পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
কলকাতার তপসিয়ার খুলে গেল ড্রিম হাউস গ্যালেরিয়া। ডেকোরেটিভ ও ডিজাইন প্রোডাক্টের এই ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দয়ানন্দ শেঠি (দয়া)। ঘরবাড়ি সাজানো ও যে কোনও অফিসের অন্দর ও বাহির সাজের যাবতীয় খুঁটিনাটি জিনিস মিলবে ৩০০০ স্কোয়্যার ফিটের এই স্টোরে। প্লাইউড, ল্যামিনেশন, অ্যাক্রিলিক সহ সবই মিলবে এখানে। জিনিসের মান ও গ্রাহকের মন এই দুই বজায় রাখাই ড্রিম হাউস গ্যালেরিয়ার অন্যতম উদ্দেশ্য বলে জানান সংস্থার এমডি সুরেন সরফ ও প্রিয়াঙ্কা সরফ। মধ্যবিত্তের পকেটফ্রেন্ডলি বাজেটেও জিনিস মিলবে এখানে। ঠিকানা: ৮৬এ, তপসিয়া রোড, রুম নম্বর ১০২, কলকাতা ৭০০০৪৬ (ওজাস ব্যাঙ্কোয়েটের কাছে)।
মালাবার গোল্ড নিলে এল নুওয়া কালেকশন
হীরের গয়নার নতুন কালেকশন ‘নুওয়া’ প্রকাশ্যে আনল মাধ্যমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সম্প্রতি দুবাইয়ে একটি জমকালো ফ্যাশন শো আয়োজন করে এই সংস্থা। সেখানেই সর্বসমক্ষে আনা হল এই কালেকশন। বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের মাধ্যমে বিশ্ব চিনল ‘নুওয়া’-কে। প্রকৃতির বুকে পাওয়া নানা নকশা, তরঙ্গ, গঠন ও ভাঁজ যেন ধরা দিয়েছে এই কালেকশনে। নারীরা যেমন জীবনের সব ওঠাপড়ায় দৃঢ় থাকেন, মেরুদণ্ড সোজা রেখে ঘুরে দাঁড়ান বিপদসঙ্কুল জীবনপাথারে, এই গয়নাও যেন তেমন আত্মবিশ্বাসী নারীর জন্যই প্রস্তুত। সংস্থার দাবি, এই কালেকশনে হীরের প্রতিটি অংশকে যত্ন সহকারে কারুকাজ করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাছা হয়েছে নকশা। পরীক্ষিত এবং সার্টিফায়েড হীরে কিনতে মালাবার গ্রাহকদের অন্যতম পছন্দ। এছাড়া এখানে পাবেন ১০০ শতাংশ এক্সচেঞ্জ মূল্য ও নিশ্চিত বাইব্যাক। কলকাতার ক্যামাক স্ট্রিট ও কাঁকুড়গাছি স্টোরে মিলবে এই কালেকশন।