কলকাতা

দেগঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস। ধৃতরা পুলিসি জেরায় অভিযোগ স্বীকার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাকিবুল্লা মণ্ডল, শরিফুল ইসলাম, ফারুক আব্দুল্লাহ এবং আরশাদ আলি। বাকিবুল্লা ও শরিফুলকে দেগঙ্গা থেকে এবং ফারুক ও আরশাদকে শাসন থেকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার তাদের বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুলাই রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে দেগঙ্গার সোহাই এলাকায় ওয়াসিম রাজা নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও তিনটি এটিএম কার্ড ছিনতাই করে দুষ্কৃতীরা চম্পট দেয়। পরে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তার ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার ৯ দিন পর চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে। তারা মুম্বইয়ে মাছের আড়তে কাজ করে। ক’দিন আগেই তারা বাড়িতে ফিরেছিল। ওয়াসিম রাজা নামে ওই ব্যবসায়ীকে তারা বেশ কিছুদিন ‘টার্গেট’ করেছিল ছিনতাইয়ের জন্য। পরিকল্পনা অনুযায়ী, ওইদিন দুই দুষ্কৃতী হামলা চালিয়েছিল, বাকি দু’জন এলাকায় নজরদারি চালাচ্ছিল, যাতে কেউ না দেখতে পায়। পুলিস জানতে পেরেছে, দু’জন লাঠি দিয়ে ওই ব্যবসায়ীর মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও তিনটি এটিএম কার্ড ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় তারা।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা