কলকাতা

কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ থেকে ধৃত ভুয়ো ডাক্তার সহ ২ মহিলা

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ থেকে ধরা পড়ল এক ভুয়ো চিকিৎসক ও এক ভুয়ো ক্লার্ক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ধৃতদের নাম বন্দনা সেনগুপ্ত ও জয়ন্তী দাস। জানা গিয়েছে, বন্দনা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাঁর বাড়ি কলকাতায়। অন্যদিকে, জয়ন্তী নিজেকে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) হিসেবে পরিচয় দেন। তিনি থাকেন হুগলিতে। কল্যাণী থানার পুলিস তদন্তে নেমে জানতে পারে, বন্দনাই জয়ন্তীকে ভুয়ো নিয়োগপত্র দিয়ে এই মেডিক্যাল কলেজে নিয়ে আসে। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটি খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক বন্দনাকে সাতদিনের পুলিস হেফাজত এবং জয়ন্তীকে শর্তসাপেক্ষ জামিনের নির্দেশ দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলার নামে এই হাসপাতালে কোনও রেজিস্ট্রেশন নেই। এই ঘটনায় শোরগোল পড়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, অভিযুক্ত দুই মহিলা হাসপাতালের বিভিন্ন রেজিস্টার খাতা দেখছিলেন। পাশাপাশি রোগীদের সঙ্গেও কথা বলছিলেন। কিন্তু তাঁদের হাসপাতালের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা কেউই চিনতে পারেননি। তাঁদের আচরণ দেখে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর বা ক্লার্কের নিয়োগ পত্র দেখতে চাওয়া হলে তাঁরা তা দেখাতে পারেননি। কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি তাঁরা। এরপরই পুলিস ডেকে তাঁদের ধরিয়ে দেওয়া হয়। জেএনএম মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, কী উদ্দেশ্যে তাঁরা হাসপাতালে এসেছিলেন, জানার চেষ্টা চলছে। পুলিসকে বলা হয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেই বিষয়টিও দেখতে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা