Bartaman Patrika
 

শান্তিগোপাল
হাততালির পিছনে এক যন্ত্রণার জীবন 

অভিনয়ের তাগিদে যাত্রায় এলেও শুরুটা কিন্তু একেবারেই ভালো হল না তাঁর। যাত্রায় হাতেখড়ি রয়েল বীণাপাণি অপেরায় হলেও বীরেন্দ্রনাথ পালের অভিনয়ের হাতেখড়ি আরও অনেক আগেই। যদিও এ নামে তিনি বিখ্যাত নন। মানুষ তাঁকে এক ডাকে চেনেন শান্তিগোপাল নামে। মনের ভিতর অভিনয়ের নেশা সেই কৈশোর থেকেই। আবৃত্তি আর বাগবাজারের পাড়ায় মাচা বেঁধে চলছিল অভিনয়। একদিন যোগাযোগ হল নাট্যকার ও নির্দেশক অমর ঘোষের সঙ্গে। তাঁর একটি নাট্যদল ছিল। নাম তার ‘উদয়াচল’। সেখানে অভিনয় করলেন প্রতিমূর্তি, সাইক্লোন, রাহু, হাঁচি, পথের পাঁচালি প্রভৃতি নাটকে। করলেন হ্যামলেট নাটকও। সেই নাটকে তিনি পলোনিয়াস চরিত্রটিতে অভিনয় করেছিলেন।
গ্রুপ থিয়েটারের সেই মানসিকতা নিয়ে তিনি একদিন যাত্রায় চলে এলেন। রয়েল বীণাপানি অপেরায় করলেন বিপ্লবী সন্তান, দস্যুকন্যা, ভাগ্যের বলি। কিছুই যেন ঠিকভাবে মেলাতে পারছিলেন না। নাটকের স্কুলিং ভেঙে যাত্রার স্কুলিং শিখতে লাগলেন একটু একটু করে। ডাক পেলেন নট্ট কোম্পানিতে। সেখানেও তেমন খ্যাতি জুটল না। কখনও এক নম্বর, কখনও দু’ নম্বর আবার কখনও বা তিন নম্বর শিল্পী হয়ে অভিনয় করছিলেন। মন তাঁর চাইছিল অন্য কিছু। একটু পরীক্ষা কি যাত্রা নিয়ে করা যায় না? শুধুই পৌরাণিক আর ঐতিহাসিক পালার গড্ডালিকায় ভেসে যেতে হবে? এই সময় তাঁকে উৎসাহিত করেছিলেন অভিনেতা শিব ভট্টাচার্য। তিনি ছিলেন শান্তিগোপালের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। শান্তিগোপাল চলে এলেন তরুণ অপেরায়। সঙ্গে এলেন শিববাবুও। কিছুদিন পর দলটাকে লিজ নিলেন। সোনাই দীঘি করলেন। দলে তখন ফণীভূষণ বিদ্যাবিনোদ, দিলীপ চট্টোপাধ্যায় প্রমুখ। এরপর তরুণ অপেরায় এলেন পান্না চক্রবর্তী ও চিত্রা মল্লিক। মনোমালিন্যে দল তেমন চলল না। সিজনের মাঝপথেই পান্না-চিত্রা দল ছেড়ে চলে গেলেন। পরের বছর দলে নিলেন সুজিৎ পাঠক এবং অজিত সাহাকে। তেমন ব্যবসা হল না। ঠিক করলেন বাজেট কমাতে হবে। দামি শিল্পীর বদলে ভালো এবং নতুন আঙ্গিকের নাটক দিয়ে মানুষের মন জয় করতে হবে। করলেন ঘুম ভাঙার গান। পালা লিখেছেন এক নতুন নাট্যকার। শম্ভু বাগ। কিছুটা ব্যবসা হল। এরপর হাতে এল শম্ভু বাগের হিটলার পালাটি। মন চাইছিল তাঁর পালাটি আসরস্থ করতে। কিন্তু বাণিজ্য সংক্রান্ত ভাবনা পিছু টান দিচ্ছিল। বেশ কয়েকদিন পরপর মিটিং চলল। কেউ কেউ বললেন, ‘দাদা নতুন ধরনের এমন পালা কি গ্রাম বাংলার মানুষ নেবেন?’ আবার কেউ বললেন, ‘একঘেঁয়ে পালা দেখে মানুষ ক্লান্ত। নতুন এই পালা মানুষের ভালো লাগবেই।’ কপাল ঠুকে নেমে পড়লেন। এমন পালা পরিচালনা করবেন কে? শান্তিগোপালের মনে পড়ল অমর ঘোষের কথা। একসময়ে তাঁর কাছে নাটকের অনেক কিছু শিখেছেন। একদিন অমর ঘোষকে গিয়ে সব কথা বললেন। বললেন, ‘এতদিন একধরনের পালা করে তেমন লাভ হয়নি। বাজারে অনেক দেনা হয়ে গিয়েছে। তাই একটু রিস্ক নিয়েই একটা নতুন ধরনের পালা নামাচ্ছি। নাম হিটলার। আপনাকে ডিরেকশন দিতেই হবে। নতুন পালার সঙ্গে একটু নতুন আঙ্গিকও চাই।’
অমর ঘোষের নির্দেশনায় পালা নামল। শান্তিগোপাল অমানুষিক পরিশ্রম করলেন হিটলারের চরিত্রের নির্মমতা ফুটিয়ে তুলতে। যাত্রাপালায় নতুন টেকনিকের ব্যবহার হল। মাইক্রোফোনের ব্যবহার হল। মাইক্রোফোনের সাহায্যে গোলাগুলির আওয়াজ, যুদ্ধে আহত মানুষের আর্ত চিৎকার শোনানো হতো। এছাড়া মঞ্চের উপর রস্ট্রাম ব্যবহারও প্রথম হল। মঞ্চের উপর আরও একটি উঁচু মঞ্চ। অভিনয়ের পাশাপাশি শান্তিগোপালের রূপসজ্জাও নজর কাড়ল। ওই পালায় লুসি চরিত্রে অভিনয় করেছিলেন বর্ণালী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কী ধৈর্য এবং সময় নিয়ে উনি মেক আপ করতেন। নিঁখুত রূপসজ্জার জন্য কত চেষ্টা করেছেন। অবাক হয়ে আমরা দেখতাম, ওই মুখের মধ্য কীভাবে একসঙ্গে ফুটে ওঠে কখনও হিটলার, কখনও লেনিন, কখনও মাও সে তুং আবার কখনও বা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ। আমরা তাঁর অভিনয় দেখতাম। শান্তিবাবু যখন ‘আমি সুভাষ’ পালায় হাত মুঠো করে উপরের দিকে ছুঁড়ে বলতেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তখন আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠত।’
সেই সাহসী পদক্ষেপ বৃথা যায়নি। হিটলার সুপার ডুপার হিট হল। আজ পর্যন্ত যাত্রায় কোনও পালা ২০০০ রজনী অতিক্রম করেনি। সাহস বাড়ল। তাঁর মনে হল যাত্রায় নতুন যুগ এল। এই নতুন যুগে নতুন ভাষ্যে মানুষের কাছে লোকশিক্ষাকে পৌঁছে দেওয়ার সময় উপস্থিত। একে একে নামল লেনিন, কার্ল মার্কস, নেপোলিয়ন, স্তালিন, আমি সুভাষ, রাজা রামমোহন, ওথেলো, মাও সে তুং, বিদ্রোহী সন্ন্যাসী, এবার তদন্তের পালা, সিপাই মিউটিনি, বিপ্লব বহ্নি, আট ঘণ্টার লড়াই, শত্রু রক্ত যুদ্ধ, আগুন জ্বেলে দিল প্রভৃতি পালা। মঞ্চ কাঁপছে হাততালিতে। মানুষের চোখে মুগ্ধতা। মনে তৃপ্তি। সমাজতান্ত্রিক ভাবনার বীজ বুনে দিচ্ছেন তিনি গ্রামের মানুষের মনে। তখন এক বামপন্থী নেতা বলেছিলেন, ‘আমাদের দশজন নেতার বক্তৃতায় যে কাজ হতো, তার লক্ষ গুণ কাজ হতো শান্তিগোপালের একটি পালায়।’ সমাজতান্ত্রিক নানা পালার মধ্য দিয়ে তিনি মানুষের চোখে এঁকে দিলেন বামপন্থার রোমান্টিসিজম। যাত্রা গবেষক দিবাকর ভৌমিকের মতে, ‘সেদিন বামপন্থীদের গ্রামবাংলা জয় করার ক্ষেত্রে অনেকটাই কাজ করেছিল শান্তিগোপালের পালাগুলি।’
তাঁর বিভিন্ন পালায় নানা চরিত্রে অভিনয় করেছিলেন বর্ণালী বন্দ্যোপাধ্যায়। শান্তিগোপাল সম্পর্কে তিনি মুগ্ধ। তাঁর কথায়, ‘শান্তিবাবু ছিলেন দলের টপ এবং মালিক। দুই ভূমিকাতেই তিনি অত্যন্ত বড় মাপের ছিলেন। সব সময় নতুন কিছু ভাবতে ভালোবাসতেন। আমরা যখন পালা করতে যেতাম তখন আমাদের সাজপোশাক আর মেক আপের ট্রাঙ্কের সঙ্গে আলাদা একটা ট্রাঙ্ক থাকত। সেই ট্রাঙ্ক ভর্তি বই থাকত। সময় পেলেই তিনি সেই বই পড়তেন এবং পরের পালা সম্পর্কে চিন্তাভাবনা করতেন।’
কিন্তু শেষ রক্ষা হল না। দেনায় একবারে ডুবে গেলেন। বাণিজ্যিক ব্যর্থতা তাঁকে নিয়ে গেল খাদের একেবারে কিনারায়। সে এক যন্ত্রণার কাল। আলোর মঞ্চ থেকে অন্ধকারে হারিয়ে যাওয়া একজন শিল্পীর কাছে কতটা যে যন্ত্রণার, সে কেবল তিনিই বোঝেন।
কেমন ছিল সেই সময়টা? তাঁর ছেলে অনির্বাণ পালের মুখ থেকেই শুনেছিলাম। ‘বাবা যখন পেশাদারী জগৎ থেকে সরে এসেছিলেন তখন তাঁর বয়স ৫৫ বছর। কিন্তু পাগলের মতো চেষ্টা করতেন কীভাবে অভিনয় করা যায়। মানুষের দোরে দোরে ঘুরতেন। তখন কত নতুন নতুন ভাবনা বাবার মাথায় ঘুরত। সেগুলিকে রূপ দিতে চাইতেন। কিন্তু সেরকম সহযোগিতা কোথাও পাননি। তৎকালীন রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। রাজ্য সরকার ২৫ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছিল। কিন্তু ওই টাকায় দল করা সম্ভব নয়। তাই সেই টাকা তিনি নিতে অস্বীকার করেছিলেন। তিনি চেয়েছিলেন আরও ২০ বছর অভিনয় করতে। তাই অ্যামেচার দল খুলে অভিনয় করতেন। প্রথম হিটলার করেছিলেন ৩৩-৩৪ বছর বয়সে। আবার ৭২ বছর বয়সেও অ্যামেচার দলে হিটলার করেছিলেন। যাঁরা আগের হিটলার দেখেছিলেন, তাঁরা বলেছিলেন, ‘শান্তিবাবু মনে হচ্ছে আপনি যেন সেই আগের হিটলার।’
জীবনের শেষ এক বছর তাঁর যাত্রায় বিতৃষ্ণা এসে গিয়েছিল। কেউ যাত্রার কথা বললে রেগে যেতেন।
শান্তিগোপাল একটা যুগ। সময়ের এক স্পর্ধিত বার্তা। তিনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন, তা সহজে ভোলা যাবে না। 
18th  May, 2019
 বিপজ্জনক ৫০

বিশ্বজুড়ে এক অদ্ভুত আঁধার নেমে এসেছে। পরমতঅসহিষ্ণুতা, পরধর্মঅসহিষ্ণুতা ক্রমশ বেড়ে চলেছে। গণতন্ত্রের পীঠস্থান বলে ভাবা হতো যে দেশটিকে, বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ তাদের শেষ আশ্রয়স্থল বলে ভাবত যে দেশটিকে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ করছে।
বিশদ

01st  June, 2019
অন্ধ পুত্রস্নেহ আর লোভ, দুই-ই ভয়ংকর

মনুষ্যত্বের সবচেয়ে বড় প্রকাশ প্রেম, ভালোবাসা ও ক্ষমাশীলতাকে কেন্দ্র করে শতাধিক বছর আগে দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন তাঁর বিখ্যাত নাটক ‘সাজাহান’।
বিশদ

25th  May, 2019
মহাকাব্যের আড়ালে

 কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে এক গ্রামীন পালা। বেশ উত্তেজনাময় দৃশ্য। একদিকে ভীমের হুঙ্কার, আর অন্যদিকে দুর্যোধনের আস্ফালন। দুই মহারথীর গদাযুদ্ধের আহ্বান। দর্শকরাও বেশ উত্তেজিত। ভীম অর্থাৎ ধর্মের কাছে অধর্মের প্রতীক দুর্যোধনের বিনাশ দেখার জন্য যখন তারা উদগ্রীব, ঠিক তখনই বাঁধল গোল।
বিশদ

25th  May, 2019
পড়াশুনো না জেনেও ইংরেজিতে সংলাপ বলতেন

যাত্রাভিনেত্রী বর্ণালী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লিখেছেন সন্দীপন বিশ্বাস। বিশদ

25th  May, 2019
 মুক্তাঙ্গনে কমেডি ড্রামা ফেস্টিভ্যাল

সম্প্রতি টালিগঞ্জ রঙ্গ ব্যঙ্গ অদ্বিতীয়ার আয়োজনে, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক-এর আর্থিক সহায়তায় কমেডি ড্রামা ফেস্টিভ্যাল হয়ে গেল মুক্তাঙ্গনে। হাসতে ভুলে যাওয়া মানুষদের কাছে একগুচ্ছ হাসির নাট্যসম্ভার উপহার দিলেন তাঁরা। ৬ দিন ব্যাপী এই হাসির নাটকের অনুষ্ঠানে প্রতিদিন দুটি করে মজাদার কমেডি ড্রামা অনুষ্ঠিত হয়েছিল।
বিশদ

25th  May, 2019
নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে মনোগ্রাহী প্রযোজনা 

গত ১৭ই এপ্রিল গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল গড়িয়া কৃষ্টি প্রযোজিত নাটক ‘কালপুরুষ’। সাতের দশকের বামপন্থী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে এই নাটক।  বিশদ

18th  May, 2019
রহস্য, রোমাঞ্চ, উত্তেজনায় টানটান নাটক
 

ঝিনুকের জন্মদিনে সকলেই এসেছে। নাচ,গান পার্টি সবই হচ্ছে। তবুও ঝিনুকের মন পড়ে আছে তাঁর বাবার পথের দিকে।আজ কী উপহার আনবে তার বাবা? সকলের যখন চলে যাওয়ার সময় তখন তার বাবা, দিগন্ত পত্রনবিশ ঝিনুকের জন্য ইয়া বড় এক বাঘ নিয়ে ঢুকলেন। ঝিনুকের সে কী আনন্দ বাঘ পেয়ে!  বিশদ

18th  May, 2019
আমি চপল ভাদুড়ী
না চপলরানি!

একসময় নারী চরিত্রে পুরুষদের অভিনয় করাটাই ছিল রেওয়াজ। সেই যুগের শেষ জীবিত প্রতিনিধি চপল ভাদুড়ীর সঙ্গে কথা বললেন সঞ্জীব বসু। বিশদ

04th  May, 2019
যাত্রাসম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত

 মান্না দে বললেন, জ্যোৎস্না তুমি হারমোনিয়ামকেও হারিয়ে দিয়েছ...। জ্যোৎস্না দত্তকে নিয়ে লিখেছেন সন্দীপন বিশ্বাস। বিশদ

04th  May, 2019
হাল্কাচালের হাসির নাটক

গত ১৯শে মার্চ বেহালার শরৎ সদনে অনুষ্ঠিত হল ‘ক্রিয়েটিভ বেহালা’ অয়োজিত নাটক ‘সোনার মাদুলি’। নাটকটি রচনা করেছেন বিমল বন্দোপাধ্যায়। পরিচালনায় সুদীপ বন্দোপাধ্যায়। সুদীপ ব্যানার্জী ক্রিয়েশনের সহযোগিতায় বেহালার এই দলটি আগামীদিনে নাট্য জগতে বিশেষভাবে এগিয়ে আসছে।
বিশদ

04th  May, 2019
ঐহিকের নাট্য আসর

গতবারের মতো এবারেও ‘ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী’ আয়োজন করেছিল সারাদিনব্যাপী এক নাটকের আসরের। যার শিরোনাম ‘বাংলার নটনটী—অভিনয়ের অঙ্গনে নটনটীর দক্ষতা’। তপন থিয়েটারে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই নাট্য আসর।
বিশদ

04th  May, 2019
আজও প্রাসঙ্গিক বিসর্জন

আজ আর কোনও দেশের সঙ্গে কোনও দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে না। এখন হয় যুদ্ধ যুদ্ধ খেলা, যার গালভারি নাম ছায়া যুদ্ধ। যুদ্ধ হচ্ছে না অথচ যুদ্ধের প্রস্তুতি চলছে সব দেশেই। কেনা হচ্ছে অস্ত্রশস্ত্রের সম্ভার। বাড়ছে সামরিক খাতে ব্যয় বরাদ্দ। তাছাড়া রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ।
বিশদ

04th  May, 2019
বহুরূপীর নাট্যোৎসব 

বাংলার সবথেকে পুরনো নাট্যদল বহুরূপী ৭১ বছর পূর্ণ করল। আগামী ১ মে তারা ৭২ বছরে পদার্পণ করবে। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারেও অ্যাকাডেমি অব ফাইন আর্টসের মঞ্চে তারা আয়োজন করেছে নাট্যোৎসবের। উৎসবের শুরু ৩০ এপ্রিল। চলবে ২ মে পর্যন্ত। 
বিশদ

27th  April, 2019
শৌভনিক ৬৩ 

আগামী ১ মে ৬৩ বছরে পা দিতে চলেছে শৌভনিক নাট্যদল। বিগত ৬২ বছরে বহু স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণাঙ্গ নাটক প্রযোজনা করেছে শৌভনিক। যার মধ্যে অধিকাংশই মঞ্চসফল। শুধু নাট্য প্রযোজনাই নয়।  
বিশদ

27th  April, 2019

Pages: 12345

একনজরে
 ওয়াশিংটন, ২১ জুলাই (পিটিআই): ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই ক্রমশ ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল ওয়াশিংটনের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিচ্ছে না, মূলত এই অভিযোগে তাদের সামরিক সাহায্য করাও বন্ধ করে দেয় আমেরিকা। ...

সংবাদদাতা, কালনা: নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে রুখলেন স্কুলের শিক্ষিকারা। ঘটনা ঘটেছে কালনার বৈদ্যপুর রাজরাজেশ্বর বালিকা বিদ্যালয়ে। নাবালিকাকে পুলিসের সহযোগিতায় উদ্ধার করা হয়। নাবালিকার পরিবার মেয়ের ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা দেয়।  ...

কলম্বো, ২১ জুলাই: বিশ্বকাপের ফাইনালে ওভার থ্রোয়ে আম্পায়ার কুমার ধর্মসেনার ৬ রান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। তবে অবশেষে নিজের ভুল স্বীকার করলেন ধর্মসেনা। ঘনিষ্ঠ মহলে শ্রীলঙ্কার আম্পায়ারটি জানিয়েছেন, ‘ওই ওভার থ্রো-তে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। ...

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্তে অবস্থিত কয়েকটি গ্রাম এবারও বর্ষা আসতেই বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গিয়েছে। ফলে প্রতিবারের মতো ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১৮: ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধে
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
20th  July, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৫২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৭০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,২১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  July, 2019

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ২২/২২ দিবা ২/৪। পূর্বভাদ্রপদ ১৩/১৩ দিবা ১০/২৪। সূ উ ৫/৭/১৮, অ ৬/১৮/৩৬, অমৃতযোগ দিবা ৬/৫৩ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১/২ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/২১ গতে ২/১৪ মধ্যে, বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪০ মধ্যে, কালরাত্রি ১০/২২ গতে ১১/৪৩ মধ্যে। 
৫ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০১৯, সোমবার, পঞ্চমী ১৪/২০/৫৯ দিবা ১০/৫০/২১। পূর্বভাদ্রপদনক্ষত্র ৮/২৮/৩৩ দিবা ৮/২৯/২২, সূ উ ৫/৫/৫৭, অ ৬/২১/৩৯, অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ১০/২৪ গতে ১/০ মধ্যে এবং রাত্রি ৬/৫৬ গতে ৯/৮ মধ্যে ও ১১/২০ গতে ২/১৬ মধ্যে, বারবেলা ৩/২/৪৩ গতে ৪/৪২/১১ মধ্যে, কালবেলা ৬/৪৫/২৫ গতে ৮/২৪/৫২ মধ্যে, কালরাত্রি ১০/২৩/১৬ গতে ১১/৪৩/৪৮ মধ্যে। 
১৮ জেল্কদ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীরা কোনও শুভ সংবাদ পেতে পারেন। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম১৯১৮: ভারতের ...বিশদ

07:03:20 PM

  সল্টলেকের বিএসএনএল-এর অফিসে আগুন
সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের বিএসএন এল-এর নোভাল সেন্টারে আগুন লেগেছে। ...বিশদ

09:50:50 PM

বরানগর জুট মিলে আগুন, অকুস্থলে দমকলের ৪টি ইঞ্জিন 

07:18:32 PM

কালিকাপুরে সোনার গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার পরিচারিকা 

06:20:00 PM

মহেশতলায় দুটি গাড়ির সংঘর্ষ, আহত ৬ 
অটো এবং ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছ’জন। জানা গিয়েছে, ...বিশদ

06:18:00 PM