দক্ষিণবঙ্গ

রানাঘাটে ভেজাল সরষের তেলের কারখানায় হানা, পাকড়াও মালিক

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: গোপন সূত্রে ভেজাল সরষের তেল তৈরির খবর পেয়ে শুক্রবার রানাঘাটের আইশতলা কালীতলায় শ্রীগণেশ অয়েল মিলে হানা দিলেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ডিইবি) আধিকারিকরা। সেখান থেকে ২৫টি টিনে ৩৭৫ কেজি ভেজাল সরষের তেল, ৯০টি টিনে ১৩৫০ কেজি রাইস ব্র্যান তেল, কিছু যন্ত্রপাতি ও ২০০ মিলি ক্ষতিকারক রাসায়নিক ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। শ্রীগণেশ অয়েল মিলের মালিক স্বপন ঘোষকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বপন ঘোষ ওই এলাকায় সরষের তেল প্যাকেজিংয়ের ব্যবসা করেন। ডিইবি সূত্রে খবর, কারখানায় বিভিন্ন নামী সরষের তেল প্রস্তুতকারক কোম্পানির খালি জার ও টিন পাওয়া গিয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে পাম তেল পাওয়া গিয়েছে সেখানে। অথচ নথিপত্র ঘেঁটে দেখা গিয়েছে, সরষের তেল কেনাবেচা করার ভাউচার রয়েছে, কিন্তু পাম তেল বা রিফাইন তেল বিক্রির কোনও নথি নেই। ফলে প্রশ্ন আসে, বিপুল পরিমাণ পাম তেল এবং রিফাইন তেল তাহলে কী কারণে মজুত করা হয়েছিল? সূত্রের খবর, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী। এরপরেই ডিইবি-র কর্তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। স্থানীয়দের দাবি, আদতে পৈতৃক ব্যবসা হলেও সম্প্রতি আর্থিকভাবে ফুলেফেঁপে উঠেছিলেন ওই ব্যবসায়ী। ডিএসপি ডিইবি লক্ষ্মীনারায়ণ দে বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিলাম। তাতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। আমরা সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছি। কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে আপাতত। মালিককে গ্রেপ্তার করা হয়েছে। যে কেমিক্যাল উদ্ধার হয়েছে সেগুলিকে আমরা ল্যাবে পাঠাচ্ছি পরীক্ষা করার জন্য।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা