ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
কবে থেকে অভিনয় করার কথা ভাবলেন?
সেইভাবে কোনওদিন ভাবিনি। ছোটবেলায় মা স্কুলে ভর্তি করার সঙ্গে সঙ্গে নাচেও ভর্তি করে দিয়েছিলেন। আমি গ্র্যাজুয়েশনের পর ভাবলাম একটু নাচ নিয়ে পড়াশুনা করব। সেইমতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তারপর হঠাৎই একদিন ব্লু’জ থেকে আমার কাছে অফার আসে। যখন অফারটা আসে তখন আমি বাড়িতে এসেছিলাম। কারণ দাদু মারা গিয়েছিলেন। আমি ওদের কাছে কয়েকদিন সময় চেয়ে নিই এবং দাদুর কাজ মিটে গেলে ওদের হাউসে গিয়ে অডিশন আর লুক টেস্ট দিই। তারপর ব্লু’জে কাজ করার সুযোগ এসে যায়। সবটাই এত হঠাৎ করে হয়েছিল যে আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম।
আপনার প্রথম অভিনয় কী?
রাখীবন্ধন। এখানে আমি বড় রাখীর চরিত্রে অভিনয় করেছিলাম।
প্রথম শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
প্রথম দিন প্রোমোশ্যুট ছিল। একটু নার্ভাস ছিলাম। তবে সবাই আমাকে খুব সহস দিয়েছিল। সেই কারণেই আমার প্রথম দিন কোনও অসুবিধে হয়নি।
এখন কোন সিরিয়াল করছেন?
এখন কালারস বাংলায় ‘কনক কাঁকন’ মেগা ধারাবাহিকে কনকের চরিত্রে অভিনয় করছি।
কনকের চরিত্রটা কতটা উপভোগ করছেন?
চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। আমি বেসিক্যালি একজন ডান্সার আর কনক একজন খেলোয়াড়। কনকের চরিত্র করার জন্য আমাকে কিছুদিন ওয়ার্কশপ করতে হয়েছিল। কীভাবে দৌড়ব, কীভাবে বসব এ সমস্ত কিছুই আমাকে শিখতে হয়েছে। চরিত্রটা খুব এনজয় করছি।
যখন অভিনয়কে পেশা হিসেবে নিলেন, বাড়িতে কোনও সমস্যা হয়নি?
আমি আমার এম এ শেষ করে তবেই অভিনয়ে এসেছি। আমাদের বাড়িতে এই প্রফেশনে আমিই প্রথম। বাড়িতে পড়াশুনোর ওপর বেশি প্রাধান্য থাকলেও আমার বাবা আমাকে প্রথম অডিশন দিতে নিয়ে এসেছিলেন। আমি সুযোগ পাওয়াতে সবাই খুব খুশি হয়েছিলেন। বাড়িতে সবাই আমাকে খুব সাপোর্ট করে।
আপনারা ক’ ভাইবোন?
আমার এক ভাই আছে। ক্লাস ইলেভেনে পড়ে।
পড়াশুনা কোথায় করেছেন?
আমি ক্লাস সিক্স অবধি মারিশদা নেতাজি নার্সারি স্কুলে পড়েছি, তারপর ক্লাস সেভেন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ে পড়েছি। এরপর কন্টাই প্রভাত কুমার কলেজ থেকে জুলজি অনার্সে গ্র্যাজুয়েট হয়েছি। আর তারপর নাচ নিয়ে রবীন্দ্রভারতী থেকে এম এ করেছি।
ছোটবেলাটা কেমন ছিল? খুব দুষ্ট ছিলেন কি?
আমি বাইরে কোনও দুষ্টুমি করতাম না। যা করতাম ঘরে। মায়ের সঙ্গে। বাইরে খুব শান্ত বলেই সবাই জানত।
বিয়ের কথা তো এখনই ভাবছেন না, কিন্তু প্রেম কি করছেন?
বন্ধু তো আছেই। কিন্তু এখন সেসব নিয়ে কিছু ভাবছি না। তবে ক্লাস সেভেন থেকেই প্রেমের প্রপোজাল পাচ্ছি।
বাড়িতে কে কে আছেন?
বাবা, মা, ঠাকুমা আর ভাই। তবে আমার বড় জেঠুর কথা আমরা সবাই মানি। দাদুর পরে উনিই বাড়ির কর্তা।
এখন তো অনেক রোজগার করছেন, রোজগারের টাকা কীভাবে খরচ করেন?
আমি যেহেতু কলকাতায় একা থাকি সেহেতু কিছু খরচখরচা তো হয়ই। তবে বাড়তি যা থাকে সেটা বাবা আমার নামে জমিয়ে রাখেন।
নিজের বাড়ি করা বা গাড়ি কেনার ইচ্ছে নেই?
হ্যাঁ নিশ্চয়ই আছে। তবে আপাতত কিনব না। আর কলকাতাতে একটা ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে। আর সেই ফ্ল্যাট আমার মা তাঁর মনের মতো করে সাজিয়ে দেবেন। আমার মা ঘর সাজাতে খুব ভালোবাসেন।
রান্না করতে পারেন?
একা থাকি তো, তাই করতেই হয়। আমার হাতের চিকেন রান্না সবাই খুব পছন্দ করে। আর আমার বন্ধুরা একবার আমার রঁাধা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে খুব ভালো হয়েছে বলেছিল।
আজ যে আপনি অভিনেত্রী হয়েছেন, এই অভিনেত্রী হওয়ার পেছনে কার অবদান সবথেকে বেশি বলে আপনার মনে হয়?
অবশ্যই আমার মায়ের। মা না থাকলে আমি এই জায়গায় পৌঁছতাম না।
লোকে যখন চিনতে পারে কেমন লাগে। লাইফস্টাইল কতটা বদল হয়েছে?
লোকে যখন চিনতে পারে ভালোই লাগে। এখন আর আগের মতো হুটহাট করে বেরিয়ে পড়তে পারি না। তবে আমি নিজেকে বদলাতে চাই না।
পশুপাখি ভালোবাসেন?
পাখি ভালো লাগে, তবে আমি পশুপাখি দূর থেকেই ভালোবাসি। কুকুর বিড়ালে আমার একটু ভয় আছে।
বর্তমান সমাজে মেয়েদের অবস্থান কেমন বলে আপনার মনে হয়?
যতই বলি ছেলে-মেয়ে সমান সমান, কিন্তু কোথাও গিয়ে মনে হয় সমাজ এখনও ছেলে আর মেয়ের মধ্যে ফারাক করে রেখেছে। অনেক জায়গায় মেয়েদের নিজের মর্জিমতো চলতে বাধা দেয় সমাজ। আমার মনে হয় এই ফারাক থাকা উচিত নয়। যতদিন না সমাজ ছেলে-মেয়েকে একই চোখে দেখবে, ততদিন মেয়েদের অবস্থার উন্নতি হবে না।
আজকালকার সিরিয়ালগুলোতে মহিলাদের বড্ড বেশি ভিলেনের চরিত্রে দেখায়। সত্যি কি সমাজেও মহিলারা এতটাই কুটিল আর জটিল?
সমাজেও জটিল-কুটিল মহিলা আছে। তবে আমার মনে হয় না যে সিরিয়ালে যে ধরনের চরিত্র দেখানো হয়, সে ধরনের কেউ থাকতে পারে। পরিস্থিতির চাপে হয়তো অনেকেই অনেক কিছু করে ফেলে।
ভূত আর ভগবানে বিশ্বাস আছে?
আমি ভগবানে খুবই বিশ্বাস করি। কিন্তু ভূতে অতটা ভয় নেই।
সিনেমায় অভিনয় করতে চান? স্বপ্নের কোন চরিত্র যেটা আপনি অভিনয় করতে চান?
অবশ্যই ইচ্ছে আছে। ভালো নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে চাই।
পরজন্মে বিশ্বাস করেন? কী হয়ে জন্মাতে চান?
যদিও পরজন্মে বিশ্বাস নেই, তবুও যদি জন্মাই তবে এই বাবা-মায়ের মেয়ে হয়েই জন্মাতে চাই।
অবসর সময়ে কী করেন?
নাচ আর গান নিয়েই আমার অবসর কাটে।