বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
কায়রো, ১৮ জুলাই: ম্যাচের তৃতীয় মিনিটে ইগহালোর গোলে তিউনিশিয়াকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনস’এ তৃতীয় স্থান পেল নাইজেরিয়া। সেমি-ফাইনালে আলজেরিয়ার কাছে হার মানতে হয়েছিল তাদের। এদিন তিউনিশিয়াকে হারানোর পর নাইজেরিয়ার জার্মান কোচ গার্নট রোর বলেছেন, ‘তৃতীয় স্থান আমাদের কাছে সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো। মিশর থেকে খালি হাতে ফিরতে হল না। এই প্রতিযোগিতায় ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তবে বেশ কিছু জায়গায় উন্নতি করার প্রয়োজন রয়েছে। গ্রুপ পর্বে মাদাগাসকরের কাছে হার এখনও অনেকে মেনে নিতে পারছেন না। সেদিন আমরা কাঙ্ক্ষিত ছন্দে খেলতে পারিনি। তবে সেমি-ফাইনালে আলজেরিয়ার কাছে মুহূর্তের ভুলে হারতে হয়েছে।’ তৃতীয় স্থানাধিকারী ম্যাচে নাইজেরিয়া জিতলেও তিউনিশিয়ার বল পজেশন ছিল বেশি। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের তিন মিনিটে বাঁ দিক থেকে আসা মাইনাস ঠিকমতো ধরতে পারেননি তিউনিশিয়া গোলরক্ষক। সেই সুযোগে বল গোলে ঠেলে দেন ইগহালো (১-০)।