বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

থানায় আইনি সাহায্য চাইতে
যাওয়া তরুণীকে ‘কুপ্রস্তাব’
সাসপেন্ড এসআই, ফের বিতর্কে হরিদেবপুর থানা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্হস্থ্য হিংসার জন্য আইনি পরামর্শ নিতে গিয়ে খোদ পুলিসকর্মীর কাছ থেকেই কুপ্রস্তাব পেলেন এক তরুণী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে পুলিস মহলে। অভিযুক্ত সাব-ইনসপেক্টর আইনুল হক হরিদেবপুর থানায় কর্মরত রয়েছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে আইনুল হককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। যেভাবে ওই পুলিসকর্মী বিভাগের নাম ডুবিয়েছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ আধিকারিকদের একাংশ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের বাসিন্দা ওই তরুণী অনেকদিন ধরেই গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন। এ নিয়ে তিনি অশান্তিতেও ভুগছেন। মানসিকভাবে ভেঙে পড়া এই তরুণী আইনি পরামর্শ নিতে কয়েকদিন আগে হরিদেবপুর থানায় গিয়েছিলেন। ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তখন ডিউটিতে ছিলেন সাব-ইনসপেক্টর আইনুল হক। এই বিষয়ে কীভাবে এগতে হবে এবং কী আইনি প্রক্রিয়া রয়েছে, তা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন ওই সাব-ইনসপেক্টর। সেই সময় মহিলার মোবাইল নম্বর ও বা঩ড়ির ঠিকানা লিখে নেন তিনি। অভিযোগকারীর দাবি, সোমবার দুপুরে ওই সাব-ইনসপেক্টর তাঁর বাড়িতে আসেন। দরজা খুলতেই তিনি বলেন, গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে আলোচনার জন্য এসেছেন। কিন্তু আলোচনার নাম করে ওই পুলিসকর্মী তাঁকে কুপ্রস্তাব দেন বলে তরুণীর দাবি। সঙ্গে সঙ্গে তিনি ১০০ ডায়ালে ফোন করেন। লালবাজারের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি গোটা ঘটনা খুলে বলেন। লালবাজার বিভাগীয় ডেপুটি কমিশনারকে বিষয়টি জানায়। দক্ষিণ-পশ্চিম ডিভিশনের আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান করতে গিয়ে দেখেন, আইনুল হক কাউকে কিছু না জানিয়েই ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। নিয়ম বলছে, কোনও অফিসার বা কর্মী কোনও তদন্তের জন্য থানার বাইরে গেলে তা জেনারেল ডায়েরিতে লিখিতভাবে উল্লেখ করতে হয়। দেখা যায়, আইনুল হক কোনওটিই করেননি। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থেই ওই তরুণীকে ডাকা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত তিনি অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন, ততক্ষণ এই সাসপেনশন বজায় থাকবে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে পুলিস কর্তাদের একাংশের বক্তব্য, মহিলারা কোনও সমস্যায় পড়লে পুলিসের দ্বারস্থ হন। পুলিসের উপরই তাঁরা ভরসা করেন। কিন্তু এমন ঘটনা ঘটলে সমগ্র পুলিস বিভাগের উপর আস্থা হারাবেন তাঁরা। সেক্ষেত্রে পুলিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

17th     November,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