Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বড় ধাক্কা খেতে চলেছেন নরেন্দ্র মোদি
হিমাংশু সিংহ

হিসেব কিছুতেই মিলছে না প্রধানমন্ত্রীর। তৃতীয়বার শপথ নেওয়া ইস্তক কী দেশে, কী বিদেশে। যত মিলছে না, ততই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন ও সঙ্কট। সেই কারণেই উৎসব মরশুম শুরুর আগে নরেন্দ্র মোদির রাতের ঘুম উধাও। দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট। ২০১৪’র পর ২০২৪। এরই মধ্যে টানা প্রায় ছ’বছর রাষ্ট্রপতি শাসনের ক্লেদ। উপত্যকায় নির্বাচিত সরকার না থাকায় সুপ্রিম কোর্টের কড়া টিপ্পনী এবং সর্বোচ্চ আদালতের নির্দেশেই অবশেষে চলতি সেপ্টেম্বর মাসে তিন দফায় বিধানসভা ভোট। এই ঘটনাক্রম মোটেই কেন্দ্রের বিজেপি সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিকে উজ্জ্বল করে না, করতে পারে না। কোনও রাজনৈতিক সাফল্যকেও কোনওভাবেই সূচিত করে না। কারণ যা ঘটেছে তা মোদিজির সৌজন্যেই। আর যা হয়নি তার দায়ও নিশ্চিতভাবে তাঁর সরকারের। 
কয়েক হাজার কোটি খরচ হয়েছে রাজ্য ভাগ করতে এবং নেহরু আমলের বিতর্কিত ৩৭০ ধারা বাতিল করার নেশায়। রেকর্ড সংখ্যক সেনা নামানো তো হয়েছেই, সিংহভাগ আধাসেনাও মোতায়েন করা হয়েছে রেকর্ড সময়ের জন্য। এ যেন দেশের মধ্যেই আর এক যুদ্ধ। বিরোধী নেতানেত্রীদের কাউকে গ্রেপ্তার, কাউকে দু’বছরেরও বেশি সময় গৃহবন্দি করে রাখা হয়। রাজনৈতিক কাজকর্ম বন্ধ রাখতে দীর্ঘসময় ইন্টারনেট বন্ধ, সঙ্গে বিচার ব্যবস্থাকে ঘুম পাড়াতে হাইকোর্টের দরজায় পর্যন্ত অঘোষিত প্রবেশ নিষেধ। উনিশ সালের ৫ আগস্টের পর কাশ্মীর ছিল এক বিচ্ছিন্ন দ্বীপের মতো। এমনকী শ্রীনগর বিমানবন্দরে নেমেও শহরে ঢোকার অনুমতি ছিল না ভিভিআইপিদের। মানবাধিকার, সংবিধান ও আইনের শাসনকে শিকেয় তুলে যে বিশাল অগণতান্ত্রিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে তার নিট ফল কী? শেষে দেখা গেল, সন্ত্রাস তো কমেইনি, উল্টে রাজ্যের মর্যাদাটাও হারিয়ে গিয়েছে। 
তাহলে এত কাঠখড় পুড়িয়ে কী হল? আজ ভোটের মুখে এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি রাজ্যের মর্যাদা এবং বিতর্কিত ৩৭০ ধারাকে যেকোনও মূল্যে ফিরিয়ে আনাই আসন্ন বিধানসভা নির্বাচনেরও প্রধান ইস্যু। সঙ্গে সেনা দিয়ে দমনপীড়ন ও রাজনৈতিক প্রক্রিয়াকে স্তব্ধ করে দেওয়ার স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া। মোদি এবং অমিত শাহ জুটির তার চেয়েও বড় ব্যথা পাহাড়ের প্রায় সবক’টি দলই ৩৭০ ফেরানোর পক্ষে। সঙ্গে উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। কংগ্রেস ও ফারুক আবদুল্লা একজোট হয়ে লড়ায় বিজেপির বিপর্যয় এখন শুধু সময়ের অপেক্ষা। মেহবুবা মুফতির সঙ্গে বিজেপির সমঝোতাও বিশ বাঁও জলে। তাহলে ২০১৯ সালের ৫ আগস্ট থেকে গত পাঁচ বছরের এই ‘পলিটিক্যাল গ্যাম্বল’ও কি ‘অব কি বার ৪০০ পার’-এর মতোই আর একটা ফ্লপ শো? স্বভাবতই মোদিজির রাতে ঘুম নেই। নিদ্রা এলেও ভেঙে যাচ্ছে বারবার। অমিত শাহ গত শুক্রবার কাশ্মীরে ভোটের ইস্তাহার প্রকাশ করতে গিয়ে পর্যটকদের জন্য বিশেষ হাব এবং ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু উপত্যকার মানুষ জানেন, এসবই কথার কথা। জঙ্গি কার্যকলাপ বন্ধ না-হলে কাজের কাজ কিছুই হবে না।
উপত্যকার সাধারণ মানুষ একতরফা দমনপীড়ন থেকে সেনার বাড়াবাড়ি, সব মেনে নিয়েছিলেন সন্ত্রাসমুক্ত এক কাশ্মীরের জন্ম হবে বলে। সেই অলীক স্বপ্নের ঘোর থেকেই বুটের আওয়াজ, অধিকাংশ সরকারি দপ্তর বন্ধ থাকার দুর্ভোগ সহ্য করেছেন তাঁরা। মোদিজির আশ্বাসও ছিল তাই। কিন্তু ৩৭০ ধারা বাতিলের রেশ একটু থিতিয়ে যেতেই জঙ্গিদের দাপাদাপি বেড়ে গিয়েছে ভূস্বর্গের আনাচে কানাচে। চলতি বছরে তা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। পুলওয়ামার স্মৃতি উস্কে দিয়ে গত ৮ জুলাই কাঠুয়ায় আক্রান্ত হয়েছে সেনা কনভয়। প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনার পাঁচ বীর জওয়ান। শুধু এই একটি ঘটনাই নয়, চলতি বছরের প্রথম ছ’মাসে অন্তত এক ডজন বড় জঙ্গি হামলার ঘটনায় আবার পর্যটকদের মনে আতঙ্ক ফিরছে। শুধু জম্মুতেই ১১ জওয়ান শহিদ হয়েছেন। একাধিক ক্ষেত্রে পাকিস্তানি উগ্রপন্থীদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সিনিয়র কর্তারা, মায় কর্নেল পর্যন্ত। প্রত্যুত্তরে সরকার জঙ্গি নিকেশ অভিযান বাড়ালেও রাশ টানা যাচ্ছে না কিছুতেই। বরং বাড়ছেই। কমছে না সীমান্ত দিয়ে পাকিস্তানিদের অনুপ্রবেশও। বলা বাহুল্য, উপত্যকায় নতুন ভোর নিয়ে আসার আড়ালে গত পাঁচ বছর ধরে এত হম্বিতম্বি আসলে প্রকাণ্ড অশ্বডিম্ব ছাড়া কিছুই নয়। সবটাই নাটক?
শুধু কাশ্মীরই নয়, জাতীয় রাজনীতিতে আগামী এক মাসের মধ্যে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে বিজেপির জন্য। মোদিজি নিশ্চিত জানেন, কাশ্মীরের সঙ্গে হরিয়ানার ভোটেও মোটেই সুবিধা হবে না। কৃষকরা ফুঁসছে। কোনওক্রমে দিল্লির সীমানায় 
তাঁদের ঠেকিয়ে রাখা হয়েছে বলপূর্বক। ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া কংগ্রেসের হয়ে ভোট ময়দানে নামায় ইন্ডিয়া জোট বেশ সুবিধাজনক অবস্থায়। উল্টোদিকে প্রার্থী তালিকা প্রকাশের পর হরিয়ানায় বিজেপি শিবিরে নজিরবিহীন অসন্তোষ ও বিদ্রোহের ছবি। অনেক কাঠখড় পুড়িয়েও কাশ্মীরে গেরুয়া শক্তির যে সামান্য লাভটুকুও হচ্ছে না, সেই দেওয়াল লিখন বেশ পড়তে পারছেন অমিত শাহরা, হরিয়ানার ভরাডুবির গন্ধও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চণ্ডীগড়ের বাতাসে। বছর শেষে আর এক বড় রাজ্য মহারাষ্ট্রেও ঘোলা জলে খুব একটা মাছ যে উঠবে না তা এখন থেকেই বলে দেওয়া যায়। মহারাষ্ট্র দখলে গত কয়েক বছর ধরেই ঘুঁটি সাজিয়েও বিশেষ লাভ হয়নি বিজেপির। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসকে সুপরিকল্পিতভাবে ভেঙেও মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা ভোটে দাঁত ফোটাতে না পারলে তা মোদিজির পক্ষে মোটেই খুব স্বস্তিদায়ক হবে না। ঝাড়খণ্ডে চম্পই সোরেন জেএমএম ভেঙে বিজেপিতে যোগ দিলেও কী হবে, তা ভবিষ্যতের গর্ভে। চম্পই সোরেনের পক্ষে একা শিবু সোরেন ও তাঁর উত্তরাধিকারী পুত্র হেমন্তের সঙ্গে টক্কর দিয়ে আদিবাসী ভোটব্যাঙ্কে ফাটল ধরানো এখনও দুঃস্বপ্নই।
সেইদিক থেকে বলা যায়, অষ্টাদশ সাধারণ নির্বাচনের ফল ঘোষণার মাত্র চার মাসের মধ্যেই মোদিজির নেতৃত্বে গেরুয়া শিবির আর এক বিরাট অগ্নিপরীক্ষার মুখোমুখি। ‘অব কি বার ৪০০ পার’ স্লোগান চূড়ান্ত ফ্লপ করলেও এবং কোনওরকমে কান ঘেঁষে একটা জোড়াতালি সরকার গড়া হলেও এক মুহূর্তের জন্য স্বস্তি মেলেনি। গেরুয়া শিবির ও সঙ্ঘ পরিবারের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব, লোকসভায় দল ভাঙিয়ে, রাজ্যে রাজ্যে ‘অপারেশন লোটাস’ চালিয়ে সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি মেটানো। সেই প্রচেষ্টা যে হয়নি তা বলা যাবে না। কিন্তু লোকসভায় ৩২ আসনের ঘাটতি থেকেই গিয়েছে, সাফল্য মেলেনি। দুই যুযুধান শরিক নীতীশ ও চন্দ্রবাবুর আব্দার সামলাতেই সরকারের রাত কাবার। তার উপর আসন্ন হরিয়ানা ও কাশ্মীরের বিধানসভা ভোটে সাফল্যের আশা দূর অস্ত! মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড থেকেও ইতিবাচক কোনও খবর মিলছে না। স্বভাবতই গেরুয়া শিবিরের কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে।
তৃতীয়বার ভোটে জিতে মাত্র চার মাসে ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, ব্রুনেই, প্রায় আধ ডজন দেশে ভ্রমণ করেছেন ‘শান্তির দূত’ সাজতে। বিশ্বগুরুর এই সফরের খরচ? মোটেই কম নয়। কিন্তু পড়শি বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ভারত বিরোধী জিগির তাঁর সেই প্রচেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। মৌলবাদীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ এবং টালমাটাল পাকিস্তান দিল্লির বিদেশনীতির ভয়াবহ বিপর্যয়কেই সূচিত করে। সেইসঙ্গে বিপদও। পড়শি সবক’টি দেশ যুযুধান শত্রুতে পরিণত হলে এবং ইসলামিক মৌলবাদই প্রতিবেশী রাষ্ট্রের দেশ চালনার প্রধান মন্ত্রে পরিণত হলে তা মোদিজির রক্তচাপ বাড়াতে বাধ্য। 
এই কারণেই মোদিজির চোখে ঘুম নেই। কারণ সব প্রশ্নের নিষ্পত্তি হয়ে যাবে আগামী ৮ অক্টোবর দু’রাজ্যের ভোটের ফল বেরলেই। কথা ছিল মহারাষ্ট্রেও একইসঙ্গে নির্বাচনের সূচি ঘোষণা হবে। বিজেপি মোটেই স্বস্তিতে নেই বলেই তা পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরের দৌড়ে রয়েছে দিল্লির ভোট। মণীশ সিশোদিয়াকে ধরে রাখা যায়নি। কেন্দ্রের শাসক দলকে ধাক্কা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্টের মতিগতি দেখে মনে হচ্ছে, কেজরিওয়ালজিকেও আর বেশিদিন আটকে রাখা যাবে না। সেক্ষেত্রে উজ্জীবিত আপের সঙ্গে লড়াই মোটেই সহজ হবে না। নিঃসন্দেহে একের পর এক রাজ্যে বিধানসভা ভোট নিয়ে চাপে গেরুয়া শিবির। 
মোদিজি গত এক দশক ধরেই নেহরুকে মুছতে মরিয়া। কিন্তু সব ইচ্ছা একজীবনে পূরণ হয় না। ৩৭০ ধারা প্রবর্তনের ভুল সংশোধন করার মরিয়া দান খেলেও শোচনীয়ভাবে পস্তাচ্ছেন। বিধানসভা ভোটে জিতে নবনির্বাচিত সরকার যদি আবার বিধানসভায় ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব পাশ করে তা নরেন্দ্র মোদি সরকারের পক্ষে খুব মর্যাদা ও সম্মানের হবে তো? ইতিহাস কিন্তু এভাবেই বারবার ফিরে এসে ক্ষমতাধরকে দুয়ো দিয়ে যায় সবার অলক্ষ্যে। সেখানেই তার জিত।
08th  September, 2024
এক দেশ এক নির্বাচন কার স্বার্থে?
হিমাংশু সিংহ

কেন ইস্তফা দেবেন না অমিত শাহ? দেশের দণ্ডমুণ্ডের কর্তাই যদি মুখ ফস্কে দেশের সংবিধান প্রণেতা সম্পর্কে এমন বালখিল্য মন্তব্য করেন তাহলে সরকারের অভিসন্ধি বুঝতে ভুল হওয়ার কথা নয়। সম্মান জানানো দূরস্থান, বি আর আম্বেদকরের ভূমিকাকে লঘু করার চেষ্টা করেন, তাহলে তাঁর ও তাঁর কট্টর মনুবাদী দলের আসল উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না। ‘আলটপকা’ এই মন্তব্যটা স্রেফ অজুহাত।
বিশদ

এরপরেও বিজেপি গরিবের ভোট চাইবে?
তন্ময় মল্লিক

বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ামাত্র বিরোধীরা একযোগে সমালোচনা শুরু করে দিয়েছেন। তাঁদের দাবি, ‘ছাব্বিশের ভোটের জন্য এসব করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাছের তেলে মাছ ভাজছেন। কারণ এটা সাধারণ মানুষের করের টাকা।’ বিরোধীরা একেবারে হক কথা বলছেন। বিশদ

21st  December, 2024
জনসংখ্যা বৃদ্ধির হার কমছে অথচ অপুষ্টি কমছে না
সমৃদ্ধ দত্ত

সরকার জনসংখ্যা নীতি নিয়ে চিন্তাভাবনা করছে। জনসংখ্যা বৃদ্ধি যাতে কমে যায় সেই কঠোর নীতি কি নেওয়া দরকার? নাকি জনসংখ্যা নীতির প্রয়োজন নেই? এই জল্পনা এখন সরকারের অন্দরে অন্যতম প্রধান একটি বিতর্ক। সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কিন্তু যে রাষ্ট্র আর কিছু বছরের মধ্যে নাকি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে সেখানে এত শিশুমৃত্যু কেন? এত অপুষ্টি কেন?
বিশদ

20th  December, 2024
আল-কায়েদা জঙ্গি জোলানি এখন হিরো
মৃণালকান্তি দাস

প্রচণ্ড গরমের এক দুপুর। ইরাক আর সিরিয়ার সীমান্তের কাছাকাছি একটি জায়গায় দাঁড়িয়ে দু’টি পিকআপ ভ্যান। স্থানীয়রা জানত, এসব গাড়ি কাদের এবং কী উদ্দেশ্যে এখানে চলাচল করে। সিরিয়ার বাজার থেকে অস্ত্র কিনে এই রুট দিয়ে সেগুলি ইরাকে নিয়ে যায় আল-কায়েদা। বিশদ

19th  December, 2024
পাকিস্তান নয়, ভারতই পাশে থাকবে
হারাধন চৌধুরী

অনেক সংশয় কাটিয়ে সোমবার ঢাকাতেও পালিত হল ‘বিজয় দিবস’। এমনকী, কলকাতায় ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দিল বাংলাদেশের প্রতিনিধি দল। ‌গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় এবং ৮ আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
বিশদ

18th  December, 2024
সিবিআইকে নিয়ে গদগদ হওয়ার কিছু আছে কি?
শান্তনু দত্তগুপ্ত

১) ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন। কল্যাণী এইমস এবং দিল্লির গঙ্গারামপুর হাসপাতালে পাঠানোর পরও কিন্তু খুঁত মিলল না। বিশদ

17th  December, 2024
প্রত্যাশিত ভারত মোদির ‘বিকশিত’ ভারত নয়
পি চিদম্বরম

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব—দু’জনেই শহুরে, সুশিক্ষিত ও মৃদুভাষী মানুষ। এস জয়শঙ্কর ফরেন সার্ভিসে একটি উল্লেখযোগ্য কর্মজীবন কাটিয়েছেন। সেখানে তাঁকে একজন উদারপন্থী ব্যক্তি হিসেবেই বিবেচনা করা হতো।
বিশদ

16th  December, 2024
এক দেশ এক নির্বাচন ও মমতার চ্যালেঞ্জ
হিমাংশু সিংহ

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছাব্বিশে, না তারও আড়াই বছর বাদে উনত্রিশের সম্মিলিত নির্বাচনে, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু ইতিমধ্যেই রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় ক্ষেত্রেও তাঁকে প্রধান মুখ করে লড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাটনা থেকে মুম্বই, লখনউ থেকে দিল্লির প্রধান বিরোধী দলগুলির মধ্যে। বিশদ

15th  December, 2024
মৌলবাদ: চক্রান্ত রুখছেন রাজ্যের মুসলিমরাই
তন্ময় মল্লিক

‘কোটা’র বিরুদ্ধে আন্দোলনকে সামনে রেখেই বাংলাদেশে ঘটেছিল তথাকথিত ‘গণঅভ্যুত্থান’। কোটাপ্রথার বিলোপই যদি লক্ষ্য হতো, তাহলে ৫আগস্ট  আন্দোলনের পরিসমাপ্তি ঘটত। শেখ হাসিনা দেশত্যাগী হয়েছেন। কিন্তু দেশে শান্তি ফেরেনি। বিশদ

14th  December, 2024
বিজেপি-সখ্যে আঞ্চলিক দলের ক্ষতি হচ্ছে
সমৃদ্ধ দত্ত

বিগত ১০ বছর ধরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপির সঙ্গে যে আঞ্চলিক দলই সখ্য স্থাপন করেছে, তাদেরই চরম রাজনৈতিক ক্ষতি হয়েছে। হয় তারা নিজেদের ভোটব্যাঙ্ক হারিয়েছে অথবা সরকার থেকে পদচ্যুত হয়েছে। কিংবা নিজেদের রাজ্যে গুরুত্বহীন হয়ে গিয়েছে। বিশদ

13th  December, 2024
দেশে এবার ‘কৃষ্ণ বিপ্লব’ আসন্ন!
মৃণালকান্তি দাস

দেশের এক আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) অধিকর্তা দাবি করেছিলেন, তিনি নাকি মন্ত্রবলে ‘ভূত ছাড়াতে’ পারেন। বেশ কয়েক বছর আগে একটি পরিবারকে তিনি ‘অশুভ আত্মার কবল থেকে মুক্ত’ করেছিলেন বলে দাবি করেন প্রযুক্তিবিদ্যার ওই বিশেষজ্ঞ। বিশদ

12th  December, 2024
কাজ ও প্রচারের নিরিখে মোদি বনাম মনমোহন
সন্দীপন বিশ্বাস

আপনারে বড় বলে, বড় সেই নয়, / লোকে যারে বড় বলে বড় সেই হয়। কোন বালক বয়সে পড়া ‘বড় কে’ নামের এই কবিতার লাইনটি আজও মানুষ ভুলে যাননি। অনেকে সেই কবির নামই জানেন না বা ভুলে গিয়েছেন, কিন্তু লাইন দু’টির মধ্যে যে ঘোর বাস্তবতা রয়েছে, সেটা আমরা মাঝে মাঝেই টের পাই। বিশদ

11th  December, 2024
একনজরে
শনিবার সকালে ট্রাক্টর উল্টে বধূর মর্মান্তিক মৃত্যু ও তাঁর স্বামী ও সন্তান গুরুতর জখম হওয়ার উত্তাল হল দুর্গাপুর। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রনেত পারভিন(২৫)। দুর্গাপুরের মেনগেটের কাছে নিউ স্টিল পার্ক মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। ...

ভোটব্যাঙ্কে ধরেছে ক্ষয়। এখন সদস্য সংগ্রহ অভিযানেও নেই গতি। নেই দলের পক্ষে হাওয়া। এমন প্রেক্ষাপটে ছাব্বিশের নির্বাচনের আগে হাওয়া গরম করতেই পদ্মশিবির ফের পিপিএস ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জিগির তুলেছে। ...

খুনে অভিযুক্ত দুই তৃণমূল ছাত্র নেতা শুক্রবার রাতে নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়ায়। নিহত যুবকের পরিবারের লোকেরা কলেজের সামনে এসে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন। তখন কলেজে একটি অনুষ্ঠান চলছিল। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিসবাহিনী চলে আসে। ...

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রিমিয়ার লিগ— সব টুর্নামেন্টে ব্যর্থতাই সঙ্গী পেপ গুয়ার্দিওলার। শনিবার লিগের লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-২ গোলে বশ মানল সিটিজেনরা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় গণিত দিবস
১৭১৬ : ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত
১৭৯৭ : কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপুজার সূচনাকারী  রাজা নবকৃষ্ণ দেবের মৃত্যু
১৮৫১: ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৮৫৩: বাঁকুড়া জেলার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী সারদা দেবী
১৮৮৭: গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্ম
১৯৮৯: তিন দশক পরে খুলে দেওয়া হল বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট। কার্যত নাকচ হয়ে গেল পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.১৮ টাকা ৮৫.৯২ টাকা
পাউন্ড ১০৫.০৫ টাকা ১০৮.৭৮ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ পৌষ, ১৪৩১, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪। সপ্তমী ২০/৩৮ দিবা ২/৩২। উত্তরফাল্গুনী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/১৬/৪৭, সূর্যাস্ত ৪/৫৩/৪১। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৯ গতে ৯/৭ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৭/৩৫ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১২/৩ গতে ১/৫০ মধ্যে পুনঃ ২/৪৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৯ গতে ৪/১২ মধ্যে। বারবেলা ১০/১৬ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১/১৭ গতে ২/৫৭ মধ্যে।  
৬ পৌষ, ১৪৩১, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪। সপ্তমী দিবা ৩/৩৪। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা ৮/৪। সূর্যোদয় ৬/২০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। 
১৯ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা থেকে পুলিসের হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গি, একটি পিস্তল ও গ্রেনেড সহ উদ্ধার প্রচুর কার্তুজ

11:41:00 AM

ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.২
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপরাষ্ট্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ...বিশদ

11:37:31 AM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন, চিঠিতে শ্রদ্ধাঞ্জলি নরেন্দ্র মোদির

11:37:00 AM

ধাপায় চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ধাপা এলাকায় চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সেই ...বিশদ

11:32:00 AM

মা ফ্লাইওভারে পথ দুর্ঘটনা: মৃত্যু হল বাইক চালক ও আরোহীর

11:29:42 AM

দিল্লির দুটি স্কুলের বোমাতঙ্কের আসল কারণ জানল পুলিস
পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি। তাই স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পরীক্ষা বাতিলের ...বিশদ

11:24:49 AM