দেশ

সেন্ট স্টিফেন্সে ভর্তি অনিয়ম নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়কে চিঠি শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  মানা হচ্ছে না ভর্তি সংক্রান্ত নিয়ম। ‘সুপারনিউমেরারি ক্যাটিগরি’তে অতিরিক্ত আসনে ভর্তি হতে সেই কারণে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে প্রায় প্রত্যেক যোগ্য প্রার্থীকে। একমাত্র আদালতে মামলা করলে কিছু ক্ষেত্রে সুরাহা মিলছে। ফলে নষ্ট হতে পারে অনেকের শিক্ষা বছর। এমনই আশঙ্কা প্রকাশ করে এবার দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠালেন শহরের সেন্ট স্টিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের একাংশ।  জানা যাচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যান্য কলেজ নিয়েও এ ব্যাপারে খোঁজখবর নিতে চলেছে শিক্ষামন্ত্রক। এ নিয়ে শীঘ্রই মন্ত্রক বৈঠক করতে পারে। 
এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। সেন্ট স্টিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের অন্যতম এনপি অ্যাশলি বলেন, ১৫ সেপ্টেম্বর ভর্তির শেষ তারিখ। তা সত্ত্বেও ওই ক্যাটিগরিতে ভর্তি নিয়ে নানা টালবাহানা করে চলেছে কলেজ কর্তৃপক্ষ। সকলের তো আদালতে গিয়ে মামলা ঠোকা সম্ভব নয়। আমরা যতটা সম্ভব, চাপ সৃষ্টি করছি। নাহলে বৃহত্তর আন্দোলন হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জানা যাচ্ছে, বুধবার এ নিয়ে নিজের মধ্যে বৈঠক করেন ওই কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের একাংশ। তারপরই কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, ওই কলেজে সুপারনিউমেরারি ক্যাটিগরিতে অতিরিক্ত আসন রয়েছে পাঁচ শতাংশ। আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া কিংবা অভিভাবকহীন অথবা সিঙ্গল গার্ল চাইল্ডদের কথা ভেবেই উল্লিখিত ক্যাটিগরিতে অতিরিক্ত আসনের বন্দোবস্ত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি।
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা