কলকাতা

নিউ বারাকপুরে চড়া সুদের টোপ দিয়ে প্রতারণা, ভাঙচুর 

নিজস্ব প্রতিনিধি, বরানগর: চড়া সুদের প্রলোভন দিয়ে কয়েক কোটি টাকা তুলে চম্পট দিল এক দম্পতি। নিউ বারাকপুরের বিলকান্দার তালবান্দার নব কামারগাথি কলোনি এলাকায় শুক্রবার এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ এলাকাবাসী ওই দম্পতির বাড়িতে হামলা চালায়। যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দম্পতির খোঁজ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নব কামারগাথি এলাকার বাসিন্দা বিনয় রায় ও আরতি রায় সহ এলাকার গরিব পরিবার মানুষকে নানাভাবে প্রলোভিত করেছিল ওই দম্পতি। চড়া সুদ, গয়না বানিয়ে দেওয়ার মতো নানা প্রলোভন দিয়ে চার কোটি টাকা তাঁরা তুলেছিলেন বলে অভিযোগ। প্রথমদিকে কয়েকজনকে ভালো সুদ দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন তাঁরা। তাই দেখে অন্যান্যরা টাকা দেন তাঁদের। বাসিন্দাদের অভিযোগ, সব মিলিয়ে এলাকা থেকে প্রায় চার কোটি টাকা তুলেছে রায় দম্পতি। কয়েক মাস ধরে তাঁরা সুদের টাকা দিচ্ছিলেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁরা বাড়ি বন্ধ করে পালিয়ে যান। শুক্রবার প্রতারিতরা একজোট হয়ে বিক্ষোভ দেখান। দম্পতির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে দ্রুত নিউ বারাকপুর থানার পুলিস ঘটনাস্থলে চলে আসে। প্রতারিত শান্তি বিশ্বাস বলেন, এক লক্ষ টাকা রাখলে মাসে আট হাজার টাকা সুদ দেবে বলেছিলেন। দু’মাস আমাকে টাকা দেওয়া হয়েছিল। পরে তাঁদের কথায় ঋণ করে সাড়ে চার লক্ষ টাকা দিয়েছিলাম। এখন সর্বস্য হারালাম।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা