Bartaman Patrika
হ য ব র ল
 

বাহন বিভ্রাট!
সুপ্রিয় নায়েক

সিঙুমামা এমনিতে সাহসী। তবে ইঞ্জেকশনে খুব ভয়। সিঙুমামা মানে চিড়িয়াখানার সিংহমামা। তার শরীর খারাপ হলেই চিড়িয়াখানার ডাক্তার ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। তাই ডাক্তারকে দেখতে পেলেই সে ঘরের কোণে লুকিয়ে পড়ে। তাতেও কি পার পায়! ওরা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দেয়। ওষুধ খেলেই সিঙুমামা পড়ে পড়ে ঘুমোয়। তখন ছুঁচ ফুটিয়ে স্যালাইন চালানো হয়। দু’দিন আগেই পেটের রোগ হয়েছিল সিঙুমামার। তখনও তাকে স্যালাইন দেওয়া হয়েছিল। এখন একটু সুস্থ। সিঙুমামার এই ইঞ্জেকশনে ভয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে। কথাটা জানা ইস্তক জিরাফের দুই বছরের ছানাটা পর্যন্ত সিঙুমামাকে আজকাল আর ভয় পায় না। গলা উঁচু করে বলে— ‘মামা, শরীর ভালো তো? পেটে ব্যথা ট্যথা নেই তো?’
সিঙুমামার রাগ হয়! ইচ্ছে করে পুঁচকেটার কান মলে দিয়ে ওঠবস করাতে। যতই চিড়িয়াখানায় থাকুক, আদতে তো জঙ্গলের রাজা। অবশ্য পেটটা সত্যিই ঠিক নেই। প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে অরুচি। কিন্তু কাকে বলবে একথা? চিড়িয়াখানায় তার বন্ধু বলতে রয়েছে একটি ইঁদুর।
বহুযুগ আগে একবার জঙ্গলে নাকি জাল পেতে সিংহ ধরা হচ্ছিল। সেই সময় ইঁদুরই নাকি জাল কেটে সিংহদের এক পূর্বপুরুষকে বাঁচিয়েছিল। সেই থেকে সিংহ আর ইঁদুরদের বন্ধুত্ব। সিঙুমামার ইঁদুর বন্ধুর নাম ইঁদে। সেই ইঁদের জন্য অপেক্ষা করতে লাগল সিঙুমামা। সে চিড়িয়াখানার সদস্য নয়। তবে, পাঁচিলের ফাঁকফোঁকর গলে ঢুকে পড়ে চিড়িয়াখানায়। ওর কাছে সব খবর থাকে। চিড়িয়াখানার বাইরে কী হচ্ছে তাও ও জানে।
‘কী করে কোথায় ছিলি? বেশ খুশি খুশি দেখাচ্ছে। ব্যাপারটা কী?’ গম্ভীর হয়ে বলল সিঙুমামা।
ইঁদে কোনও কথার উত্তর না দিয়ে খালি হা হা করে হাসতে লাগল। 
সিঙুমামা রেগে গেল এবার। গলাটা আরও মোটা করে প্রশ্ন করল, ‘ফাজলামি না করে বল কেসটা কী।’
তাতেও হাসি থামে না ইঁদুরের। হাসতে হাসতে বলল— ‘এবার বড় গণ্ডগোল হয়েছে।’ 
ফের পেটে ব্যথা করছে সিঙুমামার। তাও যন্ত্রণা চেপে ভ্রূ কুঁচকে জানতে চাইল—  ‘কী সমস্যা?’ 
—ভ্রান্তিপুরের বিভ্রম সঙ্ঘের পুজোয় ঠাকুর এসেছে। তবে বাহন নেই!
—মানে?
—আরে দুর্গাপুজো শুরু হয়েছে জানো না? আজ তো ষষ্ঠী।  আর এখন তো সব থিম পুজো। আগের মতো ঠাকুরের পায়ের তলায় বাহন থাকে নাকি? তাদের আলাদা করে তৈরি করতে হয়। শিল্পী সেসব তৈরি করতে ভুলে গেছে। সেই নিয়ে বিভ্রম ক্লাবের সঙ্গে শিল্পীর ঝামেলা।
—যাহ বাবা!
সিঙুমামা অবাক হয়ে গেল। তারপরই মনে পড়ল আগের বছর দুর্গাপুজোয় বিভ্রম সঙ্ঘের তোফা ভোগ  হয়েছিল।  ইঁদেই বলেছিল, ভোগে ছিল ঘি দিয়ে ভুরভুরে গন্ধওয়ালা গোবিন্দভোগ চালের পোলাও। সঙ্গে কিশমিশ, কাজু। ইয়া বড় বেগুনি, আর ছিল আমাদা দিয়ে সোনামুগের ডাল, নারকোল কোরা দেওয়া বেগুন বাসন্তী, কচুর লতি, আলু পটলের ডালনা, খেজুর আমসত্ত্বের চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে,  রাবড়ি, হরেক  মিষ্টি।
মায়ের ভোগ প্রসাদের কথা মনে করেই সিঙুমামার মুখটা কেমন করুণ হয়ে গেল। ইঁদে সেটা দেখে বলল— হলটা কী?
সিঙুমামার চোখ ছলছল করে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, ‘ভাই, চিড়িয়াখানার খাবার খেয়ে জিভে চড়া পড়ে গেছে। একটু যে মায়ের ভোগ খেয়ে জীবন ধন্য করব তার উপায় কোথায়?’
‘শান্ত হও, শান্ত হও। তোমার কান্না শোভা পায় না। প্যাঁচা দেখে ফেললে কথাটা রাষ্ট্র করবে।’— সান্ত্বনা দিল ইঁদুর।
মামা শান্ত হল। ইঁদে বলল, ‘আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তবে আরও কয়েকজনকে লাগবে।’
সিঙুমামার কান খাড়া। বলল— ‘কাদের ডাকতে হবে বল। আমি  এখনই তলব করছি।’
—শোনো। আমরা আজ রাতেই আমাদের অ্যাকশন। আমি আর কয়েকজন ইঁদুর বন্ধু মিলে চিড়িয়াখানার পিছনে একটা বড় গর্ত করব। ভোর নাগাদ গর্ত তৈরি হয়ে যাবে। ওই ফাঁক দিয়ে আমি, তুমি, ময়ূর প্যাঁচা আর রাজহাঁস বেরিয়ে যাব। 
—কিন্তু ময়ূর, প্যাঁচা আর রাজহাঁস তো উড়তে জানে!
—হ্যাঁ তাই তো!
জিভ কাটল ইঁদুর। ‘বেশ বেশ তবু একসঙ্গে থাকা ভালো। আমি বরং সবাইকে খবরটা দিই গিয়ে।’ বলেই বেরিয়ে গেল সে।
...
ভোর রাত। নাক ডাকিয়েই ঘুমচ্ছিল সিঙুমামা। হঠাৎ কানে কে যেন কামড়ে দিল। তড়াক করে উঠে পড়ল মামা। দেখে পাশে দাঁড়িয়ে রয়েছে ময়ূর, প্যাঁচা, সাদা হাঁস আর ইঁদুর।
‘আরে চলো চলো। দেরি হয়ে যাবে তো?’— বলে উঠল ইঁদে।
সিঙুমামা চোখ কচলে বলল, ‘কোথাও যাব?’
—ফলো মি। গেলেই বুঝতে পারবে।
সিঙুমামা দেখল পাঁচিলের গায়ে ছোটখাট একটা সুড়ঙ্গ।
সবাই সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাইরের বড় রাস্তায় বেরিয়ে এল। তখনও সূর্য ওঠেনি। রাস্তায় লোকও নেই। হাঁটতে হাঁটতে সকলে পৌঁছে গেল বিভ্রম সঙ্ঘের প্যান্ডেলে। প্যান্ডেলে পৌঁছে দেখে ঢাকি আর তার ছেলে করুণ মুখে ঘুমিয়ে আছে। মামার ভারী মায়া হল ঢাকির ছেলেটাকে দেখে। 
ইঁদে ফিসফিস করে বলল, ‘শোনো দাদা, ভাই ও বোনেরা। আমরা একটা মজার খেলা খেলব।’
‘কী খেলা?’ সবাই জিজ্ঞাসা করল।
—মা দুর্গা আর তার ছেলে-মেয়েদের মূর্তির দিকে তাকিয়ে দেখ। বাহন নেই! আজ থেকে আমরা বাহন হয়ে পায়ের তলায় দাঁড়িয়ে থাকব। সিঙুমামা দুর্গা মায়ের পায়ের তলায় থাকবে। আমি থাকব গণেশ ঠাকুরের পায়ের কাছে। প্যাঁচা থাকবে মালক্ষ্মীর পায়ের কাছে, ময়ূর থাকবে কার্তিকের পায়ের কাছে আর রাজহাঁস থাকবে দেবী সরস্বতীর পায়ের কাছে।
মুখ খুলল সাদা হাঁস, ‘বুঝেছি, সবাইকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে।’
প্যাঁচা বলল, ‘সব ঠিক আছে। কিন্তু এর মধ্যে যদি শিল্পী ভদ্রলোক বাহন নিয়ে হাজির হন?’
‘সে তখন দেখা যাবে। নাও নাও সবাই পজিশন নাও। আর দেরি করা ঠিক হবে না,’ ইঁদে তাড়া দিল।
সিঙুমামা মনে মনে বলল, মা, মা গো, ক্ষমা কোরো মা। তোমার প্রসাদ যেন পাই।   
ওদিকে সূর্য উঠে গিয়েছে। ক্লাবের লোকেরা প্যান্ডেলে ঢুকতে শুরু করেছে।
পুজোর উদ্যোক্তারা প্যান্ডেলে ঢুকেই হাঁ হয়ে গেল! এই তো গত রাতে কোনও বাহন ছিল না। আজ দেবদেবীর পায়ের তলায় বাহনরা হাজির। শিল্পী নিশ্চয়ই রাতে বাহন রেখে গিয়েছেন চুপিচুপি! সবার ভারী আমোদ হল।
শুরু হল সপ্তমী পুজো। অঞ্জলিও হল। সকলে চোখ বন্ধ করে অঞ্জলি দিচ্ছিল। সেইফাঁকে সিঙুমামা একটু কেশর চুলকে নিল। বাকিরাও একটু আড়মোড়া ভেঙে নিল। 
তারপর হল ভোগ নিবেদন। কাপড় দিয়ে ভোগ আড়াল করা হল। এই ফাঁকে ঢাকিটাও গেল জল খেতে।
ইঁদুর এবার ভোগ খেতে খানিকটা এগিয়ে যেতেই সিংহ আটকাল। চাপা গলায় বলল, ‘এটা ঠিক হচ্ছে না। এটাকে চুরি করে খাওয়া বলে। দেখ, আমি পুজোয় এসে বুঝতে পারলাম, বাহন শুধু বাহন নয়। বাহনের অনেক অর্থ আছে। গণেশ ঠাকুর বুদ্ধি ও জ্ঞানের দেবতা। তার পায়ের তলায় থাকে মূষিক বা ইঁদুর। ইঁদুরের হাতটান স্বভাব আছে। তাই মূষিককে বাহন করে তিনি চুরি করার ইচ্ছাকে দমন করে ধৈর্য ধরে কাজ করতে বলছেন। সরস্বতী ঠাকুরের পায়ের তলায় সাদা হাঁস। আমরা জানি, জল দুধ একসঙ্গে মিশে গেলেও হাঁস শুধু দুধটুকুই গ্রহণ করে। অর্থাৎ খারাপটাকে বাদ দিয়ে ভালো টুকুই নেয়। হাঁসের বিবেকবোধ আর বিচার বোধ আছে। তাই সে সরস্বতীর পায়ের তলায়। মা দুর্গার পায়ের তলায় সিংহ। আমি হলাম পশুরাজ। দেবী বলছেন, মনের মধ্যে পশুর মতো হিংসা ত্যাগ করতে। বিনয়ী হতে। লক্ষ্মীদেবীর পায়ের তলায় প্যাঁচা। প্যাঁচা লক্ষ্মীদেবীর বাহন হয়েও কেমন ধনহীন। সকলের আড়ালে থেকে সাধনা করে। যেন তার কোনও লোভ নেই। আবার কার্তিকদেবের বাহন ময়ূর। ময়ূর সকালে ওঠে। বিষধর সাপের হাত থেকে আমাদের রক্ষা করে। দরকার পড়লে তবেই যুদ্ধ করে। এতগুলো গুণ থাকলে তবেই মায়ের ভক্ত হওয়া যায়। তাই আমরা এভাবে চুরি করে মায়ের ভোগ খাব না। এসো আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি চোখ বুজে। ক্ষমা চাই এভাবে আসার জন্য।’
মামার কথা শুনে সকলেই গড় হয়ে দুর্গা মায়ের কাছে ক্ষমা চাইতে লাগল।
ওরা যখন প্রার্থনা করছিল চোখ বন্ধ করে, ঠিক তখনই কাপড় সরিয়ে নেওয়া হল।
সবাই দেখল বাহনরা সবাই জ্যান্ত! অতবড় সিংহ দেখেই প্যান্ডেল ছেড়ে সবাই পালিয়ে গেল। নিমেষের মধ্যে চত্ত্বর ফাঁকা হয়ে গেল। শুধু ঢাকির ছেলেটা পালাতে পারল না। সিংহ দেখল ঢাকির পাঁচ বছরের ছেলেটা বাবাকে দেখতে না পেয়ে ভয়ে কাঁপছে। সিঙুমামা ঢাকির ছেলেটাকে কাঁধে চড়িয়ে নিয়ে এল বেদিতে। তারপর মায়ের ভোগ প্রসাদের সামনে ছেলেটাকে বসিয়ে দিল। ছেলেটা প্রথমে অবাক হল। তারপর থালা থেকে একটা মিষ্টি তুলে নিয়ে কুটুস করে কামড় দিল। তারপর একটা একটা করে মিষ্টি নিয়ে সিংহ, প্যাঁচা, ময়ূর, ইঁদুর আর হাঁসের মুখে তুলে দিল।   
এদিকে শিল্পী ভদ্রলোক ঠিক ওই সময়েই হাজির হলেন ফাঁকা প্যান্ডেলে। তাঁর সঙ্গে ছিল মাটির বাহন। কিন্তু কোথাও কাউকে না দেখতে পেয়ে খুব অবাক হলেন। তারপর হঠাৎ জ্যান্ত বাহনদের দেখে মাটির বাহন ফেলে দৌড় দিলেন!
সিংহ বলল, ‘মায়ের প্রসাদ পেয়ে গেছি। চল এবার ফিরে যাই আমাদের অস্তানায়।’
ওদিকে ইতিমধ্যে চিড়িয়াখানা থেকে সিংহ পালানোর খবর রটে গিয়েছে সারা শহরে। শহরের রাস্তাঘাট ফাঁকা করে দিয়েছে পুলিস। সবাই প্রাণের ভয়ে ঘরে দোর এঁটে বসে আছে। তাই ফাঁকা রাস্তা পেয়ে ওরা  নিশ্চিন্তেই চিড়িয়াখানায় ঢুকে গেল। চিড়িয়াখানায় ফের সিংহকে দেখে সকলে হাঁফ ছেড়ে বাঁচল।
আর বিভ্রম সঙ্ঘের সদস্যরা লাঠিসোঁটা হাতে প্যান্ডেলে ফিরে দেখল, ঢাকির ছেলেটা মনের আনন্দে নাচতে নাচতে কাঁসর বাজাচ্ছে। আর মণ্ডপের মাঝে পড়ে রয়েছে মাটির সিংহ, প্যাঁচা, ময়ূর, হাঁস, ইঁদুর!
পুজোর ভাবনা
অভীক বসু

কেউ দিচ্ছে পুজোর ছাঁট, কেউ যাচ্ছে জিমে
পাড়ার দাদা ব্যস্ত এখন মগ্ন পুজোর থিমে। বিশদ

গান্ধীজির সততা
চকিতা চট্টোপাধ্যায়

বাবার চোখে জল দেখে মনে মনে কিশোর গান্ধীজি অনুশোচনায় দগ্ধ হয়ে গেলেন!
  বিশদ

খুদেদের মহিষাসুরমর্দিনী

দুর্গাপুজো উপলক্ষে সম্প্রতি দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল নৃত্যনাট্য- ‘মহিষাসুরমর্দিনী’। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১০০ ছাত্রছাত্রী এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করে। বিশদ

সংশোধনাগারের বন্দিরা চালাবেন
পেট্রল পাম্প, উদ্যোগী কারাদপ্তর

শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা নয়। খোলা পরিবেশে কাজ করার সুযোগ পেতে চলেছেন কারাবন্দিরা। এবার পেট্রল পাম্প চালাবেন তাঁরা। এমনই অভিনব উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকারের কারাদপ্তর। এর জন্য প্রাথমিকভাবে ১০টি পেট্রল পাম্প বাছাই করা হয়েছে। বিশদ

25th  September, 2022
রকমারি হবি
কার্ডের দুনিয়া
শৌণক সুর

নয়ের দশকের মাঝামাঝি। পাড়ার একটি পানের দোকানের সামনে একমনে ঘাড়গুঁজে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা ছেলে। কী যেন একটা কাজ খুব মন দিয়ে করছে সে। কাছে যেতেই দেখা গেল হাতে খেলোয়াড়দের ছবিওয়ালা গোটা কয়েক কার্ড।  বেশ অনেকগুলোই। বিশদ

25th  September, 2022
রান্নার সহজপাঠ

এবার থেকে প্রতি মাসের শেষ সপ্তাহে শেফ জয়ন্ত বন্দ্যোপাধ্যায় হাজির হবেন ছোটদের জন্য দু’টি পদের রেসিপি নিয়ে। এমন রান্না, যা তৈরি করতে আগুন লাগে না। অনায়াসে রান্না করার মতো পদ নিয়েই ‘রান্নার সহজপাঠ’। শেফের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
  বিশদ

25th  September, 2022
দুগ্গা দুগ্গা

দুগ্গা যে বুদ্ধিটা দিল, তাতে খুশিতে একেবারে নেচে উঠল বেচারাম। পোকায় খাওয়া দাঁতগুলোকে অলআউট করে দিয়ে বিচ্ছিরি শব্দ করে খানিক খাপছাড়া হাসল।
বিশদ

18th  September, 2022
ইন্দ্রজা, পুজোয়
ফাস্ট ফুড বেশি নয়

 

করোনার চোখ রাঙানিতে দুটো বছর যেমন তেমন গিয়েছে। এবার পুজো কিন্তু সুদে আসলে পুষিয়ে নেবার পালা। আমি জানি, ইন্দ্রজা ও তার বন্ধুরা এবার পুজোয় সেরকমই ভাবছে।
বিশদ

18th  September, 2022
মশা মারতে 
জিন-কামান

পুজোর আগে ফের ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছে। মশাবাহিত রোগের দাপাদাপিতে প্রাণ ওষ্ঠাগত। অথচ, মশার বংশ ধ্বংস করা ভীষণ কঠিন।
বিশদ

18th  September, 2022
মা আসছে
বছর ঘুরে…

 

পুজো দোরগড়ায়। আর দিন কয়েকের অপেক্ষা। সকলের মনেই এখন পুজো পুজো ভাব। শুরু হয়ে গিয়েছে বারোয়ারি মণ্ডপ বাঁধার কাজ। তবে, এবছর প্রকৃতির খামখেয়ালিপনায় শরৎটা এখনও সেভাবে উপভোগ্য হয়ে ওঠেনি। দিনে অসহ্য রোদ। আবার কখনও বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি! বিশদ

11th  September, 2022
ভো-কাট্টা
শৌণক সুর

বিশ্বকর্মা পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে। স্কুল থেকে ফিরেই কোনওমতে গোগ্রাসে খেয়েদেয়ে ঘুড়ি-লাটাই হাতে সোজা ছাতে। তারপরই শুরু হয়ে যায় ঘুড়িযুদ্ধ। কে কতজনকে মাত্র একটা ঘুড়ি দিয়ে ভো-কাট্টা করতে পারে, তার লড়াই। এ লড়াই এ বাড়ি-ও বাড়ির লড়াই, পাড়া ভার্সেস পাড়ার লড়াই।  বিশদ

11th  September, 2022
ছকভাঙা পুজোর কথা
সোমনাথ সরকার 

১৯৩৮ সাল। শরতের নীল আকাশে ইতিউতি সাদা মেঘের আনাগোনা। কাশের বনে খুশির হিল্লোল। জমে উঠেছে পুজোর বাজার। অফিস-কাছারি, স্কুল-কলেজে ছুটি পড়ে গিয়েছে। বৎসরান্তে মা দুর্গার আগমনবার্তায় আনন্দে মাতোয়ারা সকলে। বিশদ

11th  September, 2022
আদর্শ  শিক্ষক 
সর্বপল্লি রাধাকৃষ্ণাণ

লন্ডনের এক ডিনার পার্টিতে উপস্থিত এক ভারতীয় পণ্ডিত। সেখানে বক্তৃতা দেওয়ার সময় এক সাহেব বললেন, ‘ভারতীয়রা সব কৃষ্ণবর্ণের।’ তাঁর এই বর্ণবিদ্বেষী মন্তব্যে হাসির রোল উঠল পার্টিতে। এর কিছু পরে ওই ভারতীয় সভায় বলতে উঠলেন। বিশদ

04th  September, 2022
বিশ্বের সবচেয়ে ভারী বাড়ি

ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে দিন কয়েক আগেই নয়ডার টুইন টাওয়ার কেমন ভেঙে ফেলা হল? মাত্র ৯ সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল ১০৩ মিটার লম্বা দু’টি বহুতল। খবরের কাগজের পাতায় আর টিভির পর্দায় তা নিয়ে কত আলোচনা হল, তা নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে। বিশদ

04th  September, 2022
একনজরে
আগস্ট থেকে শুরু হয়েছিল একটু একটু করে দাম কমা। অক্টোবরেও রেশনে কেরোসিনের দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এ মাসে কেরোসিনের যে ‘ইস্যু প্রাইস’ নির্ধারণ ...

শুক্রবার আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। বুধবার কোচি পৌঁছনোর কথা ইভান গঞ্জালেস-শৌভিক চক্রবর্তীদের। ইস্ট বেঙ্গলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার কোচ ...

লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন আন্দোলনকারী কৃষকরা। সেই চিঠির অন্যতম প্রধান দাবিই হল, অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করতে হবে। ...

পঞ্চমীর রাতে ডোমকলে রাজ্য সড়কে বেপরোয়া বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বাইকের আর এক আরোহী গুরুতর জখম হয়েছেন। বেপরোয়া বাইক চলাচল রুখতে শনিবার থেকে কড়া ব্যবস্থা নিল মুর্শিদাবাদ জেলা পুলিস। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অহিংস দিবস
ভারতে গান্ধী জয়ন্তী
পথশিশু দিবস 
১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি শুরু হয়
১৮১৪: সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম
১৮৬৬: হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দর জন্ম
১৮৬৮: কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়
১৮৬৯: মহাত্মা গান্ধীর জন্ম
১৮৮৯: অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম
১৯০৪: দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম
১৯০৬: শিল্পী রাজা রবি বর্মার মৃত্যু
১৯১৭: কবি অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু
১৯২৪: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম
১৯৫০ - কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জন্ম
১৯৬২: ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারার জন্ম
১৯৭২: মুম্বই তথা তৎকালিন বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়
১৯৯৬ : মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৭৮ টাকা ৮২.৫৩ টাকা
পাউন্ড ৮৯.৫৪ টাকা ৯২.৭৬ টাকা
ইউরো ৭৮.৫৬ টাকা ৮১.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২।  সপ্তমী ৩৩/১০ রাত্রি ৬/৪৮। মূলা নক্ষত্র ৫০/৫১ রাত্রি ১/৫৩। সূর্যোদয় ৫/৩১/৫২, সূর্যাস্ত ৫/২০/৩২। অমৃতযোগ দিবা ৩/১৯ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪৬ গতে ৪/৩৩ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২। সপ্তমী রাত্রি ৬/২২। মূলা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২২। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩১ গতে ৪/১৬ মধ্যে। 
৫ রবিউল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে ‘বর্তমান’-এর সকল ...বিশদ

04:00:00 AM

সাংসদ পদ ছাড়লেন খাড়্গে
কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ...বিশদ

01-10-2022 - 02:42:50 PM

দিল্লিতে পিইউসি ছাড়া মিলবে না তেল
২৫ অক্টোবরের পর থেকে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র  ছাড়া দিল্লিতে পাওয়া ...বিশদ

01-10-2022 - 02:32:37 PM

চিকিৎসক নীলরতন সরকার ও সঙ্গিতজ্ঞ শচীনদেব বর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়

01-10-2022 - 01:21:00 PM

ভারতে বন্ধ করা হল পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট

01-10-2022 - 12:54:30 PM

ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
ইরান থেকে তেল কেনার জন্য একটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ ...বিশদ

01-10-2022 - 12:42:02 PM