Bartaman Patrika
সম্পাদকীয়
 

অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ!

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! মাস দেড়েক আগে শেষ হওয়া লোকসভা ভোটের প্রচারে নিজেকে ‘ঈশ্বরের বরপুত্র’ বলে ঘোষণা করেছিলেন তিনি। তিনি ‘নন বায়োলজিক্যাল’, এমন কথা বলতেও দু’বার ভাবেননি। আবার সব কিছুতেই তাঁর দেওয়া ‘গ্যারান্টি’-তে ভরসা রাখতে বলেছিলেন তিনি। বিরোধীশূন্য সরকার গঠনের হুঙ্কার শোনা গিয়েছিল তাঁর মুখে। এসব নিয়ে ভোটের মধ্যে এবং পরে বিরোধীদের ধারাবাহিক সমালোচনা, কটাক্ষ, বিদ্রুপ শুনতে হয়েছে মোদিকে। এবার সেই ‘ঈশ্বরের বরপুত্র’-কে মাটিতে টেনে নামালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এমনিতে সঙ্ঘ পরিবারের হিন্দুত্বের ভাবাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপি’র অন্যতম প্রধান লক্ষ্য। দশ বছর আগে মোদির প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময়ে এই মোহন ভাগবতকে বলতে শোনা গিয়েছিল, আমেরিকার নাগরিক যদি আমেরিকান হন, জার্মানির নাগরিক জার্মান, তাহলে ভারতের সব নাগরিক কেন হিন্দু হবেন না? কিন্তু ঘটনা হল, হিন্দুরাষ্ট্র গঠনকে মূল এজেন্ডা করলেও মোদি জামানায় আরএসএস-বিজেপি’র দূরত্ব বেড়েছে। মোদি-অমিত শাহদের নেতৃত্বে বিজেপি যত শক্তিশালী হয়েছে, নাগপুরের রাশ ততই যেন আলগা হয়েছে। তাই মোদির দশ বছরের শাসনে বারবার সমালোচনা শোনা গিয়েছে আরএসএস নেতৃত্বের মুখে। আবার সর্বশেষ লোকসভা ভোটেও দেখা গিয়েছে, সঙ্ঘের বিশাল কর্মী বাহিনীর নেটওয়ার্ককে কোণঠাসা করে স্বঘোষিত ‘ঐশ্বরিক’ শক্তিতে বাজিমাত করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তা ব্যুমেরাং হতেই ‘কোণঠাসা’ মোদিকে এখন বিরোধীদের ভাষায় রাজনীতির ‘সহজপাঠ’ দিতে শুরু করেছেন মোহন ভাগবতরা। যা দেখে মোদির উদ্দেশে বিরোধীদের কটাক্ষ, ‘আমাদের কথা শোনা আপনার ডিএনএতে নেই। কিন্তু অন্তত মোহন ভাগবতের কথা তো শুনুন।’ মোদি অবশ্য এসব কানে তুলবেন বলে মনে করেন না কেউ-ই।
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় এক গ্রাম বৈঠকে মোদির নাম না করে সঙ্ঘপ্রধান যা বলেছেন, তা প্রধানমন্ত্রীর স্ব-আরোপিত ভাবমূর্তিকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে। ভাগবতের কথায়, ‘কয়েকজন আছেন, যাঁরা মানুষ হলেও তাঁদের মধ্যে মানবিক গুণের অভাব রয়েছে। সেটা নিয়ে তাঁদের চিন্তাভাবনা করা উচিত।’ তারপর বলেছেন, ‘উন্নয়ন (বিকাশ) কখনও শেষ হয় না। কিন্তু কেউ কেউ তার আগেই নিজেকে অলৌকিক শক্তিসম্পন্ন সুপারম্যান ভাবতে শুরু করেন। তারপর সেখানেই না থেমে দেবতা হতে চান, তারপর ভগবান। কিন্তু ভগবান বলেন, তিনি স্বয়ং বিশ্বরূপ। তাঁর চেয়েও বড় কিছু আছে কিনা সেই বিষয়ে কেউ কিছু জানেন না।’ এটা প্রথম নয়। লোকসভার ফলাফল ঘোষণার পর মোদির লাগামছাড়া আত্মপ্রচারের (মোদি গ্যারান্টি ইত্যাদি) সমালোচনাও শোনা গিয়েছে ভাগবতের মুখে। তাঁর পরামর্শ ছিল, বিরোধী নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে বিরোধীদের। বিরোধীরা অন্য ভাবনা তুলে ধরেন, তাই রাজনীতিতে বিরোধীদের অসীম গুরুত্ব রয়েছে। যাঁর উদ্দেশে সঙ্ঘপ্রধানের এই সুপরামর্শ ছিল, সেই প্রধানমন্ত্রী বিগত সরকারের শেষের দিকে লোকসভায় প্রায় ১৫০জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে কোনও আলোচনা ছাড়াই একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিয়েছেন। বিরোধীদের উদ্দেশে বারবার কুকথাও বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। আরএসএস যে এসব ভালোভাবে নেয়নি ভাগবতের কথাতেই তা পরিষ্কার। এক বছরের বেশি সময় ধরে চলা অশান্ত মণিপুর নিয়েও সবর হয়েছিলেন ভাগবত।
আসলে একটা লোকসভা ভোটের ফলাফলই যেন সঙ্ঘ এবং বিজেপি’র যাবতীয় হিসাবনিকাশ উল্টে দিয়েছে। ভোটের শেষে গত দেড় মাসের ঘটনা পরম্পরা বুঝিয়ে দিচ্ছে, বিজেপি’র কাছে ক্ষমতাই একমাত্র ও শেষকথা। গেরুয়াবাহিনী একা সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়তে পারেনি বলে সেই একচ্ছত্র ক্ষমতায় ফাটল ধরেছে। তার ফলশ্রুতিতে রাজ্যে রাজ্যে বিজেপি’র সংগঠন ও ডাবল ইঞ্জিন সরকারের অন্দরে যেন বিস্ফোরণের পরিস্থিতি। বঙ্গে বিজেপি সংগঠনে এখন ‘যত মত, যত পথ’। ক্ষমতায় না থেকেও পদ্মের মধুর মোহে গোষ্ঠী লড়াই তুঙ্গে উঠেছে। এ যেন পিছন থেকে ছুরি মারার প্রতিযোগিতা চলছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরপ্রদেশে। সে রাজ্যে গেরুয়া হিন্দুদের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথের সঙ্গে সরাসরি লড়াই বেঁধেছে দিল্লির নেতৃত্বের। এক্ষেত্রে যোগীর ‘ডেপুটি-ই’ দিল্লির তুরুপের তাস হিসেবে আসরে অবতীর্ণ। গোবলয়ের এই রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হলেও আশ্চর্যের কিছু নেই! উত্তরপ্রদেশের মতোই রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, অরুণাচল—সর্বত্র দ্বন্দ্ব, অন্তর্ঘাত, বিক্ষোভের আগুন ভাইরাসের মতো ছড়িয়েছে। ইতিমধ্যে লোকসভার পর বিভিন্ন রাজ্যের বিধানসভার উপ নির্বাচনেও খারাপ ফল হয়েছে বিজেপি’র। চলতি বছরে যে চার রাজ্যে বিধানসভার ভোট হওয়ার কথা, সেখানেও হাঁড়ির হাল হতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে মোহন ভাগবতের উপর্যুপরি সমালোচনা যে আগুনে ঘি ছড়িয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সঙ্ঘপ্রধান এতদিন কি ঘুমিয়ে ছিলেন? বড় দেরি হয়ে গেল না তো!
20th  July, 2024
রোগীরাও ‘জাস্টিস’ পাক

আশঙ্কাই সত্যি হল। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের প্রায় এক মাস ধরে চলা কর্মবিরতির জেরে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশদ

‘অরাজনৈতিক’ থাকছে?

আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা। সেই দিনই রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও নাগরিক আন্দোলনের এক মাস পূর্ণ হবে। বিশদ

07th  September, 2024
চিকিৎসা-বঞ্চনা চলছেই

২৮ আগস্ট প্রকাশিত খবরে দুটি মর্মান্তিক চিত্র ছিল এইরকম—(এক): পিজিতে স্ত্রীর গলব্লাডার অপারেশন হয়েছে। ওয়ার্ডে ওষুধ দিতে গিয়ে তাঁর স্বামী দেখছেন, ডাক্তার নেই। সবটাই করছেন নার্স। ওটিতেও একই অবস্থা। স্ত্রীর কাছে শুনেছেন, অপারেশনের সময় সিনিয়র ডাক্তারকে সাহায্য করছিলেন শুধু নার্সরাই। বিশদ

06th  September, 2024
সময়োচিত রক্ষাকবচ

মানুষ মেহনত করে বহু কিছুরই পরিমাণ এবং পরিধি বাড়াতে সক্ষম, কিন্তু থমকে যায় জমির প্রসঙ্গ এলে। কেননা, এই গ্রহের আকার অপরিবর্তনীয়। তার উপর পৃথিবীর তিনভাগ জল এবং স্থল মাত্র একভাগ। কিন্তু স্থলভাগের অতিসামান্য অংশই মানুষের পক্ষে বসবাসের যোগ্য। বিশদ

05th  September, 2024
দ্রুত ছন্দে ফিরুক বাংলা

আর জি করে তরুণী ডাক্তার (পরিবর্তিত নাম অভয়া) ধর্ষণ-হত্যার তদন্তভার সিবিআই নিয়েছে তিন সপ্তাহ পার। ওই প্রাচীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের দায়িত্বও আদালত মারফত সিবিআইয়ের উপর ন্যস্ত হয়েছে। বিশদ

04th  September, 2024
কুম্ভীরাশ্রু নয় তো?

ব্যবধান দু’বছরের বেশি। কিন্তু ছবিটা হুবহু এক! গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের যাবজ্জীবন সাজার মেয়াদ ফুরনোর আগেই মুক্তি। তারপর সেই অপরাধীদের ‘বীরের’ সম্মান দিয়ে ফুল-মালা-মিষ্টিতে সংবর্ধনা জানানো। ঘটনাস্থল গুজরাত, দিনটি ছিল ২০২২-এর স্বাধীনতা দিবস। বিশদ

03rd  September, 2024
হরিয়ানায় সিঁদুরে মেঘ

হরিয়ানায় লোকসভার আসন ১০টি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি তার সবক’টিতেই জয়ী হয়। ওই রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান তার আগের বিধানসভা নির্বাচনে।
বিশদ

02nd  September, 2024
আইনি সুরক্ষা ও বেআব্রু বাস্তব

২৭ বছর! এই দীর্ঘ সময়েও যে ছবিটা বদলায়নি, আর জি করের ওই তরুণী পড়ুয়া চিকিৎসক বেঘোরে প্রাণ দিয়ে যেন সেই কঠিন সত্যটাকে ফের সামনে এনে দিলেন। স্বাধীনতার ৭৭ বছর পরেও কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার দাবিতে তেতে উঠেছে গোটা দেশ। বিশদ

01st  September, 2024
এও কম লজ্জার নয়

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর তিন সপ্তাহ অতিক্রান্ত। এর মধ্যে সতেরো দিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু শুক্রবার পর্যন্ত এই ঘটনার পরতে পরতে জমতে থাকা রহস্যের কোনও কিনারা হয়নি। সিবিআই কী করছে, সেই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। বিশদ

31st  August, 2024
ব্যর্থ বন্‌ধ, ধন্যবাদ রাজ্যবাসী

জিনিসপত্রের নিখাদ প্রয়োজনের গণ্ডি একটা সময় অতিক্রম করেছে মানুষ। সমাজবদ্ধ মানুষের কাছে তখন থেকেই কিছু বস্তু হয়ে উঠেছে সঞ্চয়ের উপকরণ এবং সম্পদ। সম্পদের সঞ্চয়প্রবণতা মানুষকে নামিয়েছে প্রতিযোগিতায়। বিশদ

30th  August, 2024
বাড়বে কুসংস্কারে ভরসা

চিত্র ১: এসএসকেএম হাসপাতালে স্ত্রীর গলব্লাডার অপারেশন হয়েছে। দু’দিন ধরে ভর্তি তিনি। ওষুধ দিতে মাঝেমধ্যেই উপরে গিয়ে তাঁর স্বামী দেখছেন, কোনও ডাক্তার নেই। তাঁদের কাজ করছেন কোনও নার্স। অপারেশন থিয়েটারেও একই অবস্থা। বিশদ

28th  August, 2024
জনগণ জানতে চায়

নেতা-মন্ত্রীদের কথা শুনলে মাঝেমধ্যে ধন্দ জাগে! একই কথা যখন কোনও সমাজ সংস্কারক বা বিশিষ্ট নাগরিক বলেন, তখন তা গভীরভাবে মনে রেখাপাত করে। কোনও প্রশ্ন বা শঙ্কা তাড়া করে বেড়ায় না। বিশদ

27th  August, 2024
বাংলাকে বঞ্চনা অব্যাহত 

ভারতই হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। আর এদেশের সর্ববৃহৎ সমস্যার নাম বেকারত্ব। কোনও প্রধানমন্ত্রীর আশ্বাস বেকারত্ব কমাতে পারেনি। বরং একাধিক কারণে তা তীব্রতর হচ্ছে।
বিশদ

26th  August, 2024
বিচারের বাণী...

দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি—আর জি কর কাণ্ডে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর এই দাবিতেই সোচ্চার গোটা সমাজ। দেশে নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। বিশদ

25th  August, 2024
চিকিৎসার অধিকার

প্রথমে ছিল আবেদন। এবার কার্যত নির্দেশ এল, কাজে ফিরুন ডাক্তাররা। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চের এমন মনোভাব জেনে বৃহস্পতিবার বিকালেই দিল্লি সহ বিভিন্ন রাজ্যের বেশ কিছু সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়ে দেন। বিশদ

24th  August, 2024
পৃথিবীর বন্ধু

বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছরের বেশি। এই গ্রহে জীবনের উদ্ভব ৩৮০ কোটি বছর আগেই। সেখানে মানবসভ্যতার বয়স যৎসামান্য—বড় জোর ৭০ লক্ষ বছর। পুরাপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ পেরিয়ে মানুষ কৃষির যুগে (খ্রিস্টপূর্ব ৮০০০-৫০০০ অব্দ) প্রবেশ করে। বিশদ

23rd  August, 2024
একনজরে
সকালে ৩২টি ওয়ার্ডের রাস্তা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহও করে উলুবেড়িয়া পুরসভা। এবার রাতেও রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নিল তারা। শনিবার রাতে ...

লখনউয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ...

সম্প্রতি ইউক্রেনের একাধিক শহরে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া। এবার পুতিনের দেশকে তার মোক্ষম জবাব দিল জেলেনস্কি বাহিনী। রুশ অধিকৃত খারকিভ অঞ্চলে আকাশ পথে হানায় আগুন ঝরাল ইউক্রেন। সৌজন্যে ‘ড্রাগন ড্রোন’। যা নিমেষের মধ্যে গাছপালা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ...

নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অন্তত ২০০ জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধাতালিকায় স্থান পায়নি। অথচ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
১৮৮৬: দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়
১৯২৬: সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্ম
১৯৩৩: সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জন্ম
১৯৩৯:  হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা  স্বামী অভেদানন্দর  মৃত্যু
১৯৫৬: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম
২০২২: দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি
২০২২: বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী ৩৬/৫ রাত্রি ৭/৫৯। স্বাতী নক্ষত্র ২৫/১৫ দিবা ৩/৩১। সূর্যোদয় ৫/২৪/৫১, সূর্যাস্ত ৫/৪৩/৪৯। অমৃতযোগ প্রাতঃ ৬/১৪ গতে ৯/৩০ মধ্যে। রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/১৪ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ১/৩৬ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৭/১৬ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১/৫ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে। 
২২ ভাদ্র, ১৪৩১, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪। পঞ্চমী দিবা ৩/৫৫। স্বাতী নক্ষত্র দিবা ১/৭। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৬/১৩ গতে ৯/৩০ মধ্যে এবং রাত্রি ৭/১৬ গতে ৮/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৩ মধ্যে ও ১২/৪৭ গতে ১/৩৭ মধ্যে এবং রাত্রি ৬/৩০ গতে ৭/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ৩/৪ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/৮ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/৩০ মধ্যে।
৪ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তুহিনকান্ত পান্ডেকে অর্থসচিবের পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার

07-09-2024 - 11:47:15 PM

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

07-09-2024 - 11:21:33 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে সস্ত্রীক হাজির অভিনেতা সঞ্জয় দত্ত

07-09-2024 - 11:20:18 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি

07-09-2024 - 11:18:42 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেতা সলমন খান

07-09-2024 - 11:15:13 PM

আম্বানি পরিবারের গণেশ পুজোতে হাজির অভিনেত্রী মাধুরি দীক্ষিত

07-09-2024 - 10:44:53 PM