গল্পের পাতা

আজও রহস্য আকাশবাণীর অশরীরী
সমুদ্র বসু

রহস্য, ভৌতিক-অলৌকিক চিরকালই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বাস-অবিশ্বাস, সত্যি-মিথ্যার দ্বন্দ্ব সত্ত্বেও এর কৌতূহল অনস্বীকার্য। আজকে আমরা জানব খাস কলকাতায় অবস্থিত তেমনই এক জায়গার কথা, অতীত  হয়েও যা বর্তমান। বেতারের কথা আসলেই মনে আসে সকলের পরিচিত আকাশবাণী ভবনের কথা। তবে আজকের ইডেন গার্ডেনসের অফিস নয়, কথা হচ্ছে গার্স্টিন প্লেসের পুরনো অফিস নিয়ে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু ভৌতিক ঘটনা। কলকাতার ডালহৌসি স্কোয়ারের কাছে হেয়ার স্ট্রিট থেকে বের হওয়া ছোট্ট গলির কাছে গার্স্টিন প্লেস। রাস্তার ১ নম্বর বাড়িতে ছিল পুরনো রেডিও অফিস। আগে  নাম ছিল গার্স্টিন বিল্ডিং। অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের  প্রথম অফিস হওয়ার সুবাদে ১ নং গার্স্টিন প্লেস পরিচিত। ১৯২৬ খ্রিস্টাব্দে এসপ্ল্যানেড অঞ্চলে টেম্পল চেম্বার্স বিল্ডিংস-এ ইংল্যান্ডের ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ (‘বিবিসি’) বেতার সম্প্রচার কেন্দ্র খোলে। এই ঠিকানায়  ১৯২৭-এর ২৬ আগস্ট প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’। এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’-ই পরে হয় ‘অল ইন্ডিয়া রেডিও’। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর যার নামকরণ করেন ‘আকাশবাণী’।  যদিও ১৯৫৮ সাল থেকে বর্তমান আকাশবাণী ভবনের  ঠিকানা ইডেন গার্ডেনসের কাছে।
গার্স্টিন প্লেসের নামকরণ হয় মেজর জেনারেল জন গার্স্টিনের নামানুসারে। যিনি ছিলেন বাংলার সার্ভেয়ার জেনারেল। পরবর্তীকালে ডালহৌসি স্কোয়ারের কাছের এই ছোট্ট গলি কলকাতা কর্পোরেশন অধিগ্রহণ করে নাম দেয় গার্স্টিন প্লেস। মেজর জেনারেল গার্স্টিনের বর্তমান ঠিকানা সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। গার্স্টিন সাহেব আজ না থেকেও রয়ে গেছেন কলকাতার  ইতিহাস আর মিথে।
একসময় গার্স্টিন প্লেসের ওই তিনতলা বাড়িটি ছিল ঐতিহ্যের অপর নাম। যে বাড়িতে একসময় যাতায়াত করতেন বহু গুণী শিল্পী। কিন্তু নানা কারণে এর সঙ্গে জুড়ে গেছে অলৌকিক তকমা। পুরনো নিস্তব্ধ লম্বা করিডর, অজস্র স্টুডিও,   ব্রিটিশ কাঠামো যেন সেই দাবিকেই সমর্থন করে। শোনা যায়, ওই বাড়ি হওয়ার আগে এই অঞ্চলে ছিল এক কবরখানা।  কোম্পানির শাসনের গোড়ার দিকে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যে সব ইংরেজ মারা যেতেন, তাঁদের এখানেই সমাধিস্থ করা হতো। আবার এই গার্স্টিন প্লেসের  পিছনেই রয়েছে সেন্ট জনস চার্চ। সেখানে রয়েছে জোব চার্নকের কবর, লেডি ক্যানিংয়ের কবর থেকে শুরু করে কুখ্যাত অন্ধকূপ হত্যার স্মৃতি। রয়েছে রোহিলা যুদ্ধের স্তম্ভও। বলা বাহুল্য ভৌতিক পরিবেশের বা গল্পের জন্য আদর্শ প্রেক্ষাপট। সময়ের সঙ্গে যা আরও পোক্ত হয়েছে।
এখানকার ভৌতিক ঘটনার সাক্ষী হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। যেই তালিকায় আছেন প্রথম সাহেব ডিরেক্টর পি ওয়ালিক থেকে পরবর্তী কালের নানান শিল্পী, কর্মী, প্রহরী অনেকেই। কখনও কেউ অনুভব করেছেন অশরীরী অস্তিত্ব! অফিস ঘরে স্বচক্ষে সাহেব ভূত প্রত্যক্ষ থেকে রেকর্ডিং রুমের বাইরে  অশরীরী শ্রোতার দর্শন বিরল নয়। এমনকী, মাঝেমধ্যে তেনাদের উৎপাতও সহ্য করতে হয়েছে কাউকে কাউকে।
যেমন— ‘মহিষাসুরমর্দিনী’ খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরও এই অভিজ্ঞতা হয়েছিল।  তিনি নিজেই বলেছিলেন ‘ও বাড়ি ভূতুড়ে।’  একবার তিনি গভীর রাত পর্যন্ত কাজ করছিলেন ওই বাড়ির তিনতলার অফিসে। পরে নীচে এসে মনে পড়ে তিনি কাজের ফাইলটা ফেলে এসেছেন। তখন বেয়ারা মেহেরবানকে ফাইলটি আনতে পাঠালে আতঙ্কিত হয়ে ফিরে আসে সেই বেয়ারা। সে জানায়,  তিনতলায় ঘরে এক সাহেব ফাইলপত্তর ঘাঁটছে। এমনকী তাঁকে নাকি অশরীরী তাড়াও করেছিল।
তাঁর নাম গ্যারি সাহেব। যার সঙ্গে সাক্ষাতের সুযোগ  শুধু  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরই নয়, হয়েছে অনেকেরই। একবার দুই কর্মী রেকর্ড আনতে গিয়েছেন অফিসের একটি ঘর থেকে। হঠাৎ কেউ একজন তাঁদের থেকে  রেকর্ডটি কেড়ে নেয়! তাঁরা দেখেন, লোকটি এক সাহেব। যিনি মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেলেন। শিল্পী বিকাশ রায় তাঁর স্মৃতিচারণায় উল্লেখ করেছেন এই গ্যারি সাহেবের। সন্ধেবেলায় রেকর্ডরুমের আশপাশেই তিনি ঘোরাফেরা করতেন। অল ইন্ডিয়া রেডিওতে চাকরির সময় লীলা মজুমদারের এক সহকর্মী সাহেব ভূত দেখে চাকরি ছেড়ে বেঁচেছিলেন। গ্যারি সাহেবের ফাইলপত্র তছনছ,  আলমারি, মাইক্রোফোন ধরে টানাটানি এরকম উপদ্রবের সম্মুখীন হয়েছেন অনেকেই। আবার রাতের অফিসে  গ্যারি সাহেবের পিয়ানো শোনার অভিজ্ঞতাও হয়েছে কারওর কারওর।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ‘অল ইন্ডিয়া রেডিও’র ঘোষক থাকাকালীন এক রাতে দেখেন অপরিচিত একজন অফিস রুমের দরজা ঠেলে ভিতরে ঢোকার  চেষ্টা করছে। তখন তিনি গানের ট্র্যাক বাজাচ্ছিলেন। এতে বিরক্তি বোধ করায় পরে তিনি রিসেপশনে গিয়ে অভিযোগ জানালে, জানতে পারেন, কাউকে নীচ থেকে উপরে পাঠানো হয়নি। এমনকী, সিঁড়ি দিয়ে কাউকে উপরে যেতেও দেখা যায়নি। হয়তো কোনও অন্য অশরীরী সাহেব দেখা দিয়েছিলেন তাঁকে।  সময়ে সময়ে অন্য ঘোষকরাও  অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন ঘরে। আবার রাতের  স্টুডিও থেকে ভেসে আসা অশরীরী যান্ত্রিক সঙ্গীত শুনে শিহরিত হয়েছেন অনেক কর্মীই।
এখনও নাকি রাতের শহরে সেইসব শব্দ ভেসে আসে মাঝেমধ্যেই। সত্যিই সেই শব্দ আসুক বা না আসুক আজকের দিনে দাঁড়িয়েও কান পাতলেই শোনা যায় গার্স্টিন প্লেসের নানা কথা। আধুনিকতার ছোঁয়ায় পুরনো গার্স্টিন প্লেস আজকে অচেনা হলেও এর ছায়াময় জগৎ আজও রহস্যময়। ভূত মানে যেমন অশরীরী, তেমনই ভূত মানে ইতিহাসও বটে। আর ঐতিহ্যের ‘ভূতে’র সঙ্গে অশরীরী মিথের মিশেলে কলকাতার মধ্যেই বহাল তবিয়তে রয়েছে অন্য এক কলকাতা। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা