সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
ন্যাচারাল পারফিউম পছন্দ করি। ইন্ডিয়ানে পছন্দ চন্দনের উপর বেস করে যেগুলো হয়। চন্দনের সঙ্গে একটা পবিত্রতা জড়িয়ে থাকে। তাছাড়া হালকা স্পাইস ভালো লাগে। ঋতুভেদে পছন্দ পাল্টায়। যেমন গরমকালে একেবারেই হালকা কিছু। শীতকালে হেভি। সন্ধ্যাবেলাতেও হেভি পারমফিউম চলে। সকালবেলা খুবই লাইট। সে অর্থে ব্র্যান্ড কনশাস নই। তবে ভালো ব্র্যান্ডের পারফিউমে ভরসা করা যায়। ‘ডেভিডঅফ লেদার ব্লেন্ড’ বলে একটা পারফিউম আছে। পুরুষালি গন্ধ আর ইভনিং পারফিউম বলা যেতে পারে। ওটা ভালো লাগে। সকালে হালকা কোলন পছন্দ। ইন্ডিয়ান স্মেল কিন্তু স্পাইসি, একটা কোম্পানি আছে নিশ নামে। সেটা ভালো লাগে। এসেনশিয়াল অয়েলের মধ্যে ভালো লাগে রোজ।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
আমি একইসঙ্গে নানারকম সুগন্ধি ব্যবহার করতে ভালোবাসি। কোনও একটা বিশেষ সুগন্ধি দিয়ে পরিচিত হতে চাই না। তাই পছন্দের তালিকাটা বিশাল লম্বা। ব্র্যান্ডের কথা বলতে গেলে প্রথমেই শ্যানেল কোকো-কে রাখতে হয়। তাছাড়া গুচি গিল্টি, গুচি ব্লুম, আরমানি সি (ব্ল্যাক), টম ফোর্ড (লস্ট চেরি), ভারসাচে ব্রাইট ক্রিস্টাল এগুলোও আমার খুবই প্রিয়। তবে শুধু এটুকুই নয়, পছন্দের পারফিউমের তালিকায় আরও নাম আছে। কত আর বলব? আসলে সুগন্ধি কেনা ও জমানো আমার শখ। তাই যেখানেই যাই পারফিউম কিনি। ডিওডোর্যান্ট আমার বিশেষ ভালো লাগে না। বডি মিস্ট পছন্দ করি। ভিকটোরিয়া’জ সিক্রেট আর বডি শপ-এর বডি মিস্ট বিশেষ পছন্দ। অনুষ্ঠান, সময় ইত্যাদির ওপর আমার পারফিউম নির্ভর করে। সর্বত্র একই সুগন্ধ ব্যবহার করলে জীবনটাই বড্ড একঘেয়ে হয়ে যাবে তাই না?
মুমতাজ সরকার
আমি পারফিউমের জন্য পাগল বলতে পারেন। তবে কয়েকটা একটু বেশি প্রিয়। গরমে হালকা আর শীতে হেভি স্মেল ভালো লাগে। যেমন এখন মাস্কি স্মেল আর ভ্যানিলা বেশি লাগাচ্ছি। টম ফোর্ডের ভ্যানিলা আর ভেলভেট অর্কিড আমার হট ফেভারিট। এলি সাব-এর ‘গার্ল নাউ’ প্রিয়। ওটা সব সিজনেই চলে। গরমে হালকা সাইট্রাস স্মেল বেশি ভালো লাগে। ক্যালভিন ক্লাইনের কিছু আছেই। তা ছাড়া ক্লিনিকের হ্যাপি, দোলচে অ্যান্ড গাবানার নাম্বার ৩, শ্যানেল নাম্বার ৫। নিনা রিচির কিছু কিছু ভালো লাগে। ডিওর-এর তো অজস্র আছে। বাড়ির সবাই পারফিউম ভালোবাসি। বিদেশ গেলেই কিনি। প্যান্ডেমিকের আগে মিশরে পারফিউম ওয়ার্কশপ থেকে লোটাস-এর পারফিউম কিনেছিলাম। খুব দামি। খুব অল্প করে ইউজ করি। কারণ আবার মিশর না গেলে ওটা আর পাব না! আরবের কিছু পারফিউমও ভালো লাগে। এগুলো সংগ্রহে রাখার মতো।
অর্জুন চক্রবর্তী
পারফিউম খুব দরকারি অ্যাকসেসরি। সকলের ওয়ার্ডরোবে থাকা উচিত বলে আমি মনে করি। সেখানে দামটা খুব ফ্যাক্টর হয় না। প্রত্যেকের চয়েস আলাদা। কারও স্পাইসি ভালো লাগে, কারও মাস্ক। সব ডিটেল আমিও জানি না। ডেভিডঅফ-এর পারফিউম ভালো লাগে। দু’টো আছে। নটিকাও ভালো। ‘ড্রাকার এসেন্স’ বলে একটা ব্র্যান্ড আছে। আমার বড় মামি আমায় গিফট করেছিলেন। সেটা ভালো লাগে। ভবিষ্যতে ইচ্ছে আছে হিউগো বস আর ক্যালভিন ক্লাইনের একটা কালেকশন করার। কোন ধরনের নেব, এখনও ঠিক করিনি।