ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
পুজোর প্রথম দিনের জন্য সৌমিলির পছন্দ সিল্ক প্রিন্ট। দুধ সাদা সিল্কের গায়ে গোলাপি রঙে জিওমেট্রিক প্রিন্টেড স্কার্ট পাড় আর জমি জুড়ে গাছের মোটিফ। শাড়িটা ‘তপস্যা বুটিক’ থেকে নেওয়া।
সপ্তমীতে জরি হ্যান্ডলুম
সপ্তমীর দিন বেশ কয়েকটা অনুষ্ঠান আছে সৌমিলির। তাই আরামদায়ক অথচ জমকালো শাড়ি চাই। তুঁতে আর মিড নাইট ব্লু হাফ হাফ হ্যান্ডলুমটা মনে ধরল তাঁর। শাড়িটা ‘রাই’ থেকে নেওয়া। ডিজাইনার সোমা জানালেন, নানারকম জরি নকশা এবার হ্যান্ডলুমে অন্য মাত্রা যোগ করেছে।
অষ্টমীতে মটকা বাটিক
অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরতে চান সৌমিলি। চওড়া স্যাটিন স্ট্রাইপ মটকায় তেরছা করে মাল্টিকালার্ড হ্যান্ড বাটিকের শাড়িটি পরবেন সৌমিলি। শাড়িটি ‘কাবেরী’জ বুটিক’-এর।
নবমীতে জরি লিনেন
নবমীর রাত এলেই মনটা খুব খারাপ হয়ে যায়। তাই মন ভালো করতে একটু বেশি করে সাজগোজ করি এই দিন— হাসতে হাসতে বললেন সৌমিলি। তারপর নবমী স্পেশাল হিসেবে বেছে নিলেন টিয়ারঙের লিনেন শাড়ি। সঙ্গে রানি রং আর সোনালি জরির কম্বিনেশন থাকায় খুব গর্জিয়াস লুক আছে শাড়িটার। এটি ‘স্পর্শ’ থেকে নেওয়া। ডিজাইনার মন্দিরা মিত্র জানালেন, এবার পুজোর জন্য লিনেন, খাদি-কটন, হ্যান্ডলুম আর সিল্ককে সাজিয়েছেন তিনি।
দশমীতে তাঁত পেন্টিং
দশমীর দিনটা বাড়িতেই কাটান সৌমিলি। বললেন, শ্বশুর শাশুড়ি আছেন। তাই এইদিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসেন প্রণাম করতে। এই দিন বাংলার তাঁত পরতে চান তিনি। অফ হোয়াইট-কালো চেক তাঁতের শাড়িটিকে ফ্লোরাল হ্যান্ড পেন্টিংয়ে সাজিয়েছেন ডিজাইনার রিঙ্কু নাথ। তাঁর ‘রিঙ্কু’জ’ বুটিকে এই ধরনের হ্যান্ডপেন্টিং, ব্লকপ্রিন্ট ও অ্যাপ্লিকে সাজানো বাংলার তাঁত ও বাংলাদেশি তাঁতের সম্ভার নজরকাড়া।