ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
প্রথার চার বছরের জন্মদিন উপলক্ষে প্রথার নিজস্ব স্টোরে গতকাল থেকে প্রদর্শনী কাম সেল শুরু হয়েছে। চলবে আগামীকাল পর্যন্ত। প্রথার কর্ণধার সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র জানালেন, প্রথার জন্মদিনে ক্রেতাদের নতুন কিছু দিতে এই আয়োজন। এখানে আছে কাঁথস্টিচ, অন্ধ্রপ্রদেশের উইভ, মিক্স অ্যান্ড ম্যাচ, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড উইভ, হ্যান্ড ব্লক প্রিন্ট ইত্যাদির রকমারি।’ এ বছরে পুজোয় লোপামুদ্রার ডিজাইনে তৈরি লাম্বানি ওয়ার্ক এই প্রদর্শনীতে দেখা যাবে। উত্তর কর্ণাটকের আদিবাসীরা মূলত এই কাজ করে থাকেন। তাঁদের হাতের ছোঁয়ায় অপূর্ব হ্যান্ড এমব্রয়ডারির কারিকুরি ফুটিয়ে তোলা হয়েছে শাড়ি, কুর্তি ও ওয়াল হ্যাঙ্গিং-এ। এ ধরনের শাড়ির দাম শুরু ৪-৫ হাজার টাকা থেকে। ধনেখালি শাড়ির দাম ১০০০ টাকার মধ্যে থাকে। কুর্তির দাম পড়বে ১২০০-২৩০০ টাকা। এখানে ২৫ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায়। পুরুষদের হ্যান্ড উইভ শার্টের দাম ১২০০ টাকা থেকে শুরু হয়। এছাড়াও অন্যান্য জিনিসপত্রও রয়েছে এখানে কিছু নির্বাচিত আইটেমের ওপর ফ্ল্যাট ২০ শতাংশ ছাড় তাই প্রদর্শনীতে মিলবে। প্রদর্শনী খোলা থাকবে দুপুর ১২-রাত ৮ টা পর্যন্ত। যোগাযোগ: ৯৮৩০০৭৩১২৯, ৯৮৩১২৬৬৬০০
সাহা টেক্সটাইল (ঠিকানা: ৫১/২ হিন্দুস্থান পার্ক, কল-২৯, ফোন: ২৪৬৪-২২৮২) এদের পিওর সিল্ক সেকশনে রয়েছে রকমারি শাড়ির অপূর্ব ভাণ্ডার মুর্শিদাবাদ পিওর প্রিন্টেড সিল্ক শাড়ির দাম ১৭০০ টাকা থেকে শুরু হলেও প্রিন্টেড বেঙ্গালুরু সিল্ক শাড়ির দাম ২২০০ টাকা থেকে শুরু। ৩৫০০ টাকা থেকে প্রিন্টেড বিষ্ণুপুর সিল্ক শাড়ির দাম শুরু। গরদ শাড়ির দাম ২৬০০-১০ হাজার টাকা। ৩৫০০ টাকা থেকে র-সিল্ক শাড়ির দাম শুরু। ডুপিয়ান সিল্ক শাড়ির দাম শুরু ৫০০০ টাকা থেকে। ৬০০০ টাকা থেকে আরনি ও ইক্কত সিল্ক শাড়ির দাম শুরু হয়। বেঙ্গালুরু এবং তসর সিল্কের ওপর অলওভার কাঁথাস্টিচ শাড়ির দাম শুরু হয়। যথাক্রমে ৬৫০০ এবং ৭৫০০ টাকা থেকে। ২৫০০ টাকা থেকে এখানে বেনারসি শাড়ি পাওয়া যায়। তবে তসর ও মটকার ওপর বেনারসির শাড়ি দাম ৮৫০০ টাকা থেকে শুরু হয়। ৯৫০০ টাকা থেকে সিল্ক লিনেন ও মটকা বেনারসি শাড়ির দাম এখানে শুরু হয়। ৭৫০০ টাকা থেকে বালুচরি, স্বর্ণচরি (কপারওয়ার্ক) এখানে পাওয়া যায়। ৯০০০ টাকা থেকে অসম সিল্ক শাড়ির দাম শুরু হয়। কাঞ্জিপুরম সিল্ক শাড়ির দাম ১০ হাজার টাকা থেকে শুরু হলেও কোর বর্ডার দেওয়া কাঞ্জিপুরম সিল্ক শাড়ির দাম ১৩ হাজার টাকা থেকে শুরু। ৮০০০ টাকা থেকে পিওর খাড্ডি শাড়ি এখানে মিলবে। ৬০০০ টাকা থেকে পশমিনা বেনারসি শাড়ি রয়েছে। ১২ হাজার টাকা থেকে পিওর ওপারা শাড়ির দাম শুরু হয়। এছাড়াও আরও আকর্ষণীয় সিল্ক শাড়ির আইটেম এদের সিল্ক সেকশনে রয়েছে। ফ্যান্সি সেকশনে ৮৭৫ টাকা থেকে ৫ হাজার টাকা মধ্যে আর্টিফিশিয়াল ফ্যান্সি শাড়ি রয়েছে। উল্লেখযোগ্য শাড়ির মধ্যে আছে লিনেন, ওপারা, ব্রোকেড, আরনি, কাঞ্জিভরম, গাদোয়াল, শিফন, তসর, মঙ্গলগিরি, কড়িয়াল, কাতান ইত্যাদি।
এছাড়াও ৭৫০-৭৫০০ টাকা মধ্যে আছে কটনের ইক্কত, তাঁত, কলাক্ষেত্র, নোয়াখালি জামদানি, খাদি ইত্যাদি শাড়ি। লিনেন শাড়ির দাম ২২০০-১০ হাজার টাকা। মসলিন শাড়ির দাম ৫ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা। ৫৫০ টাকা থেকে রেডিমেড ডিজাইনার ব্লাউজ রয়েছে।
রেডিমেড সেকশনে আছে মহিলাদের চুড়িদার, কুর্তি, ক্রপটপসেট, লেগিংস, প্যালাজো, দোপাট্টা, স্কার্ট, স্যুট পিস, নাইটি, গাউন ইত্যাদি। দাম ২২৫ টাকা থেকে ৫০০০ টাকা। লেহেঙ্গার দাম ২০০০-২৭ হাজার টাকা। পুরুষদের হাফ শার্টের দাম ৪৪৯ টাকা থেকে শুরু। ৫৫০ টাকা থেকে রয়েছে ছেলেদের পাঞ্জাবি।
যাঁদের বাজেট কম কিংবা প্রতিদিন পরার জন্য একটু অন্যরকম শাড়ির সন্ধানে আছেন তাদের জন্য রয়েছে কটন কোটা, হ্যান্ডবাটিক, কেরালা কটন, প্রিন্টেড কটন হ্যান্ডলুম, তাঁত হ্যান্ডলুম, সাউথ কটন, চান্দেরি, প্রিন্টেড মলমল, হ্যান্ডলুম ইত্যাদি রকমারি শাড়ি। দামের রেঞ্জ ৩৬৫ টাকা থেকে ২০০০ টাকা। এছাড়াও এখানে বিছানার চাদর, ড্রেস মেটিরিয়াল ইত্যাদি পাওয়া যায়।
ঘরোয়ার বিশেষত্ব মেখলায়। ডিজাইনার জয়িতা মুখোপাধ্যায় কটন, তসর, সিল্ক, চান্দেরি, হ্যান্ডলুম ও নেট মেটিরিয়ালের মিক্স অ্যান্ড ম্যাচে সুন্দর সুন্দর মেখলা তৈরি করেন। টাই অ্যান্ড ডাই, প্যাচওয়ার্ক, মিরর ওয়ার্ক, হ্যান্ড পেন্টিং, কাঁথাকাজ কাচ্ছি এমব্রয়ডারিতে সেজেছে ঘরোয়ার মেখলা ও শাড়ি। রং ও ডিজাইন পছন্দ করে অর্ডার দিয়ে শাড়ি ও মেখলা তৈরি করাতে পারেন পুজোর জন্য। দাম ১০৫০ টাকা থেকে শুরু। পুজোর প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সাড়ে ১১টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত খোলা। ঠিকানা: ১/৫৭ বি, ডোভার প্লেস, কল- ১৯, ফোন: ৯৮৩০১৯২০৮৭
শ্রীমতীর নিজস্ব শোরুমে আজ থেকে শুরু হচ্ছে পুজোর প্রদর্শনী ও সেল। শ্রীমতীর কর্ণধার সবিতা ঘোষ জানালেন, এবার ধনেখালি শাড়ির এক্সক্লুসিভ সম্ভার তাঁর পুজো স্পেশাল। মাছ ডুরের ভ্যারাইটি, মাল্টিকালার্ড স্যাটিন পাড়, চেক ডুরের কম্বিনেশন, মিনাবুটি ইত্যাদি ধনেখালিকে আকর্ষণীয় করে তুলেছে। দাম ৭৫০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে। আর আছে তাঁতে ব্লক প্রিন্ট, হ্যান্ড পেন্টিং অ্যাপ্লিক ও অনেকরকম মিক্স অ্যান্ড ম্যাচ। দাম ৯৫০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে। এমব্রয়ডারি করা তাঁত, তাঁত ব্রোকেড ইত্যাদি ১৮৫০ টাকা থেকে দাম শুরু। মটকা ও কাতান সিল্কে হ্যান্ডবাটিকও শ্রীমতীর স্পেশাল আইটেম। আছে এক্সক্লুসিভ প্রিন্টের সিল্ক তসরও। দাম ৩০০০-৫৫০০ টাকা। এছাড়া, সিল্ক ও ক্রেপে কাঁথাকাজ করা শাড়ি ৫৫০০ টাকা থেকে দাম শুরু। আর আছে ভাগলপুরি তসর সিল্ক, হ্যান্ডলুম। কটন মেখলার কালেকশন পাবেন। অর্ডার অনুযায়ী মেখলা করে দেওয়া হয়। রেডিমেড ব্লাউজেরও স্টক রয়েছে। প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সাড়ে ১২টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত। ঠিকানা: ১/১, মহারাজা টেগোর রোড, ঢাকুরিয়া, কল-৩১, ফোন: ৯৮৩০৪৩০৯৫৯
বার্ষিক শারদ মেলা ২০১৯ আয়োজন করেছে বেলতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সংসদ। মেলা চলবে আজ ও কাল। এখানে ডিজাইনার শাড়ি, পোশাক, ঘর সাজানোর সামগ্রী, গয়না, ব্যাগ, উপহার সামগ্রী, খেলনা, রকমারি প্রভৃতি পাওয়া যাবে। লোভনীয় খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে। বাড়তি আকর্ষণ লটারি ও বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক খেলা। খোলা থাকবে শনিবার দুপুর ১টা-রাত ৮টা এবং রবিবার দুপুর ২টো-রাত ৮টা। ঠিকানা: বেলতলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, ১৭ বেলতলা রোড, কলকাতা-২৬।