পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
রথযাত্রার বিশেষ অফার নিয়ে এল শ্যামসুন্দর অ্যান্ড কোং জুয়েলার্স। রথের দিনই জন্মদিন এই সংস্থার। তাই অফারে রয়েছে নানা আকর্ষণ। প্রতি গ্রাম সোনার গয়নায় পাবেন ৩৭৫ টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে পাবেন ১০০ শতাংশ ছাড়। গ্রহরত্নের দামে পাবেন ১৫ শতাংশ ছাড়। এছাড়া প্রত্যেক ক্রেতা পাবেন পুরীর জগন্নাথ মন্দিরের আশীর্বাদধন্য প্রসাদ। সম্প্রতি এদের সোনা ও হীরের গয়নার কালেকশনটি উদ্বোধন করেন অভিনেতা জিতু কমল। তিনি বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত । এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকাজ আমার খুব পছন্দ হয়েছে।’ এই অফার চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। ত্রিপুরার (আগরতলা এবং উদয়পুর) এবং কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এই অফার চালু থাকবে। এই প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘আজ থেকে ৬৪ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’ সংস্থার আর এক ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘রথযাত্রার দিনই প্রতিষ্ঠা দিবস হওয়ায় আমাদের সব গ্রাহক-বন্ধুদের জন্য বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী অফার থাকছে। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ।’
রথের অফারে অঞ্জলি জুয়েলার্স
গয়নার বিপণনে অঞ্জলি জুয়েলার্স অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান। প্রতি বছরই বিশেষ কিছু উৎসব-অনুষ্ঠানে এই সংস্থা গ্রাহকদের নানা অফার দেয়।রথযাত্রার পুণ্যতিথিতেও বিশেষ অফার নিয়ে এল এই সংস্থা। অফারটি চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। এই অফারে প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাবেন ২০০ টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন রুপোর গয়নায়। ২০ শতাংশ ছাড় পাবেন কস্টিউম জুয়েলারিতে। গ্রহরত্নে মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়া লাকি ড্র-এর মাধ্যমে পুরী ও মায়াপুরে বিনামূল্যে থাকা ও খাওয়ার কুপন পাবেন ভাগ্যবান গ্রাহকরা। সঙ্গে থাকছে প্রতিদিন ৫০০ গিফট ভাউচার জেতার সুযোগ। সম্প্রতি কাটোয়ায় খোলা নতুন শোরুম-সহ সবক’টি শোরুমেই এই অফার প্রযোজ্য। সংস্থার আশা, এই নতুন অফার গ্রাহকদের অলঙ্কার কেনায় উৎসাহিত করবে।
আর চৌধুরী অ্যান্ড সন্স-এর অফার
আর চৌধুরী অ্যান্ড সন্স নিয়ে এল রথযাত্রা অফার। বি বি গাঙ্গুলি স্ট্রিটের এই শোরুম অভিজাত ও প্রাচীন। সাবেক সোনার নকশা থেকে আধুনিক গয়নার নকশা— সবই পাবেন এই প্রতিষ্ঠানে। রথের মরশুমে শুরু হয়েছে অফার। চলবে ১৩ জুলাই পর্যন্ত। আগামিকাল, ৭ জুলাই দোকান খোলা থাকবে। এই সময় কেনাকাটা করলে হীরের দামের উপর পাবেন ১০ শতাংশ ছাড়। যে কোনও হলমার্কযুক্ত পুরনো গয়নার দামে ১০০ শতাংশ এক্সচেঞ্জ অফার থাকছে। ২২ ক্যারেটের হলমার্কযুক্ত সোনার গয়নায় পাবেন ৪০০ টাকা ছাড়। প্রতিষ্ঠানের কর্ণধার অপর্ণা চৌধুরী ও শ্রীপর্ণা চৌধুরী জানান, ‘সম্প্রতি মূল বিপণির (৯১/৪, বি. বি গাঙ্গুলি স্ট্রিট) দ্বিতলে একটি নতুন শোরুম শুরু করেছে আর চৌধুরী অ্যান্ড সন্স। আরও বড় পরিসরে গ্রাহকরা কেনাকাটা ও গয়না বাছাই করতে পারবেন।’
আইটিসি-র স্টোরি দেবসম রিসর্ট
কলকাতার বুকে খুলে গেল আইটিসি হোটেলস-এর ‘স্টোরি দেবসম রিসর্ট অ্যান্ড স্পা’! ৩ একর এলাকা জুড়ে তৈরি এই রিসর্ট বেড়ানো, অবসরযাপন ও পারিবারিক ছুটি কাটানোর অন্যতম সেরা জায়গা হতে চলেছে বলে দাবি সংস্থার। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে সাউথ সিটি রিট্রিট ডিস্ট্রিক্টে এই বিলাসবহুল রিসর্টটি অবস্থিত। শহুরে জীবন থেকে সরে অফুরন্ত অক্সিজেন ও প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চাইলে এই রিসর্টই হতে পারে আপনার অন্যতম সেরা বাছাই। এই প্রসঙ্গে আইটিসি হোটেলস-এর চিফ এগজিকিউটিভ অনিল চাড্ডা জানিয়েছেন, ‘কলকাতায় দেবসম স্পা অ্যান্ড রিসর্ট খোলায় পূর্ব ভারতের মানুষদের আতিথেয়তা করার সুযোগ এবার মিলল।’ সাউথ সিটি গ্রুপের ডিরেক্টর রবি তোডিও এই রিসর্ট নিয়ে আশাবাদী। তাঁর মতে, কলকাতার কাছেই এমন প্রকৃতির স্বাদ, অভিজাত বসবাস ও বিভিন্ন স্বাদু ক্যুইজিনের সমাহার মিলবে এখানে। রয়েছে ১২টি থেরাপি রুম, বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত যোগশালা, প্রকৃতির ছোঁয়ায় স্পা সেন্টার, রেস্তরাঁ সহ নানা সুইট, ডিলাক্স ও লাক্সারি ঘরে সেজেছে এই রিসর্ট। ‘কেটলি অ্যান্ড কাহানি’ নামের এক ক্যাফেও পাবেন এখানে।
সাফোলা নিয়ে এল নতুন তিন মুসলি
মারিকো লিমিটেডের ব্র্যান্ড সাফোলা তিনটি ভিন্ন মুসলি বাজারজাত করল। ব্রেকফাস্টের পাতে স্বাস্থ্যকর খাওয়ার চল রয়েছে বহু পরিবারেই। ওটস, মুসলি এসব কাবারে ডায়েটিশিয়ানরাও আস্থা রাখতে বলেন। তাই মুসলি জাতীয় খাবারে আগ্রহ বাড়ছে দিনকে দিন। সে কথা মাথায় রেখেই কেশর ক্রাঞ্চ, বেরি ক্রাঞ্চ ও চকো ক্রাঞ্চ— এই তিন ফ্লেভারে মুসলি আনল সাফোলা। নানা ধরনের ফল, বাদাম, বীজ, মাল্টিগ্রেন ও বাজরার মিশ্রণে তৈরি এই মুসলিগুলি পুষ্টির চাহিদা মেটাবে বলেও দাবি সংস্থার। এই প্রসঙ্গে ইন্ডিয়া অ্যান্ড ফুডস বিজনেস (মারিকো লিমিটেড)-এর চিফ অপারেটিং অফিসার বৈষ্ণব ভাঞ্চওয়াত জানান, ‘সাফোলার ওটস যেমন সকালের জলখাবারে অন্যতম সেরা পছন্দ হয়ে উঠতে পেরেছে, তেমনই এই মুসলিও নবীন প্রজন্ম ও স্বাস্থ্যের খেয়াল রাখেন এমন গ্রাহকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠবে। কেশরের গন্ধ, বেরির গুণ ও চকোলেটের স্বাদযুক্ত এই মুসলি ফ্লেভার নিয়ে আমরা আশাবাদী।’
উত্তরায়ন-এর রথযাত্রা মেলা
যে কোনও অনুষ্ঠানে, পার্বণে জিনিস কেনা, ঘর সাজানো বা উপহার দেওয়া বাঙালির বহু প্রাচীন রীতি। আর তাই এই ধরনের পার্বণ ঘিরে মেলা বা প্রদর্শনীর আয়োজন নতুন কিছু নয়। আগামিকাল রথযাত্রা। রথ ও উল্টো রথকে কেন্দ্র করে ১২ এবং ১৩ জুলাই দু’দিন ব্যাপী ‘রথযাত্রা মেলা’র আয়োজন করা হয়েছে উত্তরায়ন সল্টলেক শাখায়। মেলায় যেসব জিনিস বিক্রি করা হবে তার সবই উত্তরায়ন স্কুলের মানসিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে তৈরি। এই স্কুলের দু’টি শাখা আছে, একটি আরামবাগে এবং অন্যটি সল্টলেকে অবস্থিত। মেলায় এই দু’টি স্কুলের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করবে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মশলা গুঁড়ো, মাদুর, গ্রিটিংস কার্ড, টেবিল ক্লথ, ওয়াল হ্যাঙ্গিং, ব্যাগ ইত্যাদি বানাতে শেখানো হয়। সেই ধরনের জিনিসই পাওয়া যাবে মেলায়। মেলার ঠিকানা: ২২০, এ ই ব্লক, সল্ট লেক, সেক্টর ১।
রং মিলাপ বুটিকে পুজোর শাড়ি
শহুরে সংস্কৃতির চাহিদা আর গ্রামীণ শিল্পকলার উৎকর্ষের নিখুঁত বুননের সঙ্গে ডিজাইনার শ্রীময়ী সরকার ও শ্রীপর্ণা সরকারের মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি হয়েছে সল্টলেকের রং মিলাপ বুটিকের এক একটি শাড়ি। পিওর হ্যান্ডওভেন ফ্যাব্রিকে বিষ্ণুপুরের ৫০টি লুমে তৈরি হয়েছে এসব শাড়ি। সম্প্রতি পুজোর কালেকশন উদ্বোধনে অভিনেত্রী পায়েল সরকার উপস্থিত ছিলেন এই বুটিকে। সেজেছিলেন নীলাম্বরী শাড়িতে। দুই মডেল স্নেহা ধর এবং জেসমিন রায়ও ছিলেন এই অনুষ্ঠানে।