দক্ষিণবঙ্গ

কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, ১০ বছরের কারাদণ্ড যুবকের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির পাশে কাজে এসে এক কিশোরীকে অজ্ঞান করে প্রথমে অপহরণ ও তাকে মুম্বই নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল রাজমিস্ত্রির বিরুদ্ধে। দীর্ঘ ন’বছর মামলা চলার পর শুক্রবার অভিযুক্ত অসীম মণ্ডলকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসত আদালতের পকসো কোর্টের বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী অসীম পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি ঘোলা থানার মাধবপুরে। 
২০১৫ সালে দত্তপুকুরের একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসে সে। আর কাজ করার সময়েই পড়শি নবম শ্রেণির এক ছাত্রীকে টার্গেট করে। স্কুলে যাওয়ার পথে ৭ মার্চ নাবালিকাকে অপহরণ করে অসীম। একপ্রকার জোর করে গাড়িতে তুলে নাবালিকাকে পানীয় জলের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেয়। এরপরেই ওই কিশোরী অচৈতন্য হয়ে পড়ে। অসীম তাকে নিয়ে চলে যায় মুম্বইয়ে। নাবালিকার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ২০১৫ সালের ৯ মার্চ দত্তপুকুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তদন্ত চালিয়ে মুম্বই থেকে ১২ এপ্রিল অভিযুক্ত অসীমকে গ্রেপ্তারের পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে দত্তপুকুর থানা। পুলিস তদন্তে জানতে পারে, অভিযুক্ত অসীম নাবালিকাকে নিয়ে মুম্বইতে একমাস রেখেছিল। সেই সময় নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে। পাশাপাশি তাকে পাচারেরও ছক করেছিল অসীম। পকসো, অপহরণ ও পাচারের চেষ্টার ধারায় মামলা রুজু করে দত্তপুকুর থানা। মামলা চলে বারাসতের পকসো আদালতে। ন’বছর মামলা চলার পর বৃহস্পতিবার অভিযুক্ত অসীমকে দোষী সাব্যস্ত করে বারাসতের পকসো আদালতের বিচারক। শুক্রবার সাজা ঘোষণা করেন বিচারক। এই প্রসঙ্গে মামলার সরকার পক্ষের আইনজীবী গৌতম সরকার বলেন, অভিযুক্ত অসীম মণ্ডলের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা হয়েছিল। এদিন ৩৬৩ ধারায় নাবালিকা অপহরণের দায়ে সাতবছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচহাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও ৬ মাসের জেল। ৩৬৩ (এ) ধারায় সাতবছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড। এছাড়াও নাবালিকা ধর্ষণের দায়ে পকসো আইনের ৬ নম্বর ধারায় ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা