সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আসলে এই অনভিপ্রেত ঘটনার তালিকা যেন দীর্ঘ হচ্ছে। খবরে প্রকাশ, সেই রাতে শ্যামবাজারে জনতার স্রোতে মিশে থাকা একদল মানুষ বাংলার এক প্রতিভাময়ী অভিনেত্রীকে রীতিমতো হেনস্তা করেছে। প্রায় প্রাণ হাতে করে তাঁকে ঘটনাস্থল ছাড়তে হয়েছে। নারীর সম্মান, নিরাপত্তা ও অধিকারের দাবিতে যে আন্দোলন, তার জঠর থেকেই কি না নারী বিদ্বেষের এমন কদর্য আস্ফালন! খবর আরও, শহরের অন্যত্র আন্দোলনরত দুই অভিনেত্রীর হাসিমুখের ছবি নিয়ে বিদ্রুপ, কটাক্ষে সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরিয়ে তুলেছে নাগরিকদেরই একাংশ। দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ নাগরিক আন্দোলনের কণ্ঠে অহরহ শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সরকার ফেলে দেওয়ার হুমকি। আকাশ কাঁপিয়ে উঠছে ‘আজাদি’-র স্লোগান। শ্যামবাজারেই জনতার ভিড়ে পোড়ানো হয়েছে শাসক তৃণমূল দলের পতাকা। কোনও বিতর্ক ছাড়া বলা যায়, এসব রাজনৈতিক কারবারিদের চেনা কাজ। আরও সোজা ভাষায় বললে, এই পরিস্থিতিকে শাসকের বিরুদ্ধে কাজে লাগাতে প্রায় সব বিরোধী দলই দলীয় পতাকা আস্তিনে গুটিয়ে ভিড়ের মধ্যে মিশে থেকে নিজেদের এজেন্ডা চরিতার্থ করার চেষ্টা করছে। দখল নিতে চাইছে নাগরিক আন্দোলন। অভিযোগ উঠেছে, শান্তিপূর্ণ আন্দোলনের নামে যাদবপুর বা বারাসতে পুলিসকে হেনস্তাও করা হয়েছে।
এই আন্দোলন কি স্বাধীনতার আন্দোলন? তাহলে কেন ‘আজাদি’র স্লোগান উঠছে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা সরকার ফেলে দেওয়ার ডাক দিয়েছে রাম-বামের দল। সেই দাবি কেন অরাজনৈতিক মঞ্চের আন্দোলনে শোনা যাচ্ছে? শ্যামবাজারে অভিনেত্রীকে হেনস্তাকারীদের অনেকে নাকি মদ্যপ ছিল! ভয়ঙ্কর অভিযোগ। প্রশ্ন উঠেছে, যাঁরা সেই মদ্যপদের পাশে দীর্ঘপথ হাঁটলেন তাঁরা কেউ এর (গন্ধ) পেলেন না? কেউ কি মদ্যপদের পথ হাঁটার বিরোধিতা করেছেন? প্রশ্ন হল, এইসব অনভিপ্রেত ঘটনার দায় কার? পুলিস কি স্লোগানকারীদের গলা চেপে ধরবে? হাজারো মানুষের মধ্যে মদ্যপ খুঁজে বেড়াবে? নাকি ভিড়ের মধ্যে কেউ হেনস্তা হলে বাধা দিতে গিয়ে নতুন কোনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করবে? দেখা যাচ্ছে, রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও এইসব ঘটনা দেখেশুনে খুব বেশি রা কাটছেন না! পাছে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। তাই বলা যায়, বিচার চেয়ে আন্দোলন চলুক, কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজ নিজেরাই এর রাশ টানতে না পারলে এই আন্দোলন ব্যুমেরাং হতে পারে।