Bartaman Patrika
আমরা মেয়েরা
 

মেয়েদের লাঠমার হোলি 

বৃন্দাবনে দোল খেলা চলে এক সপ্তাহ জুড়ে। বিভিন্ন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহিলারাই থাকেন মুখ্য ভূমিকায়। নারীপ্রধান সেই ফাগ উৎসবের বর্ণনায় কমলিনী চক্রবর্তী।

‘রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে/ রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে...।’
হ্যাঁ, প্রকৃতির রূপেই বসন্তের আগমনবার্তা স্পষ্ট। আর প্রকৃতির সেই রং মিশেছে আমাদের হৃদয়ে। তাই হৃদকমলে রং লেগেছে, বেজে উঠেছে দোলের সুর। আজ বরং ঘুরে আসি শ্রীকৃষ্ণের বৃন্দাবন থেকে। যেখানে রঙের নেশায় মাতাল কৃষ্ণের মন ব্যাকুল হতো তাঁর রাধারানির জন্য। আর রাধারানি? তিনি কী করতেন তখন? চিরসখার ডাকে সাড়া তো দিতেনই, ঩কিন্তু তাঁর সঙ্গেও থাকত লীলাখেলার নানা আয়োজন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আর রাধারানির চালু করা সেই রীতি আজও প্রচলিত।
বৃন্দাবনের দোল বিষয়ে কথা হল উত্তরপ্রদেশের বারসানার রাধারানি মন্দিরের অন্যতম সেবায়েত বিহারী গোস্বামীর সঙ্গে। বললেন, তাঁদের রাজ্যে হোলির আনন্দ শুরু হয় দোলের অনেক আগে থেকেই। মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন ধরে চলে এই উৎসব। শ্রীকৃষ্ণের রং খেলার ইতিহাস মেনেই সেখানে এখনও রঙের উৎসব আয়োজিত হয়। আর এই উৎসবে মহিলারাই মুখ্য ভূমিকা পালন করেন।
বৃন্দাবনের দু’টি গ্রাম বারসানা আর নন্দগাঁও। বারসানায় শ্রীরাধিকার নিবাস ছিল আর নন্দগাঁওয়ে থাকতেন শ্রীকৃষ্ণ। দোলের ঠিক আগেই নন্দগাঁও থেকে বিনা নিমন্ত্রণে শ্রীকৃষ্ণ সবান্ধব হাজির হন বারসানায়। উদ্দেশ্য, প্রিয় রাধারানিকে দোলের রঙে রাঙিয়ে তোলা। তাঁর অভিপ্রায়ের কথা আগে থেকেই টের পেয়ে যান রাধারানি। তাই তিনিও ফন্দি আঁটলেন সখীদের নিয়ে। শ্রীকৃষ্ণ যেই না রং মাখাতে যাবেন অমনি লাঠি দিয়ে তুমুল প্রহার চালানো হল তাঁর ওপর। সখারাও ছাড় পেলেন না। শ্রীরাধিকার সখীদের হাতে তাঁরাও লাঠির ঘা খেলেন। তাই বলে কি রঙের নেশায় খামতি রইল কিছু? মোটেও না, মার খেয়ে চলে যাওয়ার পাত্র নাকি শ্রীকৃষ্ণ! তাই মারের ফাঁকে ফাঁকেই তিনি রঙের ফোয়ারায় ভেজালেন রাধারানিকে। মন ভিজল তাঁর। দোলের রঙে রঙিন হল শ্রীরাধিকার পরাণও। আর সেই রঙের নেশায় মেতে উঠল গোটা গ্রাম। বিহারী গোস্বামী জানালেন, আজও এই রীতি সমানে চলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু রেওয়াজ। এখানে উৎসবের সূত্রপাত হয় লাড্ডু হোলি দিয়ে।
দোলে শুধু রঙের বর্ষণ হয় না, তার আগে মিষ্টির বর্ষণও হয় বারসানা গ্রামে। কেমন সেই রেওয়াজ? বিহারী গোস্বামী বললেন, ‘প্রতি বছর দোলের ঠিক এক সপ্তাহ আগে বারসানা গ্রামের মহিলারা যান নন্দগাঁও। হাতে তাঁদের নেমন্তন্নের চিঠি। নন্দগাঁওয়ের প্রতিটি ঘরে পুরুষদের দোল খেলার আমন্ত্রণ জানিয়ে আসেন তাঁরা। সেই আমন্ত্রণপত্র নন্দগাঁওয়ের পুরুষকুল গ্রহণ করলে নিজেদের গ্রামে ফিরে খুশির আনন্দে লাড্ডু হোলি পালন করেন বারসানা গ্রামের মহিলারা।’ প্রতি বছরের মতোই এবছরও লাড্ডু হোলির জন্য রাধারানি মন্দিরে দশ কুইন্টাল লাড্ডু এনেছিলেন ভক্তরা। সেই লাড্ডু ভেঙে একে ওপরকে মাখিয়ে ও খাইয়ে পালিত হয়েছে লাড্ডু হোলি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় তো এবছরটা আলাদা, তাই না? কোভিড সংক্রমণের ভয়ও তো রয়েছে। তবু তারই মধ্যে লাড্ডু হোলি উদ্‌যাপিত হল? প্রশ্ন শুনে অবাকই হলেন বিহারীজি। তাঁর মতে, ‘শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদ রয়েছে বারসানা গ্রামের লোকদের ওপর। রোগের ভয়ে থাকতে থাকতে আমাদের মনের আনন্দই উধাও হয়ে গিয়েছে। তাই এই লাড্ডু হোলি, লাঠমার হোলির মতো উৎসব আয়োজনের মাধ্যমেই মনে রঙের ছোঁয়া লাগাচ্ছেন গ্রামের মহিলা, পুরুষ ও কচিকাঁচার দল। তবে কোভিডের জন্য জরুরি সাবধানতাও নেওয়া হয়েছে।’
লাঠমার হোলি প্রসঙ্গে ফেরা যাক। এখন কেমনভাবে পালিত হয় এই উৎসব? মন্দিরের তরফে গোপিনী স্বরূপ সখী জানালেন, আমন্ত্রণে সাড়া দিয়ে দোলের ঠিক আগের দিন নন্দগাঁও থেকে ফুল, ফাগ আর আবির নিয়ে ছেলেরা আসেন বারসানায়। তারপর দোলের আগের সন্ধ্যায় বারসানার মেয়েদের গায়ে রং দিতে তাঁরা উপস্থিত হন হোলির মাঠে। কৃষ্ণকুঞ্জ সাজানো থাকে সেখানে। পাতা হয় ফুলের দোলনা। আর সেই কৃষ্ণকুঞ্জে, গাছের আড়ালে রঙিন লাঠি নিয়ে লুকিয়ে থাকেন বারসানা গ্রামের মেয়েরা। নন্দগাঁওয়ের ছেলেরা যেই না রং নিয়ে মেয়েদের দিকে ধেয়ে যান, অমনি তাঁদের আটকানোর জন্য লাঠির আক্রমণ শুরু হয়। এই প্রহারের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য নাকি নন্দগাঁওয়ের ছেলেরা এখন হাতে তৈরি ঢালও সঙ্গে রাখেন। গোপিনী স্বরূপ সখী বললেন, ‘লাঠি বানানো আর আমন্ত্রণপত্র তৈরির আয়োজন প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায়।’ আনন্দের এই একটা সপ্তাহের আশায় সারা বছর প্রতীক্ষা করেন তাঁরা। স্বরূপের কথায়, আগে গোটা বারসানা গ্রামই অংশগ্রহণ করত হোলি উৎসবে। এখন আর তা হয় না। এখন শুধুই মন্দির সংলগ্ন এলাকার গোস্বামী সম্প্রদায়ের মহিলা ও পুরুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই উৎসব। বাকি বারসানা গ্রামেও হোলি খেলা হয়, তবে তা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। রাধা-কৃষ্ণের ঐতিহাসিক উৎসবের নানাবিধ আয়োজনও সেখানে তেমনভাবে পালিত হয় না। তাই বলে রঙের আনন্দ মোটেও কম পড়ে না বারসানা গ্রামের অন্যত্র। সেখানেও হোলি খেলা হয় সাত দিন ধরে। তবে তা পুরোপুরি রং নির্ভর। অন্যান্য গতানুগতিক আয়োজন তাতে থাকে না।
শুধু দোল খেলাই নয়, বসন্ত উৎসবের প্রস্তুতিপর্বে মহিলাদের বিরাট ভূমিকার কথা জানালেন স্বরূপ। তাঁর কথায়, ‘দোল আমাদের জীবনে নতুন রঙের পরশ আনে। এমন উৎসবের প্রস্তুতি চলে মাস খানেক ধরেই। বাড়ি সাজানো হয়, ঘরের প্রতিটি আসবাবে নতুনত্ব আনা হয়। ঘরদোর রঙিন করে তোলা হয়। বাড়ির বাইরে আবির দিয়ে আলপনা আঁকা হয়। আর এইসব কাজ সম্পূর্ণভাবেই মহিলাদের হাতে থাকে। এমনকী, রং খেলার মাঠ সাজানোর দায়িত্বও গোপিনীদের। পালা করে একদল গোপিনী এই কাজ সামলান। দোলের আনন্দ যাতে সকলের মধ্যেই ছড়িয়ে যায়, সেই দিকেও মেয়েরাই নজর রাখেন।’
গতানুগতিকতা আর ঐতিহ্যের প্রসঙ্গ টেনে স্বরূপ আরও জানালেন, দোল উৎসবের রীতিনীতি অল্পবিস্তর বদলানো হয়েছে। গোঁড়ামি থেকে বেরিয়ে সমাজ যে এই পরিবর্তনগুলো মেনে নিয়েছে এটাই আশার কথা। শুধু কুমারী বা সধবারাই নন, বিধবারাও এখন অংশগ্রহণ করেন দোলে। তাঁদের জন্য এখন দোলের শেষ দিনটি রাখা হয়। ওইদিন বিধবারা আশ্রম জীবন থেকে বেরিয়ে এসে দোলের রঙিন ছোঁয়ায় রাঙিয়ে তোলেন নিজেদের। তাঁদের মনেও তখন আনন্দের বহতা ধারা। আনন্দ উৎসবে শামিল হয়ে সকলের সঙ্গে তাঁদের মরমেও ফাগুনে রঙের পরশ লাগে। ওই একটা দিন বসন্ত হাওয়ায় গা ভাসিয়ে তাঁরাও হয়ে ওঠেন মনেপ্রাণে রঙিন।  
‘আমি যখন এক পায়ে
নেচেছি, তুইও পারবি’ 

আঠারো ছোঁয়ার আগেই ক্যান্সারে বাদ গিয়েছে একটা পা। যন্ত্রণা কুরে খেয়েছে, তবু মেয়ে হার মানেনি। এক পায়ে নেচে অঞ্জলি রায় দেখিয়ে দিয়েছে বেঁচে থাকা এখনও সুন্দর। লিখেছেন অন্বেষা দত্ত। 
বিশদ

এখন মেয়েরা

অনেকটা নিজের তাগিদেই কাজটা শুরু করেছিলেন সুনীতা কৃষ্ণন। ক্রমশ কাজের পরিধি বাড়িয়ে তিনি এখন অনেক মহিলার আশ্রয় হয়ে উঠেছেন। তাঁর কর্মকাণ্ডের নাম ‘প্রজ্বলা’ অর্থাৎ যে আলো কখনও নেভে না। শত বাধা এলেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সুনীতা। বিশদ

20th  March, 2021
গাড়িতে বিশ্বভ্রমণ
চিকিৎসক দেবাঞ্জলির

এ বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন চন্দননগরের দেবাঞ্জলি রায়। তাই সামাজিক কিছু বার্তা সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বসে পড়েন গাড়ির স্টিয়ারিংয়ে। চষে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। প্রত্যন্ত মানস সরোবরও বাদ যায় না! সফরের খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

20th  March, 2021
টেবিল কাঁপানো  মেয়ে

টেবিলে তাঁর সুনাম শ্যেনদৃষ্টির জন্য। দৌড়ঝাঁপ নয়, বিপক্ষকে বিপাকে ফেলতে নিজের টেকনিক আর স্কিলকেই কাজে লাগাতেন। তিনি বাংলা টেবিল টেনিসের অন্যতম অহংকার মৌমা দাস। সদ্য পদ্মশ্রী খেতাব মিলেছে। পছন্দ-অপছন্দ ও খেলোয়াড় জীবনের নানা কথা মৌমা ভাগ করে নিলেন ‘চতুষ্পর্ণী’-র সঙ্গে। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

13th  March, 2021
প্রথম বাঙালি মহিলা টানেল
ইঞ্জিনিয়ার অ্যানি সিংহ রায়

সেটা ছিল ২০০৭ সাল। দিল্লি শহরের এক অঞ্চলে মেট্রোর জন্য সুরঙ্গ খোঁড়া হবে। শ্রমিক আর ইঞ্জিনিয়ার মিলিয়ে তা প্রায় একশোজনের সমাবেশ হয়েছে সেখানে। তারই মধ্যে একজনকে দেখে রীতিমতো চমক লেগেছিল সুরঙ্গকর্মীদের। কারণ সুরঙ্গ খোঁড়ার কাজে নিযুক্ত সেই ইঞ্জিনিয়ার ছিলেন মহিলা। তিনি অ্যানি সিংহ রায়। বিশদ

13th  March, 2021
পুলিশবাহিনীর উচ্চপদে মনিকা ভরদ্বাজ

দেশের সর্বোচ্চ পুলিশ সার্ভিসে যে মহিলার নাম সবচেয়ে জনপ্রিয় তিনি অবশ্যই কিরণ বেদী। মেয়েরা সেখানেই থেমে নেই। কিরণ বেদীর পদাঙ্ক অনুসরণ করে মনিকা ভরদ্বাজ দ্বিতীয় মহিলা, যিনি ডেপুটি কমিশনার অব পুলিশ পদে উত্তীর্ণ হয়েছেন। হরিয়ানার এই কন্যাটি ছোট থেকেই পুলিশি আবহাওয়ায় বড় হয়ে উঠেছেন। বিশদ

13th  March, 2021
ছাত্রীদের যাতায়াতের
সুবিধার জন্য পিঙ্ক ভ্যান

কন্যাসন্তানের গুরুত্ব ক্রমশ উপলব্ধি করছে আমাদের সমাজ। বিশ্বের সব দেশের মতোই আমাদের দেশেও এখন প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালিত হয়। আর এই বছর সেই দিনে নতুন ধরনের পদক্ষেপ করতে চলেছে কাশ্মীরের সরকার। বিশদ

13th  March, 2021
এত উন্নতি তবু কেন বৈষম্য?

পরাধীনতার বাঁধ ভেঙে নারীরা ক্রমশ এগচ্ছেন ক্ষমতায়নের পথে। নারী দিবসের প্রাক্কালে মেয়েদের এই দীর্ঘ পথচলা ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরলেন
কমলিনী চক্রবর্তী। 
বিশদ

06th  March, 2021
মুক্তির খোঁজে সম্বল নাচ  

পুরুষতান্ত্রিক সমাজের দমনপীড়ন ঠেলে কীভাবে এগোবেন মেয়েরা? নারীর সেই লড়াইয়ের কাহিনি প্রতিফলিত হবে একঝাঁক তরুণ-তরুণীর নৃত্যভঙ্গিমায়।  
বিশদ

06th  March, 2021
স্বাবলম্বী হওয়ার পথে মেয়েরা 

নারীর ক্ষমতায়ন না হলে দেশের উন্নতি হয় না। এই উপলব্ধি হয়েছে আজকের সমাজের একাংশের। আর সেই কারণেই নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে এগচ্ছে আমাদের সমাজ। দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগের কথায় এই প্রতিবেদন। 
বিশদ

06th  March, 2021
ব্যবসার পথে অগ্রণী মেয়েরা 

স্বাধীনচেতা নারী এখন চাকরি ছেড়ে ব্যবসার পথ ধরেছেন। কীভাবে? রইল তারই খবর।  
বিশদ

27th  February, 2021
এখন মেয়েরা 

গত সপ্তাহেই মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে নাসা-র পারসিভিয়ারেন্স রোভার। এই অভিযানের সাফল্যের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড.স্বাতী মোহন। কর্নেল ইউনিভার্সিটির এই স্নাতক রোভার ল্যান্ডিং অভিযানের অপারশেন লিড ছিলেন। 
বিশদ

27th  February, 2021
ঘরকন্নার টুকিটাকি 

ঘরোয়া নানা সমস্যায় পড়তে হয় গিন্নিদের। সব সমস্যায় হয়তো বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সময় পান না তাঁরা। বাড়ির গিন্নিদের জন্য সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে শুরু হল নতুন বিভাগ ঘরকন্নার টুকিটাকি। বাড়ির মুশকিল আসান এবার আপনার হাতের নাগালে।  বিশদ

27th  February, 2021
ভিন্ন ধারার উদ্যোগ
চারণ ফাউন্ডেশনের 

গানের পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ধারার কাজ করার তাগিদ থেকে ‘চারণ ফাউন্ডেশন’ তৈরি করলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। প্রথম উদ্যোগ অচেনা শান্তিনিকেতনকে চেনার। গত ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতনে তিনি আয়োজন করেছিলেন আলপনা আঁকার কর্মশালা। আমাদের সংস্কৃতির সনাতন ধারা, আলপনাকে লোপামুদ্রা নতুন করে তুলে ধরতে চেয়েছেন।  
বিশদ

20th  February, 2021
একনজরে
নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার দেওয়াল লিখন, পতাকা, ফেস্টুন, ব্যানার। নির্বাচনের অনেক আগে থেকেই দলের কর্মীরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন। ছড়া, ছবি, দলীয় প্রতীকের পাশাপাশি ...

বড় জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ইংল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০তম স্থানে থাকা সান মারিনোকে পাঁচ গোলের মালা পরাল গ্যারেথ সাউথগেটের দল। ...

মর্মান্তিক পথ দুর্ঘটনায় কর্মরত অবস্থায় একইসঙ্গে মৃত্যু হল তিন সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন তাঁদেরই আরও ছয় সহকর্মী। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কালিয়াচক থানার জালালপুরে ৩৪ ...

বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM