শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ
১৯৯৬ সালে ত্রিশঙ্কু লোকসভায় সকলকে ছাড়িয়ে অকংগ্রেসি, অবিজেপি কোন নেতার নাম সর্বাগ্রে চলে এসেছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে? একজন বাঙালি। জ্যোতি বসু। কিন্তু তাঁর দলের পলিটব্যুরো সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে না দিয়ে বাঙালির এক চিরস্থায়ী ক্ষতি করে দিয়ে গিয়েছে।
কখনও তিনি রেলমন্ত্রী হয়েছেন। কখনও তাঁকেই বিজেপি বিরোধী মহাজোটের বৈঠকের আহ্বায়ক করা হয়েছে। কখনও তাঁর সমর্থন করতে দেশের বিভিন্ন প্রান্তের নেতা-নেত্রীরা আসছেন কলকাতায়। কখনও শুধুই তাঁকে পরাস্ত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী, একঝাঁক রাজ্যের মুখ্যমন্ত্রী, ৪০ জন স্টার প্রচারকের তালিকা এসেও নাজেহাল হয়ে যাচ্ছে। শুধু আজ মুখ্যমন্ত্রী বলে নয়, জ্যোতি বসুর পর সর্বভারতীয় মানচিত্রে গুরুত্ব, পরিচিতি আর ফ্যাক্টর হিসেবে একমাত্র ব্র্যান্ড বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই।
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির প্রাক্কালে এসে বাঙালির সামনে ২০২১ সালের বিধানসভা ভোট সবথেকে বড় যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে, সেটি হল, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই যে দিল্লির কাছে বিভিন্ন সময়ে বাঙালি নেতানেত্রীর ঝাঁঝালো উপস্থিতি ও সম্মানজনক গুরুত্ব, এটা আগামীদিনে বজায় থাকবে তো? এবারের ভোটের ফলাফলই কি বাঙালির রাজনৈতিক ইমেজের ভবিতব্যকে নির্ধারণ করে দেবে না? কোনও সন্দেহ নেই নির্বাচনী লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদির মধ্যে। মোদি জয়ী হলে বাংলার মসনদে যে-ই বসুন, চালিকাশক্তি হবেন মোদিই। অর্থাৎ দিল্লি থেকে চালিত হবে বাংলা। তাহলে কি আগামীদিনে বাংলার মাটি থেকে উঠে আসা, বাংলায় রাজনীতি করে জনপ্রিয় হওয়া, বাংলার মানুষের জননেতা অথবা জননেত্রী হওয়ার রাজনৈতিক প্রবণতা বন্ধ হয়ে যাবে? দিল্লিই যখন ভাগ্যনিয়ন্তা হবে, তখন আর কি কোনও বাঙালি ব্যক্তিত্ব দিল্লির কাছে কোনওদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে? নাকি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক চরিত্র নিয়ে আত্মপ্রকাশ করবে বাংলা? ডাবল ইঞ্জিন সরকারের আকর্ষণে বাঙালি আইডেন্টিটি ক্রমেই কি ম্লান হয়ে যাবে? ২ মে ফলপ্রকাশের পর আভাস পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরের। তার আগে আমরা দেখে নিতে চেষ্টা করব ২০২১ সালের বিধানসভা নির্বাচন কেন স্বাধীনতার পর রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের।
তৃণমূলের পক্ষ-বিপক্ষ:
