সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
যোগ্যতা – প্রার্থীকে যেকোনও বিষয়ে ১০+২ স্তরে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
বয়স – ১ জুলাই ২০১৯ তারিখের নিরিখে ২২ বছরের বেশি হওয়া চলবে না।
মোট খরচ – ২,৫৪,৫০০ টাকা
ভর্তির পদ্ধতি – প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এছাড়াও গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ এর শতকরা নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
কোর্স – এমবিএ (ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট)
যোগ্যতা – যে কোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে। ১ মে ২০১৮ এবং ৩০ এপ্রিল ২০১৯ এর মধ্যে MAT, CAT, CMAT, XAT, GMAT, ATMA এর কোনও একটিতে ভ্যালিড স্কোর থাকতে হবে। অথবা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এছাড়াও গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ এর উপর শতকরা নম্বর থাকবে।
বয়স – ১ জুলাই ২০১৯ এর হিসাবে ২৫ বছরের মধ্যে হতে হবে
মোট খরচ – ৩,০৯,৫০০ টাকা
বিস্তারিত জানতে লগ অন করতে হবে - www.iittm.ac.in