চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কেলাবাড়ি এলাকায় মালিওর বাঁধের মরা মহানন্দার উপরে সেতুটি রয়েছে। স্থানীয়দের দাবি, সেতুটি ২৫ বছরের পুরনো। ২০১৭ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। অভিযোগ, তিনবছর আগে জেলা পরিষদ নামমাত্র সেতুটি সংস্কার করেছিল। কোনও ভারী গাড়ি চলতে পারে না এই দুর্বল সেতু দিয়ে। স্থানীয় বাসিন্দা শেখ রেইফুল, শেখ সেইফুল ও মহম্মদ হাফিজউদ্দিনরা বলেন, এই সেতুর উপর দিয়ে তুলসীহাটা,বরুই ও রশিদাবাদ অঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। প্রশাসন সেতুটি সংস্কারে বা নতুন তৈরিতে কোনও পদক্ষেপ করছে না। রশিদাবাদের বাসিন্দা আলফাজ হোসেন বলেন, এই দুর্বল সেতুর জন্য এলাকায় বড় গাড়ি ঢুকছে না। ট্রাক্টরে করে নির্মাণ সামগ্রী নিয়ে আসতে হচ্ছে। এতে যথেষ্ট খরচ পড়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধান সুমা খাতুন বলেন, নতুন সেতুর দাবি জেলা পরিষদ ও বিডিওকে জানানো হয়েছে। জেলা পরিষদ থেকে শুধু সংস্কার হয়েছে। যে কোনও মূহূর্তে সেতুটি ভেঙে যেতে পারে।