সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আদিবাসী অধ্যুষিত খালওয়া এলাকায় একই পরিবারের পাঁচজন ঘরের বাইরেই ঘুমোচ্ছিলেন। তখনই একটি নেকড়ে তাঁদের আক্রমণ করে। মহিলা সহ আক্রান্ত পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য গ্রামবাসী ওই নেকড়েকে ধরে ফেলে বেধড়ক পেটায়। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা আক্রান্ত ওই নেকড়েকে উদ্ধার করেছে। তবে সেটির মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
বনবিভাগ জানিয়েছে, জেলার সদর দপ্তর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, জঙ্গলে প্রায়ই শিকারী কুকুর, নেকড়ে এবং শিয়াল ঘুরতে দেখা যায়। তবে লোকালয়ে এসে পশুর হামলার ঘটনা ঘটেনি। তবে শুক্রবারের পর রাজ্যের অন্তত ৩৫টি গ্রামে আতঙ্কের সৃষ্টি করেছে।
এদিকে নেকড়ে আতঙ্কে উত্তরপ্রদেশের বাহরাইচে প্রাণ গেল এক কুকুরের। বৃহস্পতিবার মেহসি তহশিলে এই ঘটনা ঘটে। বনকর্তা অজিত প্রতাপ সিং জানান, মাজরা লোধানপুরওয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ খবর আসে যে, স্থানীয় বাসিন্দাকে নেকড়ে আক্রমণ করেছে। পরে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে নেকড়ের পায়ের ছাপ মেলেনি। শুক্রবার সকালে ফের দু’জনের উপর হামলার ঘটনা ঘটে। তারপরই গ্রামবাসীরা একটি কুকুরকে নেকড়ে ভেবে পিটিয়ে মারে।