Bartaman Patrika
আমরা মেয়েরা
 

গাড়িতে বিশ্বভ্রমণ
চিকিৎসক দেবাঞ্জলির

এ বিশ্বকে সকলের বাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন চন্দননগরের দেবাঞ্জলি রায়। তাই সামাজিক কিছু বার্তা সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বসে পড়েন গাড়ির স্টিয়ারিংয়ে। চষে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। প্রত্যন্ত মানস সরোবরও বাদ যায় না! সফরের খুঁটিনাটি জানাচ্ছেন মনীষা মুখোপাধ্যায়।

‘আগন্তুক’ ছবির মনমোহন মিত্রর ছিল পায়ের তলায় সর্ষে। আর এঁদের পায়ের তলায় চাকা। আক্ষরিক অর্থেই গাড়ির চারটে চাকায় ভর করে ইতিমধ্যেই ৩২টি দেশ ঘুরে ফেলেছেন চন্দননগরের দম্পতি দেবাঞ্জলি ও কৌশিক রায়। দেবাঞ্জলি পেশায় চিকিৎসক। কৌশিক শিল্পপতি। তবে পেশার বাইরে নেশাই এই দম্পতির বেঁচে থাকার আরশিনগর। বদ্ধ ঘর পেরিয়ে জগৎ দেখায় নেশায় বুঁদ দু’জনে। সঙ্গী তাঁদের ছোট দুই কন্যা। আগামী মে মাসে ১৮ দিন ধরে কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান— মধ্য এশিয়ার এই চারটি দেশ গাড়িতে ঘুরবেন তাঁরা। পথের হিসেবে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার। সহযোগিতায় অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। সেই ভ্রমণ সেরে এসে সেপ্টেম্বরেই ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ও রাশিয়ার পরিকল্পনা সেরে রেখেছেন।  শুধু তা-ই নয়, এর আগে ভারতীয় হিসেবে প্রথমবার গাড়ি নিয়ে গোটা মানস সরোবর ও তিব্বত ঘুরেছেন দেবাঞ্জলিরা। 
তবে স্রেফ দেশ বেড়ানোর তাগিদেই যে তাঁরা বিশ্বভ্রমণে যান তা কিন্তু নয়। দেবাঞ্জলির মতে, ‘যে কোনও কাজের সঙ্গে যদি কোনও সামাজিক বার্তা জুড়ে দেওয়া যায়, তাহলে তা অবশ্যই ভালো। ২০১৮ সালটি ছিল ‘পেন অ্যাওয়ারনেস ইয়ার’। তাই সে বছর আমরা ব্যথার চিকিৎসা সম্পর্কে প্রচারকেও আমাদের বেড়ানোর একটা  অংশ করে তুলি। ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য স্টাডি অব পেন’ অর্থাৎ আইএএসপি-র বার্তা নিয়ে আমরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ি। দীর্ঘ যাত্রায় শেখাই ব্যথা কমানোর মন্ত্র।’ 
দেবাঞ্জলির স্বামী কৌশিকের রয়েছে গাড়ির নেশা। স্টিয়ারিংই প্রথম প্রেম। তাই বউ যখন ব্যথা কমানোর মন্ত্রগুপ্তি শেখাচ্ছেন বিশ্ববাসীকে, তখন সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন কৌশিক। 
মানসিক অবসাদ বা ডিপ্রেশন যখন তখন কোপ বসাতে পারে নগরজীবনে। সেই ডিপ্রেশন থেকেই মনের মধ্যে গুঁড়ি মেরে ঢুকে পড়ে হিংসে, চারপাশের লোকজনের সাফল্য চোখ টাটায়। মনোবিদ অরিন্দম মুখোপাধ্যায়ের মতে, ‘এই সব সমস্যাই অনেকাংশে অবসাদের কারণ। এছাড়া চারপাশের বদ্ধ পরিবেশ ও রুটিন জীবনে অভ্যস্ত হতে হতে চোরাপথেও হানা দেয় অবসাদ। তাই বেড়াতে যাওয়াই এর একমাত্র প্রতিষেধক।’ 
দেবাঞ্জলিও মানেন তা। বললেন, ‘এর আগে গাড়ি নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরেছি। কৌশিককে গাড়ির নেশা ধরিয়েছিলেন আমার শ্বশুর চন্দ্রকান্ত রায়। আর আমাকে সে নেশা ধরিয়েছে কৌশিক। দেশ হোক বা বিদেশ, গোটা সড়কপথ আমরাই পালা করে স্টিয়ারিংয়ে বসি।’
কিন্তু এই এত দীর্ঘ সময় একটানা ড্রাইভিং, ভয় করে না? ক্লান্তিও তো আসে!
‘আমাদের গাড়িটা হল ইসুজু  ডি ম্যাক্স। মডেল ভি ক্রস। এগুলো ইউটিলিটি ভেহিকল। আমরা কিন্তু খুব কষ্ট করেই এই সফরগুলো করি। গাড়ির ডিকিতে প্রায় পুরো সংসার তুলে নিয়ে যেতে হয়। ফোল্ডিং চেয়ার, স্লিপিং ব্যাগ, আমার মেয়ে যখন ২০১৮-তে আমাদের সঙ্গে যায়, ওর তখন চার বছর বয়স। ওর জন্য পর্যাপ্ত শুকনো খাবার, ওর প্রয়োজনীয় জিনিস, আমাদের ন্যূনতম দরকারি জিনিস, ওষুধপত্র, মশলাপাতি সবই গাড়িতে নিতে হয়েছিল। তাই বাড়তি টেনশন একটা ছিলই। তবে আমি বা আমার স্বামী দু’জনেই গাড়ি চালাতে এত ভালোবাসি যে আলাদা করে ক্লান্তি আসে না। তবে খুব সাবধানী তো হতেই হয়। তাছাড়া অনেক জায়গাতেই সমুদ্র পেরনোর ব্যাপার থাকে। তখন গাড়িটাকে জাহাজে করে পারাপারের ব্যবস্থা করতে হয়। ওই দেশের প্রশাসন বা বিশেষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়। এগুলো নিয়েই গোটা সফর।’
২০১৮-র ভ্রমণ ছিল ছবির মতো সাজানো। ভারতের উত্তরপূর্বের সীমানা ধরে মণিপুর হয়ে প্রথমে মায়ানমার ও থাইল্যান্ড, তারপর লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান,  কাজাখস্তান। এরপর ওখান থেকে রাশিয়া হয়ে ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন ঘোরেন দেবাঞ্জলিরা। এরপর বাল্টিক সাগর পেরিয়ে পূর্ব ইউরোপের কিছু দেশ দেখেন তাঁরা। এই সফরেই চেকস্লোভাকিয়া, সুইডেন, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, গ্রিস ঘোরা শেষ করে তাঁরা পাড়ি জমান বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়ার দিকে। এরপর তুরস্ক, জর্জিয়া ও আজারবাইজান হয়ে ইরানে পৌঁছন তাঁরা। ইরান ঘুরে গাড়িটিকে জাহাজে ফেরত পাঠিয়ে নিজেরাও দেশে ফেরেন। এই লম্বা ভ্রমণে সময় লেগেছিল সাড়ে সাত মাস। 
দেশ-বিদেশের এই লম্বা সফরগুলোয় নানা অভিজ্ঞতা তো ঘটেই, সঙ্গে যোগ হয় স্মরণীয় কিছু মুহূর্তও। এই যেমন, পোল্যান্ডে পৌঁছে কার্ড বিপত্তিতে পড়েন এই দম্পতি। দেখা যায়, হোটেল তো দূর, পোল্যান্ডের কোনও ব্যাঙ্কেও তাঁদের কোনও কার্ড কাজ করছে না। একমাত্র সেখানকার একটি শপিং মলে তাঁদের একটিমাত্র কার্ড কাজ করছে। এদিকে হোটেল ভাড়া বাকি! তাহলে উপায়? সহযোগিতার হাত বাড়ালেন পোলিশ হোটেল মালিক, জানিয়ে দিলেন, ভাড়া লাগবে না। বরং শপিং মলটি থেকে ভাড়ার সমমূল্যের ডিটারজেন্ট কিনে দিলেই হবে। এমন নানা অভিজ্ঞতা সাজিয়ে বিদেশ ভ্রমণের একটি বইও লিখছেন দেবাঞ্জলি রায়।  
বেড়ানোর সুদীর্ঘ সময় মা-বাবার সঙ্গে সমান তালে সঙ্গত করে চলে সাত বছরের ছোট্ট দিয়াসিনি। গাড়ির ধকল সহ্য করে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে সে এই বয়সেই বেশ পটু। আসন্ন ভ্রমণে আবার তাদের দলে যোগ দেবে দিয়াসিনির ছোট বোন দেবর্ণী, যে কিনা মাত্র এক বছরের খুদে সদস্য!
মে মাসে যখন ব্যথা নিরসনের চিকিৎসা ও পথ সুরক্ষার বার্তা নিয়ে মধ্য এশিয়ার দেশগুলো চষে বেড়াবে দিয়াসিনি, তখন না হয় স্কুল ছুটি, কিন্তু সেপ্টেম্বরের বেলায় কী হবে? ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ও রাশিয়ায় পেন ম্যানেজমেন্ট নিয়ে প্রচারে যাওয়ার সময় যদি কোভিড পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে যায় দিয়াসিনির? মা দেবাঞ্জলির সাফ উত্তর, ‘স্কুল যদি খোলেও, তাহলে মাস দুইয়ের জন্য দিয়াসিনি আমাদের সঙ্গে রাশিয়া ও পৃথিবী বিখ্যাত ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে দেখবে। আমি নিজে একজন ডাক্তার। ওদের বাবাও লেখাপড়ায় ভালো ছিলেন। আমাদের কখনও মনে হয় না যে ক্লাস ওয়ানে কয়েক মাস স্কুল কামাই হলে ওর কেরিয়ারে বিরাট কোনও বাধা আসবে। আর সঙ্গে আমরা তো থাকছিই। ওর পড়াশোনার ভিত যাতে ওই দু’মাসে অবহেলিত না হয় তা আমরাই দেখব। দেশ দেখে ওর যে অভিজ্ঞতা হয়, তা ওর বয়সি ক’জনেরই বা হয়!’ দেবাঞ্জলির কর্মকাণ্ডে উৎসাহী হয়ে বেশ কয়েকজন মে মাসে তাঁদের সঙ্গে পাড়ি দেবেন মধ্য এশিয়ার দেশগুলোয়। সবাইকে নিয়েই পরবর্তী সফরের পথ চেয়ে চন্দননগরের রায় পরিবার। 

 
20th  March, 2021
‘আমি যখন এক পায়ে
নেচেছি, তুইও পারবি’ 

আঠারো ছোঁয়ার আগেই ক্যান্সারে বাদ গিয়েছে একটা পা। যন্ত্রণা কুরে খেয়েছে, তবু মেয়ে হার মানেনি। এক পায়ে নেচে অঞ্জলি রায় দেখিয়ে দিয়েছে বেঁচে থাকা এখনও সুন্দর। লিখেছেন অন্বেষা দত্ত। 
বিশদ

মেয়েদের লাঠমার হোলি 

বৃন্দাবনে দোল খেলা চলে এক সপ্তাহ জুড়ে। বিভিন্ন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহিলারাই থাকেন মুখ্য ভূমিকায়। নারীপ্রধান সেই ফাগ উৎসবের বর্ণনায় কমলিনী চক্রবর্তী।  
বিশদ

এখন মেয়েরা

অনেকটা নিজের তাগিদেই কাজটা শুরু করেছিলেন সুনীতা কৃষ্ণন। ক্রমশ কাজের পরিধি বাড়িয়ে তিনি এখন অনেক মহিলার আশ্রয় হয়ে উঠেছেন। তাঁর কর্মকাণ্ডের নাম ‘প্রজ্বলা’ অর্থাৎ যে আলো কখনও নেভে না। শত বাধা এলেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন সুনীতা। বিশদ

20th  March, 2021
টেবিল কাঁপানো  মেয়ে

টেবিলে তাঁর সুনাম শ্যেনদৃষ্টির জন্য। দৌড়ঝাঁপ নয়, বিপক্ষকে বিপাকে ফেলতে নিজের টেকনিক আর স্কিলকেই কাজে লাগাতেন। তিনি বাংলা টেবিল টেনিসের অন্যতম অহংকার মৌমা দাস। সদ্য পদ্মশ্রী খেতাব মিলেছে। পছন্দ-অপছন্দ ও খেলোয়াড় জীবনের নানা কথা মৌমা ভাগ করে নিলেন ‘চতুষ্পর্ণী’-র সঙ্গে। শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

13th  March, 2021
প্রথম বাঙালি মহিলা টানেল
ইঞ্জিনিয়ার অ্যানি সিংহ রায়

সেটা ছিল ২০০৭ সাল। দিল্লি শহরের এক অঞ্চলে মেট্রোর জন্য সুরঙ্গ খোঁড়া হবে। শ্রমিক আর ইঞ্জিনিয়ার মিলিয়ে তা প্রায় একশোজনের সমাবেশ হয়েছে সেখানে। তারই মধ্যে একজনকে দেখে রীতিমতো চমক লেগেছিল সুরঙ্গকর্মীদের। কারণ সুরঙ্গ খোঁড়ার কাজে নিযুক্ত সেই ইঞ্জিনিয়ার ছিলেন মহিলা। তিনি অ্যানি সিংহ রায়। বিশদ

13th  March, 2021
পুলিশবাহিনীর উচ্চপদে মনিকা ভরদ্বাজ

দেশের সর্বোচ্চ পুলিশ সার্ভিসে যে মহিলার নাম সবচেয়ে জনপ্রিয় তিনি অবশ্যই কিরণ বেদী। মেয়েরা সেখানেই থেমে নেই। কিরণ বেদীর পদাঙ্ক অনুসরণ করে মনিকা ভরদ্বাজ দ্বিতীয় মহিলা, যিনি ডেপুটি কমিশনার অব পুলিশ পদে উত্তীর্ণ হয়েছেন। হরিয়ানার এই কন্যাটি ছোট থেকেই পুলিশি আবহাওয়ায় বড় হয়ে উঠেছেন। বিশদ

13th  March, 2021
ছাত্রীদের যাতায়াতের
সুবিধার জন্য পিঙ্ক ভ্যান

কন্যাসন্তানের গুরুত্ব ক্রমশ উপলব্ধি করছে আমাদের সমাজ। বিশ্বের সব দেশের মতোই আমাদের দেশেও এখন প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালিত হয়। আর এই বছর সেই দিনে নতুন ধরনের পদক্ষেপ করতে চলেছে কাশ্মীরের সরকার। বিশদ

13th  March, 2021
এত উন্নতি তবু কেন বৈষম্য?

পরাধীনতার বাঁধ ভেঙে নারীরা ক্রমশ এগচ্ছেন ক্ষমতায়নের পথে। নারী দিবসের প্রাক্কালে মেয়েদের এই দীর্ঘ পথচলা ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরলেন
কমলিনী চক্রবর্তী। 
বিশদ

06th  March, 2021
মুক্তির খোঁজে সম্বল নাচ  

পুরুষতান্ত্রিক সমাজের দমনপীড়ন ঠেলে কীভাবে এগোবেন মেয়েরা? নারীর সেই লড়াইয়ের কাহিনি প্রতিফলিত হবে একঝাঁক তরুণ-তরুণীর নৃত্যভঙ্গিমায়।  
বিশদ

06th  March, 2021
স্বাবলম্বী হওয়ার পথে মেয়েরা 

নারীর ক্ষমতায়ন না হলে দেশের উন্নতি হয় না। এই উপলব্ধি হয়েছে আজকের সমাজের একাংশের। আর সেই কারণেই নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে এগচ্ছে আমাদের সমাজ। দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগের কথায় এই প্রতিবেদন। 
বিশদ

06th  March, 2021
ব্যবসার পথে অগ্রণী মেয়েরা 

স্বাধীনচেতা নারী এখন চাকরি ছেড়ে ব্যবসার পথ ধরেছেন। কীভাবে? রইল তারই খবর।  
বিশদ

27th  February, 2021
এখন মেয়েরা 

গত সপ্তাহেই মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে নাসা-র পারসিভিয়ারেন্স রোভার। এই অভিযানের সাফল্যের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড.স্বাতী মোহন। কর্নেল ইউনিভার্সিটির এই স্নাতক রোভার ল্যান্ডিং অভিযানের অপারশেন লিড ছিলেন। 
বিশদ

27th  February, 2021
ঘরকন্নার টুকিটাকি 

ঘরোয়া নানা সমস্যায় পড়তে হয় গিন্নিদের। সব সমস্যায় হয়তো বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার সময় পান না তাঁরা। বাড়ির গিন্নিদের জন্য সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে শুরু হল নতুন বিভাগ ঘরকন্নার টুকিটাকি। বাড়ির মুশকিল আসান এবার আপনার হাতের নাগালে।  বিশদ

27th  February, 2021
ভিন্ন ধারার উদ্যোগ
চারণ ফাউন্ডেশনের 

গানের পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ধারার কাজ করার তাগিদ থেকে ‘চারণ ফাউন্ডেশন’ তৈরি করলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। প্রথম উদ্যোগ অচেনা শান্তিনিকেতনকে চেনার। গত ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতনে তিনি আয়োজন করেছিলেন আলপনা আঁকার কর্মশালা। আমাদের সংস্কৃতির সনাতন ধারা, আলপনাকে লোপামুদ্রা নতুন করে তুলে ধরতে চেয়েছেন।  
বিশদ

20th  February, 2021
একনজরে
নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার দেওয়াল লিখন, পতাকা, ফেস্টুন, ব্যানার। নির্বাচনের অনেক আগে থেকেই দলের কর্মীরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন। ছড়া, ছবি, দলীয় প্রতীকের পাশাপাশি ...

মর্মান্তিক পথ দুর্ঘটনায় কর্মরত অবস্থায় একইসঙ্গে মৃত্যু হল তিন সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন তাঁদেরই আরও ছয় সহকর্মী। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কালিয়াচক থানার জালালপুরে ৩৪ ...

বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...

একদিকে স্লোগান উঠল, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা। অন্যদিকে উঠল, বিজেমুল ভোগে যাবে, লালে লাল বাংলা হবে। ব্যারিকেডের একপাশে সবুজ, অন্যপাশে লাল। শুক্রবার স্লোগানে মুখরিত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM