চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
অধিবেশন চলাকালীন অবশ্য সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু তা নিছকই সৌজন্যমূলক। বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে কোনওরকম আবেদন জানানোই হয়নি। দলের অন্দরের খবর, রাজ্যের বেহাল দলীয় সংগঠন নিয়ে মোদি সাক্ষাতে বেজায় অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হতো বঙ্গ বিজেপির সাংসদদের। এমনকী খেতে হতো নরেন্দ্র মোদির ধমকও! তাই সবদিক বিবেচনা করে আর বৈঠকের অনুরোধ করার ঝুঁকি নেননি তাঁরা।
নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক বঙ্গ সাংসদ সাফাই দেওয়ার ভঙ্গিতেই জানিয়েছেন, প্রতিবারই মোদিজির সঙ্গে দেখা করতে হবে, এমন কোনও কথা নেই। প্রতিবারই অধিবেশনের সময় তাঁর সঙ্গে বৈঠকের আর্জি জানানো সম্ভব নয়। বাদল অধিবেশনের সময় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। বিজেপি সূত্রের খবর, এই শীতকালীন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একপ্রস্ত বৈঠকের চেষ্টা চালানো হয়েছিল। তা ফলপ্রসূ হয়নি।