Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

‘দুয়ারে সরকার’ প্রকল্পে বাঁকুড়া ও
পুরুলিয়ায় ব্যাপক সাড়া মিলল

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা পুরুলিয়া: ‘দুয়ারে সরকার’ কর্মসূচির প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ল বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। এদিন সকাল থেকেই দুই জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকার ক্যাম্পগুলিতে লম্বা লাইন পড়ে। ক্যাম্পগুলিতে মূলত স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্র, খাদ্যসাথী প্রকল্পের রেশন কার্ড, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য আবেদনকারীদের সংখ্যাই ছিল বেশি। প্রকল্প সংক্রান্ত ফর্ম পূরণ করতে রীতিমতো হিমসিম খেতে হয়ে প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের। বেশ কয়েকটি ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত মানুষকে পরিষেবা দেন সরকারি আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদিন সকাল ১০টা থেকেই বাঁকুড়া জেলার তিনটি পুরসভা ও ২২ টি ব্লকে ২৮টি ক্যাম্প করে প্রশাসন। ব্লক স্তরের ক্যাম্পগুলিতে বিডিওরা উপস্থিত ছিলেন। জেলাশাসক এস অরুণ প্রসাদ পাত্রসায়র ব্লকের ক্যাম্পে গিয়ে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন। এদিন বাঁকুড়া শহরের ২০ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে দুটি ক্যাম্পের আয়োজন করা হয়। ২০ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধের ক্যাম্পে বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অলকা সেনমজুমদার উপস্থিত ছিলেন। প্রশাসনিক আধিকারিকরা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার আগেই লাইন পড়ে যায়। জয়দেব বাউরি, সুশান্ত বাউরি, জোৎস্না লোহার সহ লাইনে দাঁড়ানো অনেকেই স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়ার জন্য আবেদন করেন। শহরে আবেদনের ভিড় দেখা যায় খাদ্যসাথীর কার্ডের সংশোধন ও নতুন আবেদনের। জেলার জঙ্গলমহলের ব্লকগুলিতে স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীর পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র এবং পেনশনের জন্য আবেদনের ভিড় দেখা যায়। বাঁকুড়ার জেলাশাসক বলেন, প্রথম দিনে জেলায় ব্লক ও পুরসভা এলাকা মিলিয়ে মোট ২৮ টি ক্যাম্প থেকে সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি ক্যাম্পেই প্রচুর ভিড় ছিল। প্রথম দিনে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্যই সব থেকে বেশি মানুষ আবেদন করেছেন। পুরুলিয়া জেলাতেও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কেউ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর আবেদন জানান, কেউ আবার জাতিগত শংসাপত্র নিয়ে বাড়ি ফেরেন। এদিন ক্যাম্পগুলিতে বাসিন্দাদের লাইন থাকায় কয়েক জায়গায় সন্ধ্যা পর্যন্ত  কাজ চলে।
পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, জেলাতে মোট ২৫টি ক্যাম্প করা হয়েছিল। ২০টি ব্লক এলাকায় ও ৫টি শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে। আমি নিজে রঘুনাথপুর এলাকার সব ক্যাম্পে গিয়েছিলাম। রঘুনাথপুরে একাধিক ক্যাম্প থেকে অনেকেই জাতিগত শংসাপত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের বিষয়ে সরকারি কর্মী ও আধিকারিকরা বাসিন্দাদের আবেদন করতে সাহায্য করেছেন।  
পুরুলিয়া ২ ব্লকের চরগালি জুনিয়র হাইস্কুলের ক্যাম্পে আসেন গৃহবধূ বন্দনা মাহাত। তিনি বলেন, স্বাস্থ্যসাথী কার্ড তো আমাদের আগে হতো না। তবে গ্রামের লোকের কাছে শুনলাম, ক্যাম্পে গেলেই যে কোনও সমস্যার সমাধান হবে। সেই মতো আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথীর আবেদনের ফর্ম নিয়েছি। 
 দুয়ারে সরকার প্রকল্পে বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধে সরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে সাধারণ মানুষের ভিড়। -নিজস্ব চিত্র  
কালনায় আগুনে ভস্মীভূত
১২ বিঘা জমির ধান, আতঙ্ক

সোমবার রাতে কালনা কাঁকুড়িয়া পঞ্চায়েতের হরসুনা গ্রামে আগুনে ভস্মীভূত হল প্রায় ১২ বিঘা জমির ধান। গ্রামের মানুষের সহযোগিতায় আগুন আয়ত্তে আসে। তবে, কীভাবে আগুন লেগেছে, কারা লাগিয়েছে, পরিবারের লোকজন কিছু বলতে পারছেন না। বিশদ

ইট পাতার মরশুমে
অবৈধ কয়লা সিল
বাড়তে পারে ইটের দামও

অবৈধ কয়লা কারবারে সিবিআই হানা শুরু হতেই মরশুমের শুরুতে রাজ্যজুড়ে ইটভাটাগুলিতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বেশিরভাগ ইটভাটাই চলে সিন্ডিকেটের অবৈধ কয়লায়। আইন বাঁচাতে টাকার বিনিময়ে ইসিএলের ভুয়ো ডিও কিনে চলছিল অবৈধ কারবার। বিশদ

প্রতিশ্রুতিই সার, সংস্কার হয়নি
কামালপুর-আড়ংঘাটা রাস্তার

রানাঘাট-২ ব্লকের কামালপুর থেকে আড়ংঘাটা যাওয়ার অন্যতম একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে গিয়েছে। তার ফলে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম সমস্যায় পড়েছেন। কামালপুর পঞ্চায়েতের বোর্ড ঘরের মোড় থেকে কামিনীবালা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার অবস্থা বেশি খারাপ। বিশদ

কুপার্সে দীর্ঘদিন বন্ধ হাসপাতাল এবার চালুর
দাবিতে সরব বাসিন্দারা, আন্দোলনের হুমকি

কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ হাসপাতাল খোলার দাবিতে সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের একাংশের অভিযোগ, নতুন করে হাসপাতাল তৈরির শিলান্যাস হয়ে যাওয়ার পরও প্রায় আট বছর কেটে গিয়েছে। বিশদ

নেপালের সঙ্গে প্রায় ২২ শতাংশ
বাণিজ্য বাড়ল হলদিয়া বন্দরের

পণ্য পরিবহণ বৃদ্ধি পাওয়ায় করোনা আবহের মধ্যেই নেপালের সঙ্গে ২২শতাংশ বাণিজ্য বাড়ল হলদিয়া বন্দরের। সোমবার এই খবর জানিয়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া থেকে নেপাল পর্যন্ত পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় একসময় ‘নেপাল কার্গো’ খুইয়েছিল হলদিয়া বন্দর। বিশদ

তাজপুরের লাইট
হাউস টানছে পর্যটক

রামনগরের তাজপুর পর্যটনকেন্দ্রে পর্যটক টানছে লাইট হাউস। আগত পর্যটকদের কাছে আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে এই লাইট হাউস বা বাতিঘর। কাঁথির দারিয়াপুরের পর মহকুমার দ্বিতীয় লাইট হাউস গড়ে উঠেছে তাজপুরে। তাজপুর সৈকত এমনিতেই সৌন্দর্যায়নের দিক দিয়ে সেজে উঠেছে। বিশদ

দুয়ারে সরকারের ক্যাম্পে প্রথমদিনেই
ব্যাপক সাড়া পূর্ব বর্ধমানে

দুয়ারে সরকার কর্মসূচির প্রথমদিনে ব্যাপক সাড়া পড়ল পশ্চিম বর্ধমানে। তবে, এদিন বর্ধমান শহর থেকে অধিকাংশ ক্যাম্পে স্বাস্থ্যসাথীতে আবেদনের হিড়িক পড়ল। বাড়ির কাছে প্রশাসনকে পেয়ে সরকারি প্রকল্পে নাম তোলার জন্য লাইনে দাঁড়ান বৃদ্ধ থেকে যুবকরাও। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় ভিড় ছিল।  বিশদ

এক মাসে ধান কেনা হল
৬ কোটি ৩৭ লক্ষ টাকার
পূর্ব মেদিনীপুরে চালু হচ্ছে ৬টি ক্যাম্প

গত এক মাসে পূর্ব মেদিনীপুর জেলায় সহায়ক মূল্যে ৬ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকার ধান কেনা হয়েছে। গত ২ নভেম্বর থেকে রাজ্যজুড়ে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ২৪টি ব্লকে সেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট সেন্টার(সিপিসি) খুলে ধান কেনা শুরু হয়েছে। বিশদ

করোনার জেরে শান্তিনিকেতনে ভিড় নেই
পর্যটকের, বিক্রি কম খেজুর গুড়েরও

‘নতুন খেজুর রস এনেছি মেটে কলসি ভরে-/ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।’ শান্তিনিকেতনের খোয়াই ধরে ছুটে চলেছে হিমেল হাওয়া। গাছে গাছে মিষ্টি রোদ্দুর জানান দিচ্ছে, শীত হাজির। গোয়ালপাড়ার ঘরে ঘরে খেজুর গুড় তৈরির ব্যস্ততা। বিশদ

দীর্ঘদিন ভেঙে পড়ে আছে ঐতিহ্যবাহী
পুরনো ঘণ্টাতলা, ক্ষোভ শান্তিনিকেতনে 

সংবাদদাতা, বোলপুর: প্রায় তিন মাস আগে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পুরনো ঘণ্টাতলা ও প্রাচীন বট ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল। তারপর এতদিন কেটে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় তার পুনর্নির্মাণ বা বটগাছ প্রতিস্থাপন করা হয়নি।
বিশদ

দুবরাজপুর ও খয়রাশোলে কয়েকবিঘা জমিতে
আগুন, পুড়ল ধান বিপাকে চাষিরা

মঙ্গলবার দুবরাজপুর ও খয়রাশোলের পৃথক এলাকায় জমিতে আগুন লেগে ধান পুড়ে গিয়েছে। এই ঘটনায় ওই দুই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুবরাজপুরের যশপুর অঞ্চলের সালুঞ্চি এলাকার ঘোড়াতরী মৌজায় জমির ধান পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। বিশদ

