Bartaman Patrika
হ য ব র ল
 

ভুটু জানত 

পিয়ালী ম্যামকে খুব ভালোবাসে ভুটু। ভুটুর রোজ ইচ্ছে করে ম্যাম তাকে চুমু খাক, আদর করুক। কিন্তু ম্যাম তো ভুটুর দিকে ভালো করে তাকায়ই না। ম্যাম তো শুধু আদর করে অর্চিকে। অর্চির সাদা রং, মানুষ সাদা হলে তাকে ফর্সা বলতে হয়, মা বলেছে। অর্চির মাথায় কী সুন্দুর ঝাঁকড়া চুল। অর্চি খুব সুন্দর। সে তো ব্ল্যাক, কালো পচা। এসব কথা মাকে বললেই মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। মা ধরলে কী হবে ম্যাম তো তাকে আদর করে না। সে স্নানের সময় কত্ত সাবান মাখে, যদি একটু ফর্সা হয় কিন্তু কই কিচ্ছু না বরং মা বাথরুমের দরজায় দুম দুম ধাক্কা মেরে চেঁচাতে থাকে, ভুটু শিগগিরি বেরিয়ে আয়, ঠান্ডা লাগবে। কিন্তু রহস্যটা কী, অর্চি অত সাদা আর সে অত কালো কেন? সে একদিন রবার দিয়ে সারা গা মুছে দেখেছে রবার থেকে কালো দাগ উঠে যাচ্ছে তবু তার গা থেকে এক ফোটা উঠছে না।
এর মধ্যে ইস্কুলে একদিন একটা কাণ্ড ঘটল। ওয়াটার বটল থেকে জল খেতে গিয়ে অর্চির একদিন বিষম লেগে গেল। খক খক কী কাশি। ছুটে এল পিয়ালী ম্যাম, অর্চির পিঠ ডলে দিল, চোখে মুখে ফুঁ দিয়ে দিল, অর্চিকে চেপে ধরল নিজের পেটের মধ্যে। তাই দেখে ভুটুরও খুব ইচ্ছে হল পিয়ালী ম্যামের কাছে আদর খেতে, সেও মুখে হাত দিয়ে কাশতে লাগল, খক খক। তাতে পিয়ালী ম্যাম রেগে আগুন, বলল দেবাদিত্য তুমি বন্ধুকে ভেঙাচ্ছ! হ্যাঁ বন্ধুকে ভেঙাচ্ছ? বলে কান টেনে ধরল। সরি বলো, সরি বলো।
ভুটুর কানে বেশি লাগেনি কিন্তু মনে লাগল অনেক বেশি। ম্যাম ক্লাস থেকে চলে যেতেই সে ডেস্কে মাথা লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এমন কী ফেরার সময় বাসে বসেও সে ফোঁপাতে লাগল আর বাড়ি এসে তো সে হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগল।
মা বলল ভুটু ম্যামরা ওরকম একটু বকেই থাকে, তার জন্য তোর অত কান্নার কী হল! তোর যদি কানে অনেক ব্যথা লাগত তাহলে না হয় আমি স্কুলে গিয়ে কিছু একটা বলতাম। এই তো বলছিস কানে ব্যথা লাগেনি। ভুটু মাকে কী করে বোঝায় ক্লাস টুয়ে পড়ে বলে কি তার মনে ব্যথা লাগে না? সে রাতে ভালো করে খেলই না, তারপর কাঁদতে কাঁদতেই পাশ ফিরে ঘুমিয়ে পড়ল।
কিন্তু মাঝরাত হতেই তার ঘুমটা ভেঙে গেল। দেখল তার গায়ের পাশে দাঁড়িয়ে আছে মস্ত একটা দৈত্য। ইয়া বড় চেহারা, কুচকুচে কালো রং, গায়ে বড় বড় আঁচিল। সে ভয় পেয়ে চেঁচাতে যাবে এমন সময় দৈত্যটা তার মুখ চেপে ধরল, বলল ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না, বলে সে এক হাত দিয়ে তার মাথার চুলটা ঘেঁটে দিল। খুব ভালো লাগল ভুটুর। বলল, তোমার নাম কী?
দৈত্যটা বলল, আমার নাম আগলি।
ভুটু বলল, কেন আগলি কেন? তুমি তো খুব ভালো।
দৈত্যটা বলল, আমি ভালো কি খারাপ বোঝার আগেই আমার অমন একটা বিচ্ছিরি নাম দিয়ে দিয়েছে সবাই। তুমি আমায় অন্য কোনও নামেও ডাকতে পারো। কিন্তু আমি তোমাকে একটা খবর দিতে এসেছি।
কী খবর?
খবরটা হল তোমার ম্যাম তোমাকে আজ কষ্ট দিয়েছে তো, তাই কাল থেকে তোমাদের স্কুলটাই আমি বন্ধ করে দেব।
কিন্তু তুমি কি করে পারবে, সে তো হেড ম্যামের ব্যাপার।
দৈত্যটা হেসে বলল, দেখোই না বলে, সে ভুস করে ভ্যানিস হয়ে গেল।
ভুটু চেঁচিয়ে বলল, আমি তোমাকে একটা নতুন নাম দিলাম, মিঠাই।
পরদিন স্কুলে যাবার জন্য সে ঝটপট তৈরি হয়ে নিল। উত্তেজনায় তার বুকের ভেতরটা ধুকপুক করে কাঁপছে। মিঠাইয়ের কথাটা কি সত্যি হবে? কিন্তু সে কাউকে কিছু বলছে না, বলে দিলে যদি তার কথা কেউ বিশ্বাস না করে। রোজকার মতো স্কুল শুরু হল, ক্লাস বসে গেল। পিয়ালী ম্যাম ঢুকলেন ঘরে। রোল কল করলেন, বললেন, শোন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের চারপাশে অনেক দৈত্য দানো আছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না যেমন ভাইরাস, ব্যাক্টেরিয়া। এরা আমাদের সব সাংঘাতিক সাংঘাতিক অসুখ করায়, মানুষ মরে পর্যন্ত যায়। আবার ভালো দৈত্যও আছে। তোমরা বড় হলে বিজ্ঞান বইয়ে এদের সব কথা পড়বে। তো এই রকম একটা দুষ্ট দৈত্য হঠাৎ করে আমাদের চারপাশে বেড়ে গেছে, ফলে মানুষের জ্বর কাশি মাথাব্যথা এসব হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেক সময় মানুষ মরেও যাচ্ছে। তাই এখন আমাদের কিছু দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে। ঘন ঘন হাত সাবান দিয়ে ধুতে হবে, নাকে মুখে হাত দেওয়া চলবে না। তাহলে কী বুঝলে বাচ্চারা, আজ থেকে তোমাদের ছুটি।
হঠাৎ হাত উঠিয়ে ভুটু বলে উঠল, আমি জানতাম। কৌতুক ভরা চোখে পিয়ালী ম্যাম ভুটুর দিকে তাকিয়ে বলল, তুমি জানতে? তাই বুঝি? কী করে? সারা দেশের লোক তো এই মাত্র জানল টিভিতে।
এই রে! নিজের মুখ নিজেই চেপে ধরল ভুটু, কাউকে বলা তো যাবে না মিঠাইয়ের কথা। সে বলল এমনি, মনে হল।
পিয়ালী ম্যাম বলল, বেশ তবে বলো তো দেবাদিত্য কবে আমাদের স্কুল খুলবে? এখন কিন্তু আমরা সেটা কেউ জানি না।
ভুটু বলল, বলব কিন্তু আমি মুখে বলব না, স্কুল ছুটি হবার সময় আমি তোমাকে একটা চিঠি লিখে জানিয়ে দিয়ে যাব।
এইবার পিয়ালী ম্যাম ভুটুর দিকে তাকিয়ে এক মুখ হাসল, বলল চিঠি লিখে ! ঠিক আছে, তাই হবে।
ভুটুর খুব ভালো লাগল।
ক্র্যাফট ক্লাসের জন্য তাদের ব্যাগে তো কাঁচি আঠা এইসব থাকেই। পিয়ালী ম্যাম ক্লাস থেকে চলে যেতেই ভুটু বার করল সেসব। তারপর কাগজ কেটে বানাল একটা খাম আর লুকিয়ে লুকিয়ে এক লাইনে একটা চিঠি লিখে খামের মধ্যে পুরে আঠা দিয়ে লাগিয়ে দিল খামের মুখটা। স্কুলে ছুটির ঘণ্টা বাজতেই সে দৌড়ে চলে গেল পিয়ালী ম্যামের কাছে তারপর তার হাতে ধরিয়ে দিল চিঠিটা। ম্যাম তখন হন্তদন্ত হয়ে ট্রেন ধবার তাড়ায় বেরচ্ছিলেন, মিষ্টি হেসে চিঠিটা ঢুকিয়ে নিলেন ব্যাগের মধ্যে।
ভুটু কিন্তু তার উত্তেজনার কথা মাকেও জানাল না। তার মনে হতে লাগল মিঠাই যদি আসে সে মিঠাইকেই জানাবে। মিঠাই কিন্তু আর কোনও দিনই এল না। এদিকে স্কুল খুলবার আর নামই নেই। শুরু হল অনলাইন ক্লাস। ল্যাপটপের সামনে হুমড়ি খেয়ে বসে ভুটু। রোজই হাই স্টুডেন্ট বলে পিয়ালী ম্যাম বকবক শুরু করে। কিন্তু ভুটুর চিঠির কথা তো আর বলেই না। তবে কি ম্যাম ভুটুর চিঠিটা দেখেইনি!
এদিকে হাঁপিয়ে উঠেছে ভুটু। এবার স্কুলটা খুলে গেলেই সে বাঁচে। ল্যাপটপে পড়তে পড়তে তার চোখ ব্যথা হয়ে গেল। মিঠাই এলে সে মিঠাইকে বলত স্কুলটা খুলে দেবার কথা কিন্তু তারও তো দেখা নেই। এমনি সময় একদিন ল্যাপটপ খুলতেই পিয়ালী ম্যাম বলল হাই স্টুডেন্ট আজ তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখাব বলে স্ক্রিনের ওপর মেলে ধরল ভুটুর চিঠিটা, তুমি যেদিন আমাকে চুমু খাবে স্কুল খুলবে সেইদিনই। পিয়ালী ম্যাম বলল, সরি দেবাদিত্য দেরি করে তোমার চিঠিটা দেখার জন্য আমি খুব দুঃখিত। স্কুল বন্ধ থেকে আমি স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটায় হাতই দিইনি। তাই ওটার মধ্যে এতদিন থেকে গিয়েছিল চিঠিটা। তোমাকে অনেক চুমু, অনেক অনেক। আর সবাইকে অবাক করে দিয়ে সেই দিনই বিকেলে টিভিতে জানিয়ে দেওয়া হল আর এক সপ্তাহের মধ্যেই সব স্কুল খুলে যাবে তাই স্কুলগুলো জীবাণু মুক্ত করার কাজ শুরু হবে কাল থেকেই।
স্কুল খোলার আগের দিন ভুটুর উত্তেজনায় ভালো করে ঘুমই এল না রাতে। স্কুল খুলতেই এক অবাক কাণ্ড ঘটল, শুধু পিয়ালী ম্যামই না, সব ম্যাম এসে একবার করে তাকে চুমু খেতে লাগল, তার এত আনন্দ লাগছিল আবার কেমন যেন কান্নাও পাচ্ছিল। আনন্দেও কি তবে কান্না পায়! এই কথাটা তো জানত না দেবাদিত্য ওরফে ভুটু। সে সুযোগ পেয়ে ছুটে গিয়ে অর্চির গালেও একটা চুমু খেয়ে নিল।
অলঙ্করণ : সুব্রত মাজী 
22nd  November, 2020
বেলুন আবিষ্কারের গল্প

চাঁদে বা মঙ্গলগ্রহে যাওয়া এখন জলভাত। কিন্তু একদিন ছিল যখন আকাশে ওড়া মানুষের পক্ষে যে সম্ভব তা ভাবাই যেত না। প্রথম মানুষ আকাশে উড়ল বেলুন চড়ে। সেই গল্প শোনালেন সুপ্রিয় নায়েক। বিশদ

29th  November, 2020
আচার্য জগদীশচন্দ্র বসুর ছেলেবেলা

‘বিজ্ঞান প্রাচ্যেরও নহে, পাশ্চাত্যেরও নহে, ইহা বিশ্বজনীন’—বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, যাঁর বিজ্ঞান সাধনার মধ্যে দিয়ে প্রাচ্যে র দর্শন ও পাশ্চাত্যের বিজ্ঞান ধারার মধ্যে ঘটেছিল এক আশ্চর্য সেতুবন্ধন! আজ তোমাদের শোনাব সেই মহান বিজ্ঞানীর জীবনের কথা। বিশদ

29th  November, 2020
চাঁদের বুকে জলের খোঁজ 

জল থেকে তৈরি হতে পারে অক্সিজেন। এমনকী জলে থাকা হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়! তবে কি খুব দ্রুত চাঁদের মাটিতে বাড়ি তৈরি করা যাবে? জানাচ্ছেন এমপি বিড়লা তারামণ্ডলের অধিকর্তা ডঃ দেবীপ্রসাদ দুয়ারি। 
বিশদ

22nd  November, 2020
জমিতে ফাটল! তৈরি হচ্ছে নতুন মহাদেশ! 

সামান্য কিছু জমির মালিক বৃদ্ধ এলিউড এনজর্জ এমবুগুয়া। চাষবাস করে দিন চলে বুড়োর। জমির পাশে একখানি কুঁড়ে। সেখানেই বাস করে সে আর তাঁর স্ত্রী। এভাবেই শান্তিতে দিন কাটছিল। বাকি জীবনটাও হয়তো এভাবেই ধীরেসুস্থে কেটে যেত। বাধ সাধল একটা অদ্ভুত ঘটনা! কী সেই ঘটনা? দেখা যাক।  বিশদ

15th  November, 2020
ভিন রাজ্যে ভাইফোঁটার আনন্দ 

 শুধু আমাদের বাংলাতেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যেই নানান নামে ভাইফোঁটা পালিত হয়। ভারতের নানা প্রান্ত থেকে তোমাদের পাঁচ বন্ধু জানাচ্ছে কীভাবে কাটায় তারা ভাতৃদ্বিতীয়ার দিনটি। বিশদ

15th  November, 2020
মার্কশিট
মাধ্যমিক পরীক্ষায় ‘জ্ঞানচক্ষু’
গল্পটি খুবই গুরুত্বপূর্ণ 

তোমাদের জন্য চলছে জনপ্রিয় বিভাগ মার্কশিট। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।  বিশদ

08th  November, 2020
ইন্দ্রজা, এবার দেওয়ালিতে
বাজি নাই বা পোড়ালে
ডাঃ অমিতাভ ভট্টাচার্য

ইন্দ্রজার মন খারাপ অনেকটাই কমেছে। ছ- মাসের উপর গৃহবন্দি থাকার পর এই পুজোর চারটে দিন মুখ-মাথা ঢেকে বন্ধুদের সাথে আবাসনের পুজোতে একটু হই হুল্লোড়ও করেছে। বাকিটা এই দেওয়ালিতে করবে, ভেবেই রেখেছে। বাজি পোড়ানোর প্ল্যান আছে বন্ধুদের সঙ্গে। বাবা প্রতি বছরই হরেক রকম বাজি কিনে আনেন বাজি বাজার থেকে। ফুলঝুরি, রং মশাল, তুবড়ি, চরকি— আরও কত কি!   বিশদ

08th  November, 2020
ছোটদের রান্নাঘর

করোনার দাপটে স্কুল বন্ধ। সুতরাং বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা খাওয়ারও জো নেই। তাই বলে কি লকডাউনে কোনও ভালো খাবারই চেখে দেখার সুযোগ হবে না? চিন্তা নেই, ছোটদের রান্নাঘরে শুধু তোমাদের জন্যই দুটি লোভনীয় রেসিপি দিয়েছেন ট্রাইব ক্যাফের শেফ শিল্পা চক্রবর্তী। এগুলি আগুনের সাহায্য ছাড়াই তৈরি করা যাবে। তোমরাই করে চমকে দাও বড়দের। বিশদ

01st  November, 2020
কালজয়ী ছোটদের ছবি

সময়কে হার মানানো কয়েকটি ইংরেজি ছবির গল্প শোনাচ্ছেন ড. শঙ্কর ঘোষ।  বিশদ

01st  November, 2020
বিস্ময়কর প্রাণী 

১৫০ মিলিয়ন বছর আগে যখন ডাইনোসরদের স্বর্ণযুগ ছিল সেই সময় পাখি নামক আর এক প্রজাতির উদ্ভব হয়েছিল। সরীসৃপের নানা বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে তারা পালকের মতো কিছু অসাধারণ বৈশিষ্ট্য অর্জন করেছিল।   বিশদ

18th  October, 2020
পুজোর আনন্দ 

করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে এবার কীভাবে পুজোর আনন্দ উপভোগ করবে জানাল তোমাদের দুই বন্ধু।   বিশদ

18th  October, 2020
মহিষাসুর 
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

দুর্গাপুজোর মহাষষ্ঠী। সকালবেলাই পদ্মপুকুর গ্রামের পুজো প্যান্ডেলের ছোট আটচালার প্রতিমা এসে গিয়েছে, তবুও বিকেলবেলা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে অধীর আগ্রহে গ্রামে ঢোকার রাস্তার দিকে তাকিয়ে ছিল পুজো কমিটির লোকজন ও গ্রামের নানা বয়সি বাচ্চারা।  বিশদ

18th  October, 2020
কয়েকটি আশ্চর্যজনক প্রাণীর কর্মকাণ্ড

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কিছুটা হলেও মানুষের মতো আচরণ করতে দেখা যায়। হ্যাঁ, আশ্চর্য মনে হলেও এমন প্রাণীর অস্তিত্ব আমাদের এই ব্রহ্মাণ্ডে আছে। ব্যালেট থেকে ট্যাঙ্গোর মতো প্রাণীরা তো নাচতেও পারে।  বিশদ

11th  October, 2020
কাটবে কেমন পুজোর দিন?

করোনা আবহে ছোট্ট অভিনেতা-অভিনেত্রীরা তাদের এবারের পুজো পরিকল্পনা জানাল হ য ব র ল’র বন্ধুদের।
বিশদ

11th  October, 2020
একনজরে
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুৎসামূলক প্রচার নিয়ে এবার বিজেপি’র এক উগ্র সমর্থকের বিরুদ্ধে কলকাতা পুলিসে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার শেক্সপিয়র সরণী থানায় এই অভিযোগ দায়ের করেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে তথা দলের সাধারণ সম্পাদক রোহন মিত্র। ...

সীমান্তে পাচার রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বরাবর কোথাও যেন কাঁটাতারবিহীন এলাকা না থাকে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের সীমান্তের মধ্যে কাঁটাতার নেই মালদহের যে সব সীমান্তে, ...

পরিবার পরিকল্পনার অধিকাংশ সূচকে দেশে এক নম্বরে বাংলা। কেন্দ্রীয় সরকারের অক্টোবর মাসের তথ্য থেকে একথা জানা গিয়েছে। এই সূচকগুলির মধ্যে গর্ভনিরোধক ওষুধ বা পিল থেকে শুরু করে বন্ধ্যাত্বকরণ, মেয়েদের আইইউসিডি থেকে শুরু করে ছেলেদের নিরোধ ব্যবহার— অধিকাংশ ক্ষেত্রেই দেশে শীর্ষে ...

গত এক মাসে পূর্ব মেদিনীপুর জেলায় সহায়ক মূল্যে ৬ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকার ধান কেনা হয়েছে। গত ২ নভেম্বর থেকে রাজ্যজুড়ে সহায়ক মূল্যে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায়  সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো
১৯৮৪: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কমপক্ষে আড়াই হাজার মানুষের মৃত্যু
১৯৮৮: পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো
১৯৮৯: ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হলেন ভিপিসিং 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৭ টাকা ৭৪.৮৮ টাকা
পাউন্ড ৯৭.২১ টাকা ১০০.৬৪ টাকা
ইউরো ৮৬.৯৬ টাকা ৯০.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৯৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৪৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া ৩০/৪৪ সন্ধ্যা ৬/২৩। মৃগশিরা নক্ষত্র ১১/২২ দিবা ১০/৩৮। সূর্যোদয় ৬/৪/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/২৫। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ৮/১২ মধ্যে পুনঃ ১০/২১ গতে ১২/৩০ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/২০ গতে ৩/২৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ গতে ৭/২৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/২৬ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৫ গতে ৪/২৫ মধ্যে। 
 ১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া সন্ধ্যা ৫/৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১০/২৪। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ৭/৩৮ গতে ৮/২০ মধ্যে ও ১০/২৮ গতে ১২/৩৫ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৬/৩৬ মধ্যে ও ৮/২৫ গতে ৩/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৬ গতে ৭/৩৮ মধ্যে ও ১/১৭ গতে ৩/২৪ মধ্যে। কালবেলা ৮/৪৬ গতে ১০/৭ মধ্যে ও ১১/২৭ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। 
১৬ রবিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। বৃষ: নানা উপায়ে অর্থপ্রাপ্তির সুযোগ। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
  ১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো ১৯৮৪: ভোপাল গ্যাস ...বিশদ

04:28:18 PM

আইএসএল: হায়দরাবাদ ও জামশেদপুরের ম্যাচ ১-১ গোলে ড্র

09:33:58 PM

জিএসটি ফাঁকি: কলকাতা সহ রাজ্যের ১০৪টি ময়দা মিলে হানা আধিকারিকদের

06:29:00 PM

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়ী ভারত

05:15:15 PM

কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ: টিকা নিতে নাইসেডে ফিরহাদ হাকিম

04:15:35 PM