সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
এদিন রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক রেল যাত্রী যাতে কনফার্মড টিকিট কাটতে পারেন, সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছে মন্ত্রক। তারই অঙ্গ হিসেবে বিশেষ পদ্ধতিতে নতুন সময় সারণী তৈরি করা হয়েছে। তবে করোনা সঙ্কট মিটে যাওয়ার পর স্বাভাবিক ট্রেন চলাচল শুরু না হওয়া পর্যন্ত এই টাইম টেবিল কার্যকর করা অসম্ভব। আর এই রেগুলার ট্রেন পরিষেবা কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে কোনও ইঙ্গিতই এদিন রেল বোর্ড দিতে পারেনি। চেয়ারম্যান বলেছেন, ‘যাত্রী চাহিদা সামাল দিতে ইতিমধ্যেই সারা দেশে স্পেশাল ক্লোন ট্রেন চালানো হচ্ছে। এই সিদ্ধান্ত বহাল থাকবে করোনা-উত্তর সময়েও। অর্থাৎ, স্বাভাবিক ট্রেন চালু হওয়ার পর যদি নির্দিষ্ট রুটের কোনও ট্রেনে অত্যধিক যাত্রী চাহিদা তৈরি হয়, তাহলে তার ক্লোন ট্রেন চালানো হবে। এতে যাত্রীরা পরবর্তী ক্ষেত্রেও অনেক বেশি কনফার্মড টিকিট পাবেন।’