জেলাজুড়ে শুরু হওয়া ‘দুয়ারে
সরকার’ কর্মসূচিতে ভালো সাড়া
পরিষেবা পাওয়ার আশায় ভিড় জমালেন অনেকে

জেলাজুড়ে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে প্রথম দিনেই ভালো সাড়া মিলল। সেখানে অনেকেই পরিষেবা পাওয়ার আশায় ভিড় জমিয়েছেন। ধান কাটা ফেলে রেখে কাস্ট সার্টিফিকেট পেতে সরকারের দুয়ারে ছুটে আসেন সিউড়ির নগরীর বাসিন্দা স্বাধীন দোলুই। বিশদ

লোকাল ট্রেন চালানোর দাবিতে বাঁকুড়া স্টেশনে
বাম-কংগ্রেস শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বাসিন্দাদের জন্য অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে মঙ্গলবার বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। বিশদ

বিয়েবাড়িতে পুলিস আসার খবরে আতঙ্ক
নাবালিকা কনেকে চৌকির 
তলায় লুকিয়ে রাখল পরিবার

বিয়েবাড়িতে হুল্লোড় চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে বর আসবে। তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছিল। কনে সপ্তম শ্রেণীর ছাত্রী। দুপুরেই গায়ে হলুদ হয়ে গিয়েছে। হাতে মেহেন্দি আঁকার কাজও শেষ। বিশদ

Pages: 12345

একনজরে
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুৎসামূলক প্রচার নিয়ে এবার বিজেপি’র এক উগ্র সমর্থকের বিরুদ্ধে কলকাতা পুলিসে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার শেক্সপিয়র সরণী থানায় এই অভিযোগ দায়ের করেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে তথা দলের সাধারণ সম্পাদক রোহন মিত্র। ...

পরিবার পরিকল্পনার অধিকাংশ সূচকে দেশে এক নম্বরে বাংলা। কেন্দ্রীয় সরকারের অক্টোবর মাসের তথ্য থেকে একথা জানা গিয়েছে। এই সূচকগুলির মধ্যে গর্ভনিরোধক ওষুধ বা পিল থেকে শুরু করে বন্ধ্যাত্বকরণ, মেয়েদের আইইউসিডি থেকে শুরু করে ছেলেদের নিরোধ ব্যবহার— অধিকাংশ ক্ষেত্রেই দেশে শীর্ষে ...

সীমান্তে পাচার রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বরাবর কোথাও যেন কাঁটাতারবিহীন এলাকা না থাকে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের সীমান্তের মধ্যে কাঁটাতার নেই মালদহের যে সব সীমান্তে, ...

উম-পুন পরবর্তী ক্ষতিপূরণে দুর্নীতির যাবতীয় অভিযোগের তদন্ত করবে কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার তিন মাসের মধ্যে তদন্তসাপেক্ষে ক্যাগকে রিপোর্ট দাখিল করতে বলেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায়  সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো
১৯৮৪: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কমপক্ষে আড়াই হাজার মানুষের মৃত্যু
১৯৮৮: পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো
১৯৮৯: ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হলেন ভিপিসিং 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৭ টাকা ৭৪.৮৮ টাকা
পাউন্ড ৯৭.২১ টাকা ১০০.৬৪ টাকা
ইউরো ৮৬.৯৬ টাকা ৯০.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৯৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৪৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া ৩০/৪৪ সন্ধ্যা ৬/২৩। মৃগশিরা নক্ষত্র ১১/২২ দিবা ১০/৩৮। সূর্যোদয় ৬/৪/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/২৫। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ৮/১২ মধ্যে পুনঃ ১০/২১ গতে ১২/৩০ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/২০ গতে ৩/২৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ গতে ৭/২৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/২৬ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৫ গতে ৪/২৫ মধ্যে। 
 ১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া সন্ধ্যা ৫/৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১০/২৪। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ৭/৩৮ গতে ৮/২০ মধ্যে ও ১০/২৮ গতে ১২/৩৫ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৬/৩৬ মধ্যে ও ৮/২৫ গতে ৩/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৬ গতে ৭/৩৮ মধ্যে ও ১/১৭ গতে ৩/২৪ মধ্যে। কালবেলা ৮/৪৬ গতে ১০/৭ মধ্যে ও ১১/২৭ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। 
১৬ রবিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। বৃষ: নানা উপায়ে অর্থপ্রাপ্তির সুযোগ। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
  ১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো ১৯৮৪: ভোপাল গ্যাস ...বিশদ

04:28:18 PM

আইএসএল: হায়দরাবাদ ও জামশেদপুরের ম্যাচ ১-১ গোলে ড্র

09:33:58 PM

জিএসটি ফাঁকি: কলকাতা সহ রাজ্যের ১০৪টি ময়দা মিলে হানা আধিকারিকদের

06:29:00 PM

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়ী ভারত

05:15:15 PM

কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ: টিকা নিতে নাইসেডে ফিরহাদ হাকিম

04:15:35 PM