সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
ঘটনাটি ঘটেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে। ঘটনাস্থল ১০৬ নম্বর ওয়ার্ডের মধ্য পূর্বাচলের কালীদাসী মিত্র বিদ্যালয়। ওই ভদ্রমহিলার বাড়ি হালতুতে। দরিদ্র পরিবার। সত্তরোর্ধ্ব এই মমতা স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে খুশি। টানাটানির সংসারে এই কার্ড তাঁর কাছে হাতে চাঁদ পাওয়ার মতোই।
এই প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর মধুমিতা চক্রবর্তী বলেছেন, নামটা শুনে আমিও প্রথম অবাক হয়েছিলাম। উনি আগেই আবেদন করেছিলেন। সব কাজ হয়ে গিয়েছিল। আজ এই কর্মসূচি শুরুর দিন ওঁর হাতে কার্ড তুলে দেওয়া হল। বৃদ্ধার অনেক সুবিধা হল।