তৃণমূল সম্পর্কে সাধারণভাবে মনোভাব কেমন? এই প্রথম এমন একটি ভোট হচ্ছে যেখানে একটা অভিনব মনোভাব প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। সেটি হল, তৃণমূল বিরোধী ভোটারদের অবস্থান হল, সরকারের প্রতি রাগ কম, দলের প্রতি রাগ বেশি। অর্থাৎ সরকার ভালো, কিন্তু দলের নেতাদের একাংশ খারাপ। তৃণমূল সম্পর্কে এরকম অদ্ভুত দোলাচলই এবারের ভোটকে করে তুলেছে অনেক বেশি চিত্তাকর্ষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় রাজনৈতিক বিরোধীও একবাক্যে বলে না যে, সরকারটা জঘন্য। কোনও কাজই করেনি। বরং কমবেশি সকলে স্বীকার করে হ্যাঁ! কাজ অনেক করেছে। কিন্তু নেতাদের প্রতি অভিযোগ আছে। সেটা সর্বাগ্রে বুঝতে পেরেছেন পোড় খাওয়া ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তিনি তাই প্রচুর ছাঁটাই করেছেন প্রার্থী তালিকায়। কিন্তু সেটা কি যথেষ্ট? মনে হয় না। তাই ওই স্ট্র্যাটেজিতে বেশ কিছুটা চান্স ফ্যাক্টর থেকে যাচ্ছে।
এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল দুটি— ১) তাঁর ১০ বছরের উন্নয়নের তালিকা এবং ২) বাঙালির আইডেন্টিটি ইমোশন। মমতাকে পরাস্ত করতে যত স্টার বক্তা আসছেন সকলেই হিন্দি ভাষায় কথা বলছেন। যাঁরা আবার বাংলায় ভাষণ দেন, অর্থাৎ এ রাজ্যের বিজেপি নেতারা, তাঁরা ওজনে ও গুরুত্বে মমতার সমকক্ষই নন। পাবলিক তাঁদের ফ্যাক্টরই মনে করে না। সুতরাং লড়াইটা কিছুটা হচ্ছে হিন্দি বনাম বাংলার। পাশাপাশি ১০ বছরে অসংখ্য উন্নয়ন প্রকল্প তো বটেই, ঠিক ভোটের আগে একের পর এক সরকারি উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ মাস্টারস্ট্রোক হিসেবে জনমনে ছাপ ফেলতে সফল হয়েছে। স্বাস্থ্যসাথী থেকে দুয়ারে সরকার। বিজেপি অনেকটাই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এই প্রচার যখন তুঙ্গে, তখন সবথেকে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে শুধুই এই উন্নয়ন প্রকল্পগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় পুঁজি কী হবে এই ভোটে? গরিব ও মহিলা ভোট! আরবান আর রুরাল সিংহভাগ মহিলা ভোট এবার মমতাই পাচ্ছেন। গরিব মানুষের ভোটে অবশ্যই ভাগ বসাতে সক্ষম হয়েছে বিজেপি। কারণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্যতম এক প্রকল্প যা মানুষকে আকৃষ্ট করেছে। আবার উজ্জ্বলা গ্যাস যোজনা যথেষ্ট প্রচার পেলেও গ্যাসের দাম সেই প্রকল্পকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। মহিলা, গরিব ও যুব— এই তিন ভোটব্যাঙ্ক এবার জেতাহারার অন্যতম কারিগর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় অ্যাডভান্টেজ হল, তাঁর প্রতিপক্ষরা তাঁকে সর্বদাই আন্ডারএস্টিমেট করে। ১৯৮৪ সালে যিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছেন, কংগ্রেসের অফিসিয়াল টিমের সঙ্গে লাগাতার যুদ্ধ করে নিজেকেই সিপিএম বিরোধী এপিসেন্টার করে তুলেছেন, একা একটি দল গঠন করার মাত্র ১৩ বছরের মাথায় প্রবল প্রতাপান্বিত সিপিএম-কে হারিয়ে সরকার গঠন করেছেন, মানুষের পালস বোঝার অবিশ্বাস্য ক্ষমতা বারংবার প্রমাণ করেছেন, সেই তাঁকেই বরাবর বিজেপি, সিপিএম, কংগ্রেস আজও ব্যক্তিগতভাবে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, হাসাহাসি করে। আজকের সোশ্যাল মিডিয়ার ভাষায় ট্রোল করে। সেটা বুদ্ধিমানের রাজনীতি হয়নি আগেও। এবারও হচ্ছে না। ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৯ একের পর এক নির্বাচনে রাজ্যে মমতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন সাধারণ মানুষ। সুতরাং ২০২১ সালে এসে বিরোধীদের উচিত ছিল, এবার মমতার প্রতিপক্ষ হিসেবে তাদের রাজনীতির প্যাটার্ন বদলে দেওয়া। ব্যক্তি আক্রমণের পরিবর্তে দলগত কোনও রাজনৈতিক ত্রুটিকে তুলে ধরা। কিন্তু ভুল করে বিরোধীরা মমতার চালু করা যাবতীয় উন্নয়ন প্রকল্পের প্রবল সমালোচনা করে চলেছে। আর সেটা একটা ফাঁদ।
কারণ যতই তাঁরা কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, দুয়ারে সরকার, ২ টাকার চালের নিন্দা করছেন, ততই যাঁরা এসবের সুবিধা পাচ্ছে, সেইসব গরিব সাব-অলটার্ন শ্রেণির মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে, তাহলে কি এই সরকার চলে গেলে ওরা এসে এসব বন্ধ করে দেবে? সুতরাং মমতার প্রকল্পকে আক্রমণ করা একপ্রকার কাউন্টার প্রোডাকটিভ হয়ে যাচ্ছে বিরোধীদের কাছে। এখনও বিরোধীদের শত অভিযোগ সত্ত্বেও এই প্রতিটি প্রকল্প মমতাকে ডিভিডেন্ড দিচ্ছে।
আর তৃণমূলের পক্ষে উদ্বেগজনক কী? দুটি ইস্যু— ১) এবারের ভোটে বহু কেন্দ্রে সরাসরি ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেই ভোট হওয়ার সম্ভাবনা তৈরি করার প্রবল চেষ্টা চলছে এবং ২) দলের নিচুতলার একাংশের প্রতি মানুষের ক্ষোভ, কর্মসংস্থান নিয়ে হতাশা। এই দুই সমস্যার সামনে অবশ্যই পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকছে অসংখ্য জনমুখী কাজ। যেগুলির সরাসরি উপকার মানুষের কাছে পৌঁছচ্ছে। যদি এই ম্যাচটি মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হতে পারেন, তাহলে স্বাধীনতার পর মমতাই হয়ে উঠবেন বাংলার সবথেকে প্রভাবশালী ও অবিশ্বাস্য উচ্চতার এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদি বিরোধী মহাজোটের মুখ হিসেবে অবতীর্ণ হবেন তিনিই। বাংলার পর তাঁর অবশ্যম্ভাবী লক্ষ্য হবে দিল্লি!
নরেন্দ্র মোদির মরণপণ চ্যালেঞ্জ
এটাই শেষ চান্স ইতিহাস তৈরি করার। বাংলা দখল করতে না পারলে মোদির কৃতিত্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা উজ্জ্বল হয়ে থাকবে। আগামী প্রজন্মের পর প্রজন্ম জুড়ে গোটা ভারত বারংবার মনে করবে যে, মোদির অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়েছে বাংলা। বিজেপি, আরএসএসের গোপন দুঃখটি হল— ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন যিনি, সেই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের ভূমি বাংলায় তাঁর দল কোনওদিনই জনসমর্থন পেল না। ব্যক্তিগতভাবে তিনি জনপ্রিয় ছিলেন। ভোটে জয়ীও হয়েছেন। কিন্তু তাঁর মৃত্যুর পর ভারতীয় জনসংঘ বাংলাতেই সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যায়। ১৯৮০ সালে ভারতীয় জনসংঘের নতুন রূপ ভারতীয় জনতা পার্টির জন্ম হওয়ার পরও যত দ্রুত উত্তর ভারতে তারা ছড়িয়ে পড়ল, বাংলায় সেই তুলনায় অগ্রগতি শূন্য। সেই মরা গাঙে জোয়ার এসেছে মোদির হাত ধরে। ক্রমেই এ রাজ্যে বিজেপি হয়ে উঠেছে প্রধান বিরোধী দল। মোদি চাইবেনই যে, তাঁর হাত ধরে বাংলা দখল পর্ব হোক। যা হবে তাঁর সেরা সাফল্য।
কোনও সন্দেহ নেই যে, ইন্দিরা গান্ধীর পর ভারতের সবচেয়ে প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি। দল নয়, ইন্দিরার নামে ভোট হতো। কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া ১৯৭৫ সালের জুন মাসের এক জনসভায় স্লোগান দিয়েছিলেন, ইন্দিরা ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ ইন্দিরা। আজ ঠিক সেভাবেই মোদির নামে ভোট হয়। বিজেপি নামটা গুরুত্বপূর্ণ নয়। তাই মোদির একমাত্র কৃতিত্ব তিনি অন্য দলের কাছে লিডারশিপের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয়েছেন। তাঁর মতো ক্যারিশমা আর কোনও দলের নেতাদের নেই। সেটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেন এবারের ভোটে, তাহলে মোদির একমাত্র পুঁজিটিও হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ জনমোহিনী ম্যাজিক।
ঠিক এই কারণে দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি রাজ্যকে জয় করা মোদির কাছে জীবনের সেরা চ্যালেঞ্জ— পশ্চিমবঙ্গ। বিজেপি দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করে। পশ্চিমবঙ্গের জন্মের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্ব দাবি করে। অথচ দেশভাগে সবচেয়ে বেশি আঘাত পাওয়া রাজ্যটি তাদের দখলে আসবে না, এটা মেনে নেওয়া যায় না। সুতরাং বাংলা দখল করতে পারলে ২০২৫ সালে ১০০ বছর পূর্ণ করতে চলা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কাছে সেটা হবে জন্মশতবর্ষের প্রাক্কালে সেরা উপহার। আর নরেন্দ্র মোদি হবেন হিন্দুত্ব রাজনীতির সর্বকালের সেরা আইকন।
নরেন্দ্র মোদির শক্তি কী? তিনি উন্নয়নের স্বপ্ন দেখাতে সিদ্ধহস্ত। কেন্দ্র ও রাজ্যে একই সরকার হলে একটি রাজ্যের বিপুল উন্নয়ন হয় এই প্রচার তিনি করে থাকেন সর্বত্র। বাংলাও ব্যতিক্রম নয়। কিন্তু বিস্ময়করভাবে দেখা যাচ্ছে, নিজের শক্তিকেই মোদি এবার বাংলার প্রচারে ব্যবহার করছেন না। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলায় কী কী প্রকল্প আনবেন অথবা কী ধরনের উন্নয়নের প্ল্যান করেছেন, সেরকম হাজারো রূপরেখা দিতে পারতেন। মানুষ হয়তো সেটা জানতেই উৎসুক। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে, মোদি সেই পথে বেশি হাঁটছেন না। বরং তাঁর দলের রাজ্য নেতাদের সুরেই ভাইপো হটাও, উম-পুন দুর্নীতি, সিন্ডিকেট ইত্যাদি একেবারেই লোকাল ইস্যুকে নিজের বক্তৃতায় নিয়ে এসে সভার পর সভায় সেগুলিই উচ্চারণ করে চলেছেন। অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্রের সাধারণ বিজেপি প্রার্থীর ভাষণের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তৃতার কনটেন্টের বিশেষ ফারাক থাকছে না। মোদির বক্তব্যে পলিটিক্যাল উচ্চতা সেভাবে এবার কেন পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরেও আলোচনা তুঙ্গে। এটা কি স্ট্র্যাটেজিরই অঙ্গ? জয়ী হলে মোদি তাঁর দলে এবং দেশে এক বিপুল উচ্চতায় পৌঁছে যাবেন। বিরোধী রাজনীতি মহাধাক্কা খাবে। কারণ, মোদিকে সমানে টক্কর দেওয়ার মতো নেতানেত্রী আর থাকবে না। মোদির পথ হবে কণ্টকমুক্ত। আর উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২ মে পরাস্ত হলে মোদির ব্যক্তিগত প্রভাব, রাজনৈতিক উচ্চতা এক ধাক্কায় নেমে আসবে অনেকটা মাটিতে। দল সরকারের মধ্যে তাঁর যে অপরিসীম গ্রহণযোগ্যতা, সেটাই সবচেয়ে বেশি ধাক্কা খাবে। বাংলার একজন ৬৬ বছরের মহিলার কাছে রাষ্ট্রশক্তির তাবৎ অস্ত্র ব্যবহার করেও মহাক্ষমতাধর নরেন্দ্র মোদির পরাজয় ঘটেছে, এই বার্তাটি এমন উচ্চকিত স্বরে দেশবিদেশে ছড়িয়ে পড়বে যে, আগামীদিনের প্রতিটি নির্বাচনে সেই বার্তার অভিঘাত বহন করতে হবে তাঁকে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বৃহৎ ক্ষতিটি হল— ২০২৪ সালে লোকসভা ভোটে মোদি হয়ে পড়বেন একজন দুর্বল জননেতা।
সংযুক্ত মোর্চা
একে বলা যেতে পারে বেটার লেট দ্যান নেভার! একঝাঁক নতুন মুখের আগমন সিপিএমের আকর্ষণহীন সংগঠনে আবার হয়তো রক্তসঞ্চার করতে সক্ষম হয়েছে। এই উদ্যোগ আরও আগেই নেওয়া যেত। সমর্থন আদায় নয়, সিপিএমের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল নিজেদের সম্পর্কে বঙ্গবাসীর বিরক্তি, বীতশ্রদ্ধ ভাবটা কীভাবে কমানো যায় সেই প্রয়াস করা। তার অন্যতম অঙ্গই হল পুরনো মুখ সরিয়ে দিয়ে নতুনদের সামনে নিয়ে আসা এবং নতুন কথা বলা। সিপিএম দেরিতে হলেও সেই উদ্যোগটি কিছুটা নিয়েছে এবার। ফলও পেয়েছে। নতুন প্রজন্মের প্রার্থীরা সুবক্তা। লড়াকু। তাঁরা সেনসিবিল মানুষের কাছে কিছুটা অবশ্যই গুরুত্ব পাচ্ছেন। কিন্তু লক্ষ্য করতে হবে, তাঁরা ঠিক কীভাবে প্রচার করছেন। অর্থাৎ তাঁদের পূর্বসূরিদের মতোই একবগ্গা চেনা কথাগুলোই কি তাঁরা বলছেন? নাকি তাঁদের ভাষ্যে উঠে আসছে নতুন কোনও রাজনীতির সুর? সিপিএম একটি কথা মাঝেমধ্যেই বলে। কংগ্রেসও। সেটি হল মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বিজেপি-কে হাত ধরে বাংলায় এনেছেন। এখন সেই ফল তাঁকে ভোগ করতেই হবে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে, মমতাই বিজেপি-কে হাত ধরে বাংলায় এনেছেন, তাহলে কি পাল্টা একটি প্রশ্ন আসে না? সেটি হল, মমতা হাত ধরে নিয়ে এলেন, আর বাংলার মানুষ সেই দলটিকেই গ্রহণ করে নিল? তার আগে থেকেই তো সিপিএম, কংগ্রেস ছিল! বিজেপির পরিবর্তে তাদের কেন বাংলার মানুষ বেছে নিল না?
সিপিএমের কাছে বেশি উদ্বেগ হল, কেন তারা একের পর এক ভোটে আর এককভাবে লড়াই করতে পারছে না? কেন নানারঙের জোট করতে হচ্ছে? এসব শক্তির লক্ষণ? নাকি দুর্বলতার? ঠিক এরকম এক অবস্থায় সিপিএমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজেদের সমর্থকদের ভোটটা ধরে রাখা। কংগ্রেসের সঙ্গে জোটের একমাত্র উদ্দেশ্য হারানো ভোটব্যাঙ্ককে ফিরিয়ে আনা। সেটা কি সম্ভব হবে? যদি ২০১৬ সালে তাদের কাছে থাকা নিজস্ব ভোটব্যাঙ্কের কিয়দংশ আবার সিপিএম ফিরে পায়, তাহলে অবশ্যই এবার ভোটে এক চিত্তাকর্ষক ফল হতে চলেছে। কিন্তু সেখানেই সংশয়। কারণ, কোনও সন্দেহ নেই, এখনও বহু কট্টর সিপিএমের কাছে ‘বিজেপি ঠেকাও’-এর তুলনায় অনেক বেশি মধুর স্লোগান হল, ‘মমতা হটাও’! সিপিএম কি নিজেদের সাহায্য করবে? নাকি বিজেপিকে? এটা অন্যতম বৃহৎ ফ্যাক্টর।
বাঙালির জয় পরাজয়
বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির রাজনীতি চেতনা, বাঙালির ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, বাঙালির কালচারাল রুচি ইত্যাদি বাকি ভারতের কাছে চিরকাল এক ঈর্ষার বস্তু। বইমেলা থেকে গ্রুপ থিয়েটার। নোবেল থেকে অস্কার। রেনেসাঁ থেকে বাউল। এক অত্যাশ্চর্য কালচারাল ক্যানভাস এই বাংলা। আজ পর্যন্ত কোনওদিনই ভোটের ইস্যু সরাসরি হিন্দু-মুসলমান হয়নি। জাতপাতের মতো আইডেন্টিটি পলিটিক্স নিয়েও কোনও উচ্চকিত প্রচার হয়নি অতীতের নির্বাচনে। অন্য প্রদেশের তুলনায় প্রায় একটি দ্বীপের মতোই এতকাল রাজনীতি করে এসেছে বাংলা। নিজেদের মতো করে।
কিন্তু ২০২১ সালে সম্পূর্ণ বদলে যাচ্ছে ভোটের আবহ। মতুয়া, রাজবংশী, হিন্দু, মুসলমান, নমঃশূদ্র, উচ্চবর্ণ, উদ্বাস্তু, ভূমিপুত্র, বাঙালি, অবাঙালি ইত্যাদি প্রচার অনেক বেশি করে সামনে এসেছে এবার। এগুলো কি ভোটের ইস্যু? মনে হয় না। এগুলি আসলে এক সূক্ষ্ম এক্সপেরিমেন্ট। যদি এই পরীক্ষা নিরীক্ষাগুলি এবার ভোটে জয়ী হয়ে যায়, তাহলে অবশ্যই আগামীদিনে বাংলার রাজনীতির চরিত্র বদলে যাবে আমূল। ভারতের অন্য অংশের সঙ্গে পলিটিক্যাল ইস্যুর দিক থেকে বাংলা আর পৃথক থাকবে না। অনেকটাই সর্বভারতীয় রাজনীতির চেনা সিলেবাসের মধ্যেই ঢুকে পড়বে বাংলা। সর্বভারতীয় ভোটার ও রাজনৈতিক দল স্বস্তির শ্বাস ফেলে অবশেষে বলতে পারবে, যাক, বাংলা আর বাঙালি আলাদাভাবে চিন্তা করে না। ওরাও আমাদের মতো করেই ভাবে, ভোট দেয়, আলোচনা করে। ধর্ম ও সংস্কৃতি পালন করে। ভোটে জয়টা বড় কথা নয়, একটি বিশেষ জাতিকে বৃহত্তর এক কালচারাল হেজিমনিতে অন্তর্ভুক্ত করে ফেলতে পারাই সবথেকে বড় সাফল্য।
আগামী ২ মে এই এক্সপেরিমেন্টগুলো কি জয়ী হবে? নাকি ব্যর্থ হবে? এটাই পরীক্ষা এবার বাঙালির কাছে!