কলকাতা

বিকল মেট্রো, ২৫ মিনিট ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের থমকাল মেট্রোর চাকা। শুক্রবার দুপুরে প্রায় ২৫ মিনিট কবি সুভাষ থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রইল। যার জেরে স্কুল-কলেজ ফেরত পড়ুয়া-অভিভাবক থেকে অন্যান্য যাত্রীরা নাকাল হলেন। জানা গিয়েছে, দুপুর পৌনে ১টা নাগাদ কবি সুভাষগামী একটি বিএইচইএল রেক (এমআর ৩০২) আচমকা রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এ নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিকবার এই বিএইচইএল রেক মাঝপথে আটকে পড়ার ঘটনা ঘটল। প্রতিবারই মেট্রো কর্তৃপক্ষ বিষয়টি ‘কারিগরি সমস্যা’ বলে দায় এড়িয়ে যায়। যাত্রীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে নর্থ-সাউথ মেট্রো করিডরে পরিষেবা তলানিতে ঠেকেছে। সেদিকে নজর নেই মেট্রো কর্তাদের। জানা গিয়েছে, এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে আপের তিনটি মেট্রো (দুপুর ১টা, ১টা ০৬ মিনিট ও ১টা ১২ মিনিট) বাতিল করা হয়। একইভাবে ডাউনেও মেট্রো চলাচল ব্যাহত হয়। প্রতিটি স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। অভিযোগ, পাবলিক অ্যাড্রেস সিস্টেমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার কারণ জানানো হয়নি। এমনকী আদৌ মেট্রো চালু হবে কি না, তা নিয়েও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি চরমে ওঠে। স্টেশনগুলিতে অধিকাংশ টিকিট কাউন্টার বন্ধ থাকায় টোকেন ফেরত কিংবা স্মার্ট কার্ড আন-লক করার লম্বা লাইন পড়ে যায়। মেট্রো কর্মীদের সঙ্গে একাধিক স্টেশনে যাত্রীদের বচসার খবর মিলেছে। সব মিলিয়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয় নর্থ-সাউথ করিডরে। দুপুর ১টা ১৮ মিনিটে কবি সুভাষ থেকে ফের মেট্রো চলতে শুরু করে। যাত্রীদের নামিয়ে বিকল রেকটি রবীন্দ্র সরোবর থেকে টেনে টালিগঞ্জের ওয়াই শেডে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লেগে যায়। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা