Bartaman Patrika
রাজ্য
 

স্বপ্নের উড়োজাহাজে চেপে
চিরঘুমের দেশে বুদ্ধদেব দাশগুপ্ত

সোহম কর, কলকাতা: ছ’তলার ফ্ল্যাট থেকে নামিয়ে শববাহী যানে তুলে দেওয়া হচ্ছে নিথর দেহ। আর তখন অশ্রুসজল পরিজনদের কণ্ঠে ‘তোমার অসীমে প্রাণমন লয়ে/ যত দূর আমি ধাই...’। মেঘাচ্ছন্ন আকাশ থেকে ঝরে পড়ল ঝিরি ঝিরি বৃষ্টি। যেন প্রকৃতিও চোখের জলে সিক্ত। বাংলা চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের অবসান। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। গভীর ঘুমের মধ্যেই বৃহস্পতিবার ভোরবেলা দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যার ভুগছিলেন। হার্টের সমস্যার জন্য পেসমেকারও বসাতে হয়েছিল। মাসে চারবার ডায়ালিসিস হতো। কিন্তু অদম্য জীবনীশক্তি আর সিনেমার নেশা ৭৭ বছর বয়সে এদিন মৃত্যুর কাছে হার মানল। প্রয়াত পরিচালকের স্ত্রী সোহিনী দাশগুপ্ত জানালেন, গত কয়েকদিন ধরেই বুদ্ধবাবুর শরীর ভালো ছিল না। ডায়ালিসিস চলা অবস্থাতেই ‘উড়োজাহাজ’ ছবির শ্যুটিং করা হয়েছিল। বুদ্ধবাবুর দুই মেয়ে অলকানন্দা ও রাজেশ্বরী শহরের বাইরে থাকায় করোনা পরিস্থিতিতে তাঁরা বাবার শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি।
এই বরেণ্য পরিচালকের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘সিনেমার ভাষার মধ্যে তিনি ছন্দবোধ সম্পৃক্ত করেছিলেন।  তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতের কাছে অপূরণীয় ক্ষতি।’
১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়াতে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। স্কটিশচার্চ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি। অধ্যাপনার সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৬৮ সালে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রে হাতেখড়ি। সত্যজিৎ রায় পরবর্তী যুগে বাংলা ছবিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন অন্যতম। স্পেন, এথেন্স, বার্লিন চলচ্চিত্র উৎসবে তিনি সম্মানিত হয়েছেন। আপোস শব্দটি তাঁর অভিধানে ছিল না। সিনেমার মাধ্যমে বারবার তিনি তাঁর সামাজিক-রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। ‘স্বপ্নের দিন’, ‘উত্তরা’র জন্য জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা পরিচালকের শিরোপা পেয়েছিলেন। ‘দূরত্ব’, ‘তাহাদের কথা’ সেরা বাংলা ছবি হিসেবে পেয়েছিল জাতীয় পুরস্কার। ‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘কালপুরুষ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘গৃহযুদ্ধ’, ‘নিম অন্নপূর্ণা’, ‘উড়োজাহাজ’, ‘টোপ’ একের পর এক অবিস্মরণীয় সৃষ্টি দিয়ে দর্শকদের বুঁদ করে রেখেছিলেন এই পরিচালক। বছর খানেক আগে তাঁর পরিচালিত হিন্দি ছবি ‘আনোয়ার কা আজব কিস্সা’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।
এদিন প্রয়াত পরিচালকের বাসভবনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এছাড়াও এসেছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, পাওলি দাম, দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, পরিচালক অশোক বিশ্বনাথন প্রমুখ। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সিপিএমের রবিন দেব, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
ব্রাত্য বসু জানালেন, করোনা পরিস্থিতির জন্য পরিবারের লোকজন বুদ্ধবাবুর মরদেহ নিয়ে স্টুডিওতে কিংবা নন্দনে যেতে চাননি। অনাড়ম্বরভাবেই শেষকৃত্য সম্পন্ন করতে চেয়েছেন তাঁরা। রাজ বলছিলেন, ‘আমি বুদ্ধবাবুর ফ্যান। কলকাতা চলচ্চিত্র উৎসবের কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে নিবিড় আলাপ হয়েছিল।’ পাওলি বলছিলেন, ‘বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকের সঙ্গে কাজ করাটাই স্বপ্ন সত্যি হওয়ার মতো। চরিত্র, অভিনয়, লুক সব বিষয়েই খুব খুঁতখুঁতে ছিলেন। উনি অভিনয়টা করিয়ে নিতে জানতেন।’
বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘একে একে সবাই যেন হারিয়ে যাচ্ছেন। বুদ্ধদেব দাশগুপ্ত শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেরই নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম। সৌভাগ্যবশত তাঁর সঙ্গে দু’টি সিনেমা করার সুযোগ হয়েছিল। বুদ্ধদা মানুষ হিসেবেও ছিলেন অতুলনীয়।’ চন্দন রায় সান্যাল বললেন, ‘ছোটবেলায় দিল্লিতে একাধিক চলচ্চিত্র উৎসবে ওঁর ছবি দেখে বড় হয়েছি। স্বপ্নেও ভাবিনি যে, কোনও একদিন তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পাব। তাঁর শেষ ছবিটির অংশ ছিলাম আমি।’
শেষদিন পর্যন্ত চিত্রনাট্য লেখার কাজে নিজেকে নিমগ্ন রেখেছিলেন সত্তরের দশকের এই কবি। ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ বুদ্ধবাবুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ‘স্বপ্ন, সময় ও সিনেমা’ বইটিতে তিনি লিখেছিলেন, ‘সিনেমা আজও আমার কাছে স্রোতস্বিনী সময়ের ভেতর থেকে উঠে আসা স্বপ্নের মতো।’ সেই স্বপ্নের লোকেশন, স্বপ্নের চিত্রনাট্য আর স্বপ্নালু দু’টি চোখ যা দিয়ে বিশ্ব চলচ্চিত্র এতদিন ঋদ্ধ হয়েছে, সেই মানুষটার নিথর দেহ দুপুর ২টো নাগাদ কেওড়াতলা মহাশ্মশান থেকে স্বপ্নের চির উড়ানে পাড়ি দিল।
ছবি: স্বরূপ দত্ত

11th  June, 2021
হাড়োয়ায় ধৃত দুই কুখ্যাত দুষ্কৃতী

নিষিদ্ধ মাদক সহ কুখ্যাত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিস। হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ৯০ ঘেরি এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে সাত লিটার নিষিদ্ধ তরল মাদক ও একটি মোটর বাইক উদ্ধার হয়। বিশদ

12th  June, 2021
ভোজ্য তেলে ভেজাল ধরতে রাজ্যকে নির্দেশ

ভোজ্য তেলে ভেজাল ধরতে রাজ্যকে অবিলম্বে অভিযান শুরুর নির্দেশ দিল কেন্দ্র। সেই মতো বাদাম, সয়াবিন, সূর্যমুখী সহ নানাপ্রকার ভোজ্য তেলের সঙ্গে সরষের তেল যেন মেশানো না হয়, তার জন্য নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশদ

12th  June, 2021
‘মানুষের পাশে’ টিভি নাইন

করোনায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাঁদের সব রকমের বার্তা ও তথ্য পৌঁছে দিতে উদ্যোগী হল টিভি নাইন বাংলা। তাদের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মানুষের পাশে’। তাদের বিশেষ অনুষ্ঠান ‘কোভিড হেল্পলাইন’ এর মাধ্যমে সরাসরি বিশিষ্ট চিকিৎসকদের ফোন করে নিজেদের প্রশ্নের উত্তর পাচ্ছেন দর্শক। বিশদ

12th  June, 2021
সোনারপুরে ৩ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির ছক বানচাল করে দিল সোনারপুর থানার পুলিস। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালিরবাগান এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিশদ

12th  June, 2021
চপার দিয়ে কোপানোয় ধৃত ৩

পুরনো বিবাদের জেরে চপার ঩দিয়ে একে অপরকে কোপানোর অভিযোগে বৃহস্পতিবার নারকেলডাঙা থানার পুলিস গ্রেপ্তার করে তিন ব্যক্তিকে। শুক্রবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হয়। বিশদ

12th  June, 2021
বিজেপি-তে বড় ভাঙন,
তৃণমূলে ফিরলেন মুকুল রায়

বিজেপি-তে বড় ভাঙন। তৃণমূলে ফিরলেন মুকুল। জল্পনা চলছিল ক’দিন ধরেই। সম্প্রতি মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন থেকে সেই জল্পনা আরও জোরালো হয়। এরই মধ্যে শুভ্রাংশু রায় ঘুরিয়ে বিজেপিতে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছিলেন। অভিষেকের সৌজন্যের উচ্ছ্বসিত প্রশংসাও করেছিলেন শুভ্রাংশু।
বিশদ

11th  June, 2021
টিকা সাশ্রয়ের নিরিখে দ্বিতীয় বাংলা
তোসিলিজুমাব কাণ্ডের রিপোর্ট মমতাকে

টিকা কম নষ্ট করা বা সাশ্রয়ের নিরিখে দেশের মধ্যে ২ নম্বরে বাংলা, কেরলের পরই। করোনা টিকাকরণে যেমন দেশের অগ্রগণ্য রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে বাংলা, ঠিক তেমনই মে মাসেই টিকার সদ্ব্যবহারে পশ্চিমবঙ্গের পারফর্ম্যান্স নজর কেড়েছে। বিশদ

11th  June, 2021
হুগলিতে বজ্রাঘাতে মৃতের
পরিবারের পাশে অভিষেক 
আর্থিক সাহায্য, পড়াশোনার দায়িত্ব

বাজ পড়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সবরকমভাবে পাশে থাকার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এদিনই ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তুলে দিয়েছেন।  বিশদ

11th  June, 2021
বারবার বলা সত্ত্বেও রেজিস্ট্রি
করেননি নুসরত: নিখিল জৈন

এবার নুসরত জাহানের পাল্টা বিবৃতি দিলেন তাঁর ‘স্বামী’ নিখিল জৈন। এক পাতার বিবৃতিতে তিনি মোট ন’টি পয়েন্ট তুলে ধরেছেন। সেখানে স্পষ্ট বলেছেন, ‘সমাজের কাছে আমরা স্বামী-স্ত্রী হিসেবেই আত্মপ্রকাশ করেছি। বিশদ

11th  June, 2021
করোনা আক্রান্তদের বিনা পয়সায়
হাসপাতালে পৌঁছে দিচ্ছেন অর্পণ
দক্ষিণ বারাসত

কোভিড পরিস্থিতির জেরে মানুষ অসহায়। রাজ্যে কড়া নিয়মবিধি পালনে অটো চলাচলও বন্ধ। ঠিক সেই সময় করোনা আক্রান্তদের মুশকিল আসান হয়ে অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়েছেন জয়নগরের দক্ষিণ বারাসতের অটোচালক অর্পণ। বিশদ

11th  June, 2021
আজ ভরা কোটাল, নিম্নচাপের
ফলে বৃষ্টিরও সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আজ শুক্রবার ভরা কোটালের জোয়ার আসবে নদী ও সমুদ্রে। ওইসঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশদ

11th  June, 2021
দরিদ্র যৌনকর্মী থেকে বৈভবের শিখরে
পুলিসের জালে ‘হেরোইন-রানি’ ময়না

যৌনকর্মী থেকে মাদক কারবারের কিংপিন। ঝুপড়ি থেকে অট্টালিকার মালিক। নামে, বেনামে বিলাসবহুল গাড়ি। পেটের টানে দেহব্যবসায় নেমে ময়না সাহা ১০ বছরের মধ্যেই হয়ে উঠেছিল শিল্পাঞ্চলের ঩঩হেরোইন কারবারের অন্যতম মাস্টার মাইন্ড। বিশদ

11th  June, 2021
মালদহে অনুপ্রবেশের সময়  চীনা
নাগরিক ধৃত, উদ্ধার বিদেশি মুদ্রা

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে মালদহ সীমান্ত পেরিয়ে এক চীনা নাগরিক বেআইনিভাবে ভারতে ঢুকে গ্রেপ্তার হয়েছে। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ তাকে ধরে ফেলে। বিশদ

11th  June, 2021
প্রতিশ্রুতিকে বাস্তব রূপ মমতার
কৃষকদের অনুদান বাড়িয়ে ১০ হাজার

বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ক্ষমতায় ফিরলে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অনুদান বাড়িয়ে দেবেন। একর পিছু বার্ষিক সহায়তার অঙ্ক হবে ১০ হাজার টাকা। বিশদ

11th  June, 2021

Pages: 12345

একনজরে
নন্দীগ্রামের গঙ্গামেলার মাঠে হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের দেহ উদ্ধার হল সোমবার। এদিন ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঁটাখালি ও ১০কিলোমিটার দূরে জেলিংহাম এলাকায় ...

আগামী পয়লা জুলাই পর্যন্ত রাজ্য সরকারি অফিসে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিস কর্তৃপক্ষ কর্মীদের রোস্টার তৈরি করে তাঁদের আসার জন্য পরিবহণের ব্যবস্থা করবে। ...

কোচবিহার পুরসভায় দু’শোরও বেশি ‘ভূতুড়ে’ শ্রমিক! বাস্তবে যাদের কোনও হদিশ মিলছে না। অথচ বেশ কয়েকমাস ধরে প্রতিমাসে ১৪ লক্ষ টাকা করে তাদের বেতন দেওয়া হয়েছে। ...

মসজিদে নামাজ পরতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন এক প্রবীণ ব্যক্তি। কেটে দেওয়া হল দাড়ি। প্রহৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ। প্রথমে তাঁকে অটো থেকে নামিয়ে জঙ্গলের মধ্যে অবস্থিত একটি কুঁড়ে ঘরে নিয়ে যাওয়া হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর ভালো যাবে না। সাংসারিক কলহ বৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৬: জাপানে সুনামিতে ২২ হাজার মানুষের মৃত্যু
১৯৫০: শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম
১৯৫৩: চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের জন্ম
১৯৬০: বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
১৯৬৯: জার্মানির গোলকিপার অলিভার কানের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৪৩ টাকা ৭৪.১৪ টাকা
পাউন্ড ১০১.৬৬ টাকা ১০৫.১৭ টাকা
ইউরো ৮৭.০৬ টাকা ৯০.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  June, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯, ১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭, ৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭২, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  June, 2021

দিন পঞ্জিকা

৩১ জ্যৈষ্ঠ ১৪২৮, মঙ্গলবার, ১৫ জুন ২০২১। পঞ্চমী ৪৫/৪ রাত্রি ১০/৫৭। অশ্লেষা নক্ষত্র ৪১/৫৬ রাত্রি ৯/৪২। সূর্যোদয় ৪/৫৫/৩৮, সূর্যাস্ত ৬/১৮/১২। অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে ৪/৩১ মধ্যে। রাত্রি ৭/০ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ২/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৪ গতে ৩/৩৭ মধ্যে পুনঃ ৪/৩১ গতে ৫/২৪ মধ্যে। রাত্রি ৮/২৫ গতে ৯/৫০ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৫৭ মধ্যে। কালরাত্রি ৭/৩৮ গতে ৮/৫৮ মধ্যে। 
৩১ জ্যৈষ্ঠ ১৪২৮, মঙ্গলবার, ১৫ জুন ২০২১। পঞ্চমী রাত্রি ৭/৩৬। অশ্লেষা নক্ষত্র রাত্রি ৭/৭। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২০।  অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে ও ৯/২৭ গতে ১২/৮ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/২ গতে ২/৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৮ গতে ৩/৪২ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ গতে ৯/৫৫ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৭ মধ্যে ও ১/১৮ গতে ২/৫৯ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৮/৫৯ মধ্যে। 
৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: হাঙ্গেরি ০ পর্তুগাল ৩ (ফুলটাইম)

11:28:00 PM

ইউরো কাপ: হাঙ্গেরি ০ পর্তুগাল ০ (হাফটাইম)

10:28:19 PM

যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে কড়াকড়ি করতে হবে, নির্দেশ রাজ্য প্রশাসনের 
যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে কড়াকড়ি করতে হবে। আজ, মঙ্গলবার ...বিশদ

07:51:00 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে আক্রান্ত ৩৪০, মৃত ৫৭ 

07:39:36 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে কে কে রয়েছেন, জানুন 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আজ, মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা ...বিশদ

07:23:31 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে আক্রান্ত ২৭৪, মৃত ১৮ 

07:22:21 PM