সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
অন্যদিকে, প্যালেস্তাইনও করোনার বিধিনিষেধ জারি করেছে। প্যালেস্তাইনের নিয়ন্ত্রণেই রয়েছে বেথলেহেম। সেখানেও সন্ধ্যা সাতটা থেকে ভোর ছ’টা পর্যন্ত মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। ক্রিসমাসেও এই নির্দেশিকা চালু থাকলে বেথলেহেমের অর্থনীতি ভেঙে পড়বে বলে আশঙ্কা। বেথলেহেমের মেয়র অ্যান্তন সলমন বলেন, এ বছর ক্রিসমাসে তিন হাজার বাছাই করা অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল। এবার তা কমিয়ে ১৫ জন করা হচ্ছে। এঁদের মধ্যে থাকবেন স্থানীয় মেয়র, জেলাশাসক এবং স্থানীয় গায়করা।
এদিকে, ৮৯ দিন পরে ভিয়েতনামে স্থানীয় সংক্রমণ ধরা পড়ল। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হো চি মিন শহরে এক বিমানকর্মীর সংস্পর্শে এসেছিলেন ৩২ বছরের ওই তরুণ। সোমবার তাঁর করোনা ধরা পড়ে। এই অবস্থায় বিমানকর্মী এবং ওই তরুণের সংস্পর্শে আসা ১৩৭ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে জুলাই পর্যন্ত ৯৯ দিন করোনা সংক্রমণহীন ছিল ভিয়েতনাম। করোনার জন্য আবার লকডাউন জারি করা হবে কি না, তাই নিয়ে সংসদে ভোটাভুটি হতে চলেছে ব্রিটেনে। ব্রিটিশ স্বাস্থ্যসচিব ম্যাট হানকক অবশ্য জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই তিনস্তরীয় লকডাউন জারি নিয়ে সংসদের অনুমতি ঘিরে সংশয় তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, পরিস্থিতি যাতে আবার হাতের বাইরে চলে না যায়, তাই তিনস্তরীয় লকডাউন জরুরি।
তবে করোনা পরবর্তী সময়ে অর্থনীতি নিয়ে আশার কথা শুনিয়েছে অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। আগামী বছরের শেষের দিকে বিশ্ব অর্থনীতিতে করোনা পূর্ববর্তী সময়ের মতোই গতি আসবে। তবে সবদেশেই অর্থনীতির সুরাহা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আর করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে বলে জানানো হয়েছে। সংস্থার প্রধান অর্থনীতিবিদ লরেন্স বুন বলেন, ‘সামনের পথ উজ্জ্বল সন্দেহ নেই। তবে চ্যালেঞ্জিং।’