দক্ষিণবঙ্গ

বৃষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে আবারও জলমগ্ন হচ্ছে পাঁশকুড়া

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: অতিরিক্ত বৃষ্টি ও ব্যারেজের ছাড়া জলে আবারও জলমগ্ন হচ্ছে পাঁশকুড়া। পুরসভার ১৪ ও ১৫নম্বর ওয়ার্ড পুরোপুরি জলের তলায়। এছাড়াও ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন। স্টেশন বাজার যাওয়ার রাস্তাও জলমগ্ন। পাঁশকুড়া ব্লকের মানুরে ভেঙে যাওয়া কংসাবতীর নদীবাঁধে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছিল। শুক্রবার সকাল ৯টা নাগাদ জলের তোড়ে মেরামতির অংশ ভেঙে হু-হু করে গ্রামে জল ঢুকছে। বৃষ্টির জলে পাঁশকুড়া থানার পূর্বচিল্কা থেকে পুরুষোত্তমপুর যাওয়ার রাস্তা জলমগ্ন। পাঁশকুড়া ব্লকের খণ্ডখোলা, রঘুনাথবাড়ি, রাধাবল্লভচক, ঘোষপুর প্রভৃতি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ছে। কোলাঘাটের দেড়িয়াচক এবং ভোগপুর গ্রাম পঞ্চায়েতের বহু এলাকা জলমগ্ন। মানুষজন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।
গত ১৮সেপ্টেম্বর পাঁশকুড়ায় চার জায়গায় কংসাবতী নদীবাঁধ ভেঙেছিল। তারমধ্যে পুরসভার গড়পুরুষোত্তমপুরে ভাঙা নদীবাঁধ দিয়ে বৃহস্পতিবার থেকেই জল ঢুকছে। সেই জলে পুরসভার ১৪ ও ১৫নম্বর ওয়ার্ড প্লাবিত। শুক্রবার ওই এলাকা থেকে কোমর সমান জল পেরিয়ে অনেক দুর্গত ত্রাণ ও ত্রিপলের আশায় পুরসভা অফিসে আসেন। ১৫নম্বর ওয়ার্ডের বহু দুর্গত কংসাবতী নদীবাঁধে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন। অনেকেই আত্মীয় বাড়িতে রওনা দিয়েছেন। আবার, বাড়ির ছাদে ত্রিপল খাটিয়ে দুর্গতদের অনেকে আশ্রয় নিয়েছেন। শুক্রবার এনডিআরএফ স্পিডবোট ১৪ ও ১৫নম্বর ওয়ার্ডে উদ্ধার কাজ চালায়। পুরপ্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র স্পিডবোটে এলাকায় দুর্গতদের রান্না করা খাবার সরবরাহ করেন।
গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের মানুরে ভেঙে যাওয়া কংসাবতী বাঁধ মেরামতে দু’শোর বেশি শ্রমিক লাগানো হয়েছে। ভেঙে যাওয়া বাঁধের দু’দিকে বিরাট এলাকাজুড়ে ত্রিপল খাটিয়ে ক্যাম্প করা হয়েছে। গোলাপ ফুলের জমি থেকে জেসিবি দিয়ে মাটি তুলে বাঁধ মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামতের কাজে যুক্ত উত্তর ২৪পরগনার হাবরা থানার কালীনগর গ্রামের বিশ্বজিৎ পাহাড় বলেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ হুড়মুড় করে বাঁধের অংশ ভেঙে প্রবল গতিতে নিউ কংসাবতীর জল ঢোকা শুরু হয়। নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় কাজ করা যাচ্ছে না। 
পাঁশকুড়া ব্লকের প্লাবিত মৌজা থেকে বন্যার জল দ্রুত নামানোর জন্য গোটপোতায় ঢালাই বাঁধ কেটে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মঙ্গলদ্বারিতে প্রায় ৩০বছর ধরে কাজ না করা একটি স্লুইস গেটকে সচল করে জল নিকাশির ব্যবস্থা করা হয়। তাতেই বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হয়। মানুর গ্রামে নদীবাঁধ দিয়ে ঢোকা কংসাবতীর জল ওই দুই জায়গা দিয়ে দ্রুত ক্ষীরাই নদীতে পড়ছে। তাতে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত খানিকটা রেহাই পাবে বলে স্থানীয়রা মনে করছেন।
সোয়াদিঘি, পায়রাটুঙ্গি, শঙ্করআড়া প্রভৃতি খাল সংস্কার না হওয়ার খেসারত দিতে হচ্ছে। বৃষ্টির জমা জলে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। শহিদ মাতঙ্গিনী বিডিও অফিস পুরোপুরি জলের তলায়। বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে হাঁটুসমান জল। হাঁটুজল পেরিয়ে বিডিও অফিসে যাতায়াত করতে হচ্ছে। এদিন বাড় শান্তিপুর গ্রাম থেকে একটা ত্রিপলের খোঁজে ষাটোর্ধ্ব উত্তম দত্ত বিডিও অফিসে এসেছিলেন। তিনি বলেন, বাড়িতে জল ঢুকে গিয়েছে। থাকতে পারছি না। তাই একটা ত্রিপলের খোঁজে বিডিও অফিসে এসেছি। এখানেও একই অবস্থা। ফি-বছর বর্ষায় এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার পরিকল্পনা নেওয়া জরুরি।
তমলুকে জলের তলায় শহীদ মাতঙ্গিনী ব্লক।-নিজস্ব চিত্র
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা