দেশ

জিএসটি নিয়ে অর্থমন্ত্রী নির্মলাকে প্রশ্ন, রোষের মুখে তামিলনাড়ুর ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের চাপে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হল বিজেপি। ইস্যু: জিএসটি জটিলতা নিয়ে সওয়াল করে অর্থমন্ত্রীর রোষের মুখে পড়া তামিলনাড়ুর এক ব্যবসায়ীর ভাইরাল ভিডিও। সেটা দেখেই বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত রাহুল গান্ধী। সমালোচনার সুর চড়িয়েছেন ডিএমকে এমপি কানিমোঝি। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। বিষয়টি নিয়ে শুক্রবার দিনভর উত্তাল হয় তামিলনাড়ুর রাজনীতি। 
বিরোধীদের চাপ বাড়তে থাকায় তামিলনাড়ুর ঩রেস্তরাঁ অন্নপূর্ণা হোটেলের মালিক শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই। ক্ষমা চান, ভাইরাল হওয়া ভিডিওটির জন্য। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধীদের প্রশ্ন, কেন ব্যবসায়ীদের ওপর এভাবে চাপ সৃষ্টি করা হবে? কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদির পছন্দের বড় ব্যবসায়ীরা যখন কর ছাড়ের আবেদন করেন, তখন তো শোনা হয়। তাহলে ছোট ব্যবসায়ীদের কথা কেন শোনা হবে না? উল্টে ধমকানো হবে? এদিন সাংবাদিক সম্মেলনে ভাইরাল দুটি ভিডিও সামনে রেখে সুপ্রিয়া শ্রীনেত বলেন, তামিলনাড়ুর কোয়েম্বোটুরে অন্নপূর্ণা রেস্তরাঁর মালিক গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জিএসটি জটিলতা নিয়ে সওয়াল করেন। বলেন, সাধারণ বান পাউরুটির ওপর কোনও জিএসটি নেই। কিন্তু তাতে ক্রিম লাগালে ১৮ শতাংশ কর। আবার স্রেফ ক্রিমের জিএসটি ৫ শতাংশ। তাই গ্রাহকরা বান আর ক্রিম আলাদা করে কেনে। কিন্তু তার রসিদ কাটতে আমাদের হিমশিম খেতে হয়। কত শতাংশ জিএসটি কাটা হবে। আরও কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি। কিন্তু কেন সর্বসমক্ষে এভাবে মন্ত্রীকে অপ্রস্তুত ফেলা হল, এই ইস্যুতে পরে ওই ব্যবসায়ীকে নির্মলার কাছে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যেখানে ওই ব্যবসায়ীকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে বলেই বিরোধীদের অভিযোগ। 
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা