্স ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। সৃজন বলেন, ‘কারা পতাকা-ফ্লেক্স ছিঁড়ছে, সহজেই অনুমেয়। যাদের হাঁটু ঠকঠক করে কাঁপছে, বুঝতে পারছে যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝাণ্ডাকে আঁকড়ে ধরছেন। এখন ওরা ভয় দেখাচ্ছেন।’ এই বিষয়ে যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, ‘এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিবাদ করা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। সেটাই স্থানীয়রা করেছেন।’
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা