বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে ইমামি লিমিটেড ‘বোরোপ্লাস দুধ কেশর বডি লোশন’ নামে একটি নতুন প্রোডাক্ট বাজারে এনেছে। এটি বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি। এর মধ্যে প্রধান দুটি উপাদান হল দুধ ও কেশর। সংস্থার মতে, বোরোপ্লাস দুধ কেশর বডি লোশন একশো শতাংশ আয়ুর্বেদিক ও অ্যান্টিসেপটিক। ত্বককে চব্বিশ ঘণ্টা আর্দ্র ও কোমল রাখবে। যেকোনও ধরনের ত্বকে এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, বোরোপ্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বোরোপ্লাস দুধ কেশর বডি লোশনের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। প্রোডাক্টটি ২০ এম এল, ৪০ এম এল, ৩০০এম এল এবং ৫০০এম এল-এর প্যাকে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ১০টাকা, ৪০ টাকা, ৮৫টাকা, ২৩০ টাকা এবং ২৮০ টাকা।
পিঠেপুলি উৎসব
প্রতিবারের মতো এবারও মানিকপুর স্বামী বিবেকানন্দ সোশাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বিবেকানন্দ উৎসব ও পিঠেপুলি মেলা ২০১৯’-এর আয়োজন করেছে। আজ বিকেলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য ড. সুগত বসু। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সদস্য শুভাশিস চক্রবর্তী, বিধায়ক জীবন মুখোপাধ্যায়, রাজপুর-সোনারপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মানিকপুর স্বামী বিবেকানন্দ সোশাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সোমেন মোহন ঘোষাল প্রমুখ। মেলার বিশেষ আকর্ষণ প্রায় শতাধিক গ্রামের মহিলা বিভিন্ন স্বাদের জিভে জল আনা পিঠেপুলি তৈরি করবেন মেলায়। আজ থেকে সেই সব লোভনীয় স্বাদের পিঠেপুলি স্টলেও পাওয়া যাবে। উৎসব ও মেলা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। খোলা থাকবে বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা।
কলকাতা পৌষ উৎসব
রবীন্দ্র তীর্থ প্রাঙ্গণে হয়ে গেল জমজমাট পৌষ উৎসব। উৎসবটি হয়েছিল গত ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এটি আয়োজন করেছিল লিংক আপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে হিডকো, ডাবলু বি এস আর এল এম এবং রবীন্দ্র তীর্থ। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প প্রদর্শনী ছাড়াও শীতের খাবারের বিপুল আয়োজন ছিল। তবে শুধু হস্তশিল্প প্রদর্শনী বা খাবারের স্টল নয়, বিভিন্ন দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এরমধ্যে উল্লেখযোগ্য হল, রেজওয়ানা চৌধুরী বন্যার গান, ড. অলকানন্দা রায়ে বাল্মীকি প্রতিভা প্রভৃতি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক দাস বাউল, স্বপন বসু, সৌমিত্র চট্টোপাধ্যায়, ড. অমিতা দত্ত, শ্রীজাত, রুদ্রনীল প্রমুখ।
ডলারের উইন্টার কালেকশন
সম্প্রতি ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থার্মাল রেঞ্জ নামে উইন্টার কালেকশন নিয়ে এসেছে। এই রেঞ্জে চার ধরনের পোশাক পাওয়া যাবে— ডলার আলট্রা থার্মাল, ডলার আলট্রা প্রিমিয়াম, ডলার উইন্টার কেয়ার এবং ডলার উইন্টার কেয়ার এস্টিম। ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিনোদকুমার গুপ্তা বলেন, উইন্টার কালেকশনের প্রতিটি প্রোডাক্ট বেশ স্টাইলিশ, ট্রেন্ডি ও কালারফুল। আরামদায়ক এই পোশাকগুলি শীতকালে পরার জন্য আদর্শ। ভি নেক ও রাউন্ড নেক এবং হাফ স্লিভ ও ফুল স্লিভ দু’ ধরনের স্টাইলে পাওয়া যাবে। মহিলা ও পুরুষদের জন্য এই রেঞ্জের দাম পড়বে ১২০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে। উল্লেখ্য, সংস্থাটি ডলার থার্মাল ও উন্টারকেয়ার প্রোডাক্ট কেনাকাটায় আকর্ষণীয় অফারও দিচ্ছে। রিটেল স্টোর ও শপিং পোর্টালে পাওয়া যাচ্ছে।
পানসারির ব্লেন্ডেড মশলা
গোটা ও গুঁড়ো মশলার পর পানসারি গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবার নিয়ে এসেছে সব ধরনের ব্লেন্ডেড মশলার সম্ভার। এদের ব্লেন্ডেড মশলায় পাওয়া যাবে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, চিকেন মশলা, মিট মশলা, তড়কা মশলা, ছোলে মশলা, চাট মশলা, শাহি বিরিয়ানি মশলা, আলুরদম মশলা, সম্বর মশলা প্রভৃতি। সবই ৫০ গ্রামের প্যাকেট। দাম ৩০টাকা থেকে ৫০ টাকার মধ্যে। সর্বত্র পাওয়া যাচ্ছে।
ট্রেড ফেয়ারে মোতি
সম্প্রতি হয়ে গেল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০১৮। সায়েন্স সিটিতে এই ট্রেড ফেয়ার হয়েছিল ৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এখানে বিভিন্ন সংস্থার কয়েকশো স্টল ছিল। এতে অংশ নিয়েছিল মোতি কনফেকশনারিও। এদের এই স্টল ক্রেতাদের জন্য সাজানো ছিল হরেকরকম লোভনীয় খাবার। বাটার ফ্রুট কেক, রিচ ফ্রুট কেক, ফ্রুট কেক, বাটার আমান্ড কেক, বাটার প্লেন কেক, লাইট ফ্রুট স্লাইস কেক, এগলেস বাটার ফ্রুট কেক, কাজু বরফি, লাড্ডু, শোনপাপড়ি, ব্রেড, বিস্কুট, চানাচুর, মিষ্টি আরও অনেক কিছু ছিল।
স্নেহাশিস সাউ