দেশ

চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানি, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেলকর্মীর

নয়াদিল্লি: নারী নির্যাতনের নানা ঘটনায় দেশজু঩ড়ে প্রতিবাদের ঝড় তুঙ্গে। নিয়মিতই দেশের নানা প্রান্তে রাস্তায় নেমে মিটিং-মিছিলের ছবি সামনে আসছে। এই পরিস্থিতির মধ্যে হামসফর এক্সপ্রেসে এবার নাবালিকার শ্লীলতাহানির ঘটনা। তার জেরে অভিযুক্ত রেলকর্মীকে পিটিয়ে খুন করল নির্যাতিতার পরিবার সহ অন্য যাত্রীরা। 
পুলিস জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকার পরিবার বিহারের বারাউনি থেকে দিল্লির উদ্দেশে হামসফর এক্সপ্রেসে ওঠে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কিশোরীকে নিয়ে তার মা শৌচাগারে গেলে গ্রুপ ডি রেলকর্মী প্রশান্ত কুমার ওই নাবালিকাকে নিজের আসনে বসায়। কিছুক্ষণ পর কিশোরীর মা শৌচাগার থেকে বেরোতেই ওই কিশোরী তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বিষয়টি ওই মহিলা তাঁর পরিবারের লোকজন ও অন্য যাত্রীদের জানান। পরে লখনউয়ের আইসবাগ জংশনে ট্রেন পৌঁছালে যাত্রীরা প্রশান্তকে ধরে ফেলে। তারপরই বেধড়ক মারধর শুরু হয়। ট্রেনটি ভোর সাড়ে চারটে নাগাদ কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে অভিযুক্ত রেলকর্মীকে উদ্ধার করে জিআরপি কর্মীরা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রশান্তর পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা প্রশান্ত। তাঁর কাকা পবন বলেন, ‘প্রশান্ত এই ধরনের ছেলেই নয়। তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। চলন্ত ট্রেনে এতক্ষণ ধরে তাকে পেটানো হল। অথচ আরপিএফের কেউ ঘটনাস্থলে ছিল না।’
প্রয়াগরাজ জিআরপির সুপার অভিষেক যাদব বলেন, ‘আইসবাগ স্টেশন থেকে কানপুর পর্যন্ত অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। যখন জিআরপি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে আক্রান্তের মৃত্যু হয়েছে।’
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